জড়তা সম্পর্কিত প্রশ্ন ও উত্তর

জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

প্রশ্ন-১. কোনো বস্তুর জড়তা এর কীসের ওপর নির্ভর করে?
উত্তর : কোনো বস্তুর জড়তা এর ভরের ওপর নির্ভর করে।

প্রশ্ন-২. জড়তা কাকে বলে?
উত্তর : পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে জড়তা বলে।

প্রশ্ন-৩. জড়তা কয় প্রকার?
উত্তর : জড়তা দুই প্রকার। যথা– ১. স্থিতি জড়তা ও ২. গতি জড়তা।

প্রশ্ন-৪. গতি জড়তা কাকে বলে?
উত্তর : যে ধর্মের কারণে কোনো গতিশীল বস্তু গতিশীল অবস্থাতেই থাকতে চায় তাকে গতি জড়তা বলে। অর্থাৎ নির্দিষ্ট গতিবেগে চলমান কোনো বস্তুর গতিবেগের পরিবর্তন ঘটাতে না চাওয়ার ধর্মকে গতি জড়তা বলে। গতি জড়তা বস্তুর ভরবেগের ওপর নির্ভর করে। গতি জড়তার দরুণ চলন্ত বাস হঠাৎ থামলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়েন।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. পদার্থ যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম তাকে কী বলে?
ক. স্থিতিস্থাপকতা
খ. বল
গ. পরমস্থিতি
ঘ. জড়তা
উত্তর : ঘ

২. জড়তা কত প্রকার?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. পাঁচ
উত্তর : ক

৩. পদার্থের জড়তার পরিমাপ কোনটি?
ক. বল
খ. ভর
গ. স্থিতিস্থাপকতা
ঘ. ভরবেগ
উত্তর : খ

৪. কোনটি বস্তুর একটি মৌলিক ধর্ম?
ক. আয়তন
খ. ঘনত্ব
গ. জড়তা
ঘ. তাপমাত্রা
উত্তর : গ

৫. বস্তুর স্থিতি জড়তা কোনটির সমানুপাতিক?
ক. ভরের
খ. আয়তনের
গ. ঘনত্বের
ঘ. স্থিতিস্থাপকতার
উত্তর : ক

৬. গাড়ি হঠাৎ চলতে শুরু করলে কোনটির কারণে আরোহী পিছনের দিকে হেলে পড়ে?
ক. স্থিতি জড়তা
খ. বলের প্রতিক্রিয়া
গ. গতি জড়তা
ঘ. বাতাসের বাধা
উত্তর : ক

৭. ধূলিময় পোশাক ছড়ি দিয়ে আঘাত করলে পোশাক সরে যায়, কিন্তু ধূলিকণা নিচে পড়ে যায় কোনটির কারণে?
ক. গতি জড়তা
খ. ভরবেগ
গ. বাতাসের বাঁধা
ঘ. স্থিতি জড়তা
উত্তর : ঘ

৮. নির্দিষ্ট ভরসম্পন্ন কোনো বস্তুর গতি জড়তা কোনটির সমানুপাতিক?
ক. গতিবেগ
খ. ঘনত্ব
গ. ভর
ঘ. আয়তন
উত্তর : ক

৯. চলন্ত গাড়ি হঠাৎ থেমে গেলে আরোহী সামনের দিকে ঝুঁকে পড়ে কোনটির কারণে?
ক. বলের প্রতিক্রিয়া
খ. স্থিতি জড়তা
গ. গতি জড়তা
ঘ. বাতাসের চাপ
উত্তর : গ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *