পড়াশোনা

চতুর্থ অধ্যায় : বয়ঃসন্ধিকাল, অষ্টম শ্রেণির গার্হস্থ্য বিজ্ঞান

1 min read

প্রশ্ন-১. কোন বয়সকে আমরা কৈশোরকাল বলে থাকি?

উত্তর : ১০-১১ থেকে ১৮-১৯ বছর বয়সকে আমরা কৈশোরকাল বলে থাকি।

প্রশ্ন-২. জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?

উত্তর : জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি।

প্রশ্ন-৩. মেয়েদের দেহের পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী?

উত্তর : মেয়েদের দেহের পরিবর্তনের জন্য ইস্ট্রোজেন হরমোন দায়ী।

প্রশ্ন-৪. ডিম্বাশয়ের পূর্ণতার জন্য দায়ী কোন হরমোন?

উত্তর : ডিম্বাশয়ের পূর্ণতার জন্য দায়ী গোনাডোট্রপিক হরমোন।

প্রশ্ন-৫. নির্দিষ্ট সময়ের পরে যৌন পরিবর্তন হলে তাকে কী বলে?

উত্তর : সময়ের পরে যৌন পরিবর্তন হলে তাকে বিলম্বিত পরিপক্ব বলে।

প্রশ্ন-৬. নির্দিষ্ট সময়ের আগে যৌন পরিবর্তন হলে তাকে কী বলে?

উত্তর : নির্দিষ্ট সময়ের আগে যৌন পরিবর্তন হলে তাকে অকাল পরিপক্ব বলে।

প্রশ্ন-৭. কোনটি দ্রুত পরিবর্তনের সময়?

উত্তর : বয়ঃসন্ধিকাল দ্রুত পরিবর্তনের সময়।

প্রশ্ন-৮. যৌন পরিবর্তন শিশুকে কীসে পরিণত করে?

উত্তর : যৌন পরিবর্তন শিশুকে পূর্ণবয়স্ক ব্যক্তিতে পরিণত করে।

প্রশ্ন-৯. কৈশোর কালের অন্য একটি নাম কী?

উত্তর : কৈশোর কালের অন্য একটি নাম বয়ঃসন্ধিকাল।

প্রশ্ন-১০. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ কী?

উত্তর : বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ হলো হরমোন।

প্রশ্ন-১১. হরমোন কী?

উত্তর : উচ্চ ক্ষমতা সম্পন্ন জৈব রাসায়নিক পদার্থই হলো হরমোন।

বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১। মেয়েদের দেহের কোন হরমোনের ক্ষরণ ডিম্বাশয়কে পূর্ণতা দেয়?

ক) গ্রোথ

খ) পিটুইটারি

গ) ইস্ট্রোজেন

ঘ) গোনাডোট্রোপিক

সঠিক উত্তর : ঘ

২। কোনটি কৈশোরকালীন বয়স?

(ক) ১০/১১ – ১৪/১৫

(খ) ১০/১১ – ১৬/১৮

(গ) ১০/১১ – ১৮/১৯

(ঘ) ১০/১১ -১৯/২০

৩। বয়ঃসন্ধিকালের পরিবর্তন চলে কোন গতিতে?

ক) ধীর

খ) দ্রুত

গ) মন্থর

ঘ) সাবলীল

সঠিক উত্তর : খ

৪। কোন হরমোন দৈহিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে?

ক) গ্রোথ হরমোন

খ) ইস্ট্রোজেন হরমোন

গ) টেস্ট্রোস্টেরন হরমোন

ঘ) গোনাডোট্রোপিক হরমোন

সঠিক উত্তর : ক

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x