পড়াশোনা
1 min read

অষ্টম অধ্যায়: আমাদের সম্পদ, নবম-দশম শ্রেণির বিজ্ঞান প্রশ্ন ও উত্তর

মাটি কী?

উত্তরঃ মাটি হলো ভূ-পৃষ্ঠের উপরিভাগে অবস্থিত নানারকম জৈব ও অজৈব রাসায়নিক পদার্থের মিশ্রণ যাতে উদ্ভিদ ও গাছপালা জন্মায়।

ম্যাগনেটাইট এর সংকেত কী?

উত্তরঃ ম্যাগনেটাইট এর সংকেত Fe3O4।

সবচেয়ে কঠিন খনিজের নাম কী?

উত্তরঃ সবচেয়ে কঠিন খনিজের নাম হলো হীরক।

সবচেয়ে নরম খনিজটির নাম কী?

উত্তরঃ সবচেয়ে নরম খনিজটির নাম ট্যালক।

ইউরিয়া সারের কাঁচামাল কী?

উত্তরঃ ইউরিয়া সারের কাঁচামাল হলো মিথেন।

Sub Soil কী?

উত্তরঃ মাটির দ্বিতীয় স্তরটিই হলো Sub soil যা খনিজ পদার্থে ভরা এবং সামান্য হিউমাস সমৃদ্ধ।

প্রাকৃতিক জ্বালানি কাকে বলে?

উত্তরঃ যে সমস্ত জ্বালানি প্রকৃতি থেকে পাওয়া যায় সে সমস্ত জ্বালানিকে প্রাকৃতিক জ্বালানি বলে।

বায়বায়ন কাকে বলে?

উত্তরঃ যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে পৌছে এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে অবমুক্ত হয় সে প্রক্রিয়াকে মাটির বায়বায়ন বলে।

হরাইজোন কাকে বলে?

উত্তরঃ মাটি যে চারটি সমান্তরাল স্তরে বিভক্ত তাদের প্রতিটি স্তরকে এক একটি হরাইজোন বলে।

হিউমাস কাকে বলে?

উত্তরঃ মাটিতে বিদ্যমান একটি বিশেষ জটিল পদার্থ যা অ্যামিনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন ও অন্যান্য অ্যারোমেটিক যৌগের সমন্বয়ে গঠিত বিশেষ জটিল পদার্থকে হিউমাস বলে।

অপরিশোধিত তেল কোন প্রক্রিয়ায় পরিশোধন করা হয়?

উত্তরঃ খনি থেকে প্রাপ্ত তেল মূলত নানারকম হাইড্রোকার্বন ও অন্যান্য পদার্থের মিশ্রণ এবং বেশিরভাগ ক্ষেত্রেই তা সরাসরি ব্যবহার উপযোগী হয় না, তাই একে অপরিশোধিত তেল বলে। এই তেলকে 800°C তাপমাত্রায় আংশিক পাতন প্রক্রিয়ায় উপাদানগুলো আলাদা করে পরিশোধিত করা হয়।

pH বলতে কী বোঝায়?

উত্তরঃ pH হলো কোনো জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম। pH দ্বারা কোনো দ্রবণ অম্লীয়, ক্ষারীয় নাকি নিরপেক্ষ তা বোঝায়। কোনো পদার্থের জলীয় দ্রবণের pH এর মান ৭ হলে তা নিরপেক্ষ। pH এর মান ৭ এর কম হলে তা অম্লীয় এবং pH এর মান ৭ এর বেশি হলে তা ক্ষারীয়।

খড়িমাটি ফসল উৎপাদনের জন্য অনুপযোগী কেন?

উত্তরঃ খড়িমাটির বৈশিষ্ট্য থেকে দেখা যায় এ মাটি ক্ষারীয় হয় এবং এতে অনেক পাথর থাকে। এ মাটি সাধারণত দ্রুত শুকিয়ে যায়; বিশেষ করে গ্রীষ্মকালে এর পানি ধারণক্ষমতা একেবারেই থাকে না। এছাড়া খড়িমাটিতে উদ্ভিদের জন্য প্রয়োজনীয় আয়রন ও ম্যাগনেসিয়াম থাকে না। ফলে ফসল ভালো হয় না। এ কারণে খড়িমাটি ফসল উৎপাদনের জন্য অনুপযোগী।

পানি না পেলে উদ্ভিদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয় কেন?

উত্তরঃ উদ্ভিদ তার শেকড়ের মাধ্যমে মাটির অভ্যন্তর থেকে প্রয়োজনীয় পুষ্টি উপাদান পানির সাথে দ্রবীভূত অবস্থায় সংগ্রহ করে থাকে। বেড়ে ওঠার জন্য এসব পুষ্টি উপাদান উদ্ভিদের জন্য আবশ্যক। পানি না থাকলে বা পানির অভাব হলে এসব পুষ্টির উপাদানেরও অভাব হয়। এ কারণে উদ্ভিদের বেড়ে ওঠা বাধাগ্রস্ত হয়।

বেলে মাটির জমির বৈশিষ্ট্য লিখ।

উত্তরঃ বেলে মাটির জমির বৈশিষ্ট্য নিম্নরূপঃ

  • এ মাটির পানি ধারণক্ষমতা খুবই কম।
  • বেলে মাটির কণার আকার অন্য সব মাটির কণার তুলনায় বড়।
  • কণাগুলোর মধ্যে আন্তঃকণা দূরত্ব অনেক বেশি, ফলে বায়বায়ন অনেক বেশি হয়।
  • মাটিতে অতি ক্ষুদ্র শিলা ও খনিজ পদার্থ থাকে।
  • মাটি থেকে দ্রুত পানি নিষ্কাশিত হয়। ফলে বিশেষ করে গ্রীষ্মকালে উদ্ভিদে পানির স্বল্পতা দেখা দেয়।
  • মাটিতে জলাবদ্ধতা সৃষ্টি হয় না। এ কারণে গাছের শিকড় পচে না।
  • চাষাবাদের সময় অন্য সব মাটির মতো অনেক বেশি চাষ দেওয়ার প্রয়োজন হয় না।
  • মাটিতে ফসলের আন্তঃপরিচর্যা করা অনেক সহজ হয়।
  • মাটিতে আগাছা কম পরিমাণে জন্মায়।
Rate this post