ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান দ্বাদশ অধ্যায় : পৃথিবীর উৎপত্তি ও গঠন

মহাবিশ্বের সৃষ্টির ভিত্তি কী?

উত্তরঃ মহাবিশ্বের সৃষ্টির ভিত্তি হলো মহাবিস্ফোরণ।

আগ্নেয়গিরির উদগিরণ কাকে বলে?

উত্তরঃ প্রচণ্ড তাপ ও চাপের ফলে ভূ-ত্বকের পদার্থ গলে গিয়ে ভূ-পৃষ্ঠ ভেদ করে বের হয়ে আসে। একে আগ্নেয়গিরির উদগিরণ বলে।

নক্ষত্র কী?

উত্তরঃ যে সব জ্যোতিষ্ক আলো ও তাপ উৎপন্ন করতে পারে তাদের নক্ষত্র বলে।

শিলামন্ডল কাকে বলে?

উত্তরঃ পৃথিবী পৃষ্ঠের নিচে ১০০ কি.মি. পর্যন্ত বিস্তৃত পৃথিবীর অভ্যন্তরকে ঘিরে যে শক্ত স্তর রয়েছে তাকে শিলামন্ডল বলে।

ইউরিয়া তৈরির প্রধান উপাদান কী?

উত্তর : ইউরিয়া তৈরির প্রধান উপাদান প্রাকৃতিক গ্যাস।

বাংলাদেশে চুনাপাথর কোন কোন জেলায় পাওয়া যায়?

উত্তর : বাংলাদেশের জয়পুরহাটে ও সিলেটে চুনাপাথর পাওয়া যায়।

সূর্যের আলোর সাথে চাঁদের আলোর পার্থক্য কী?

উত্তর : সূর্য আলো উৎপন্ন করতে পারে কিন্তু চাঁদ নিজে আলো উৎপন্ন করতে পারে না।

প্লেট কাকে বলে?

উত্তর : ভূপৃষ্ঠের নিচে পৃথিবীর শিলামণ্ডল কতগুলো অংশে বিভক্ত থাকে আর এ অংশগুলোকেই প্লেট বলে।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. মহাবিস্ফোরণের পর ছোট ছোট কণাগুলো ঠাণ্ডা ও একত্রিত হয়ে কিসে পরিণত হয়?

ক) জ্যোতিষ্ক      খ) চাঁদ      গ) উপগ্রহ       ঘ) বায়ুমণ্ডল

উত্তরঃ-ক) জ্যোতিষ্ক 

২. চুনাপাথরের অপর নাম কী?

ক) সোডিয়াম কার্বনেট   খ) ম্যাগনেশিয়াম কার্বনেট

গ) ক্যালসিয়াম কার্বনেট  ঘ) পটাশিয়াম কার্বনেট

উত্তরঃ-গ) ক্যালসিয়াম কার্বনেট

৩. নিচের কোনটি পৃথিবীর একমাত্র উপগ্রহ?

ক) বুধ   খ) শনি   গ) চাঁদ   ঘ) বৃহস্পতি

উত্তরঃ-গ) চাঁদ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *