সুপারহিটেড স্টীম ব্যবহারের সুবিধা কী কী?
(১) সুপারহিটেড স্টীমে অপেক্ষাকৃত বেশি তাপ (একক ভরের স্টীম) থাকে, তাই বেশি কাজ পাওয়া যায়। (২) সুপার হিটিং এর ফলে স্টীম খরচ কম হয়। (৩) এটা ব্যবহারে টারবাইন ব্লেডের ক্ষয় কম হয়। (৪) স্টীম পাইপে এবং ইঞ্জিন সিলিন্ডারে ঘনীভবনজনিত তাপ ঘাটতি কম হয়। (৫) চাপের অধিকতর সীমা পর্যন্ত এ স্টীম সম্প্রসারিত হলেও এটা আর্দ্র হয়ে যাওয়ার সম্ভাবনা কম, তাই এর ব্যবহারে প্লান্টের দক্ষতা বৃদ্ধি পায়।