পরিবাহী তারের মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হলে, এর চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। এই চৌম্বক ক্ষেত্রের মধ্যে একটি চুম্বক মেরু রাখলে তার উপর একটি বল ক্রিয়া করবে। আবার নিউটনের গতির তৃতীয় সূত্রানুযায়ী, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। তাই চৌম্বক মেরু পরিবাহী তারের বিপরীত দিকে এবং সমমানের বল প্রয়োগ করবে। এখন যদি পরিবাহী তার সহজে চলনক্ষম হয় তাহলে প্রতিক্রিয়া বলের প্রভাবে সেটা নিজের অবস্থান থেকে সরে যাবে। তড়িৎ প্রবাহের অভিমুখ যদি উল্টো দিকে হয় তবে পরিবাহী তারও বিপরীত দিকে বিক্ষিপ্ত হবে।
Offcanvas menu