সপ্তম শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আসলে কী?

ক. এক ধরনের মাধ্যম

খ. এক ধরনের পত্রিকা

গ. এক ধরনের প্রযুক্তি

ঘ. এক ধরনের যোগাযোগ

সঠিক উত্তর : গ

২. বর্তমানে বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম কোনটি?

ক. টেলিভিশন  খ. কম্পিউটার

গ. স্মার্টফোন  ঘ. রেডিও

সঠিক উত্তর : ক

৩. জিপিএসের পূর্ণাঙ্গ রূপ কী?

ক. গ্লোবাল প্রসেসিং সিস্টেম

খ. গ্লোবাল পজিশনিং সিস্টেম

গ. জেনারেল পজিশনিং সিস্টেম

ঘ. জেনারেল পয়েন্টিং সিস্টেম

সঠিক উত্তর : খ

৪. জিপিএসকে নিচের কোনটি সংকেত পাঠায়?

ক. চাঁদ  খ. মঙ্গল গ্রহ

গ. কৃত্রিম উপগ্রহ  ঘ. বুধ গ্রহ

সঠিক উত্তর : গ

৫. জিপিএসের অন্তর্গত বিষয় হলো —

i. কৃত্রিম উপগ্রহ

ii. সংকেত বিশ্লেষণ

iii. নির্দিষ্ট জায়গার ম্যাপ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৬. দৈনন্দিন জীবনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কখন ব্যবহার হচ্ছে?

ক. মাঝে মাঝে  খ. প্রায়ই

গ. ঘণ্টায় ঘণ্টায়  ঘ. প্রতি মুহূর্তে

সঠিক উত্তর : ঘ

 

৭. ঘরে বসে বই কেনার অর্ডার দেওয়া যায় কিসের মাধ্যমে?

ক. স্মার্ট ফোন  খ. কম্পিউটার

গ. ইন্টারনেট   ঘ. ল্যান্ডফোন

সঠিক উত্তর : গ

৮. উইকিপিডিয়া কী?

ক. ডেটাবেইজ  খ. মুক্ত বিশ্বকোষ

গ. স্মার্ট ফোন  ঘ. উন্মুক্ত সফটওয়্যার

সঠিক উত্তর : খ

৯. কোনো ব্যক্তি ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে—

i. উইকিপিডিয়াতে ঢুকতে পারে

ii. সিনেমা ডাউনলোড করতে পারে

iii. চেকিং অ্যাকাউন্টে টাকা চেক করতে পারে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১০. তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভর্তি প্রক্রিয়া কার্যক্রম শুরু হয় কত সালে?

ক. ২০০৭ খ. ২০০৮

গ. ২০০৯  ঘ. ২০১০

সঠিক উত্তর : গ

১১. প্রিন্টারের মাধ্যমে কাগজে লেখার কালি হিসেবে কী ব্যবহৃত হয়?

ক. ড্রাম খ. টোনার

গ. রিবন ঘ. লেড

সঠিক উত্তর : খ

১২. ইলেকট্রনিক ভোটিং মেশিনে কীভাবে ভোট দিতে হয়?

ক. নাম টাইপ করে খ. বোতাম চেপে

গ. রিং বাজিয়ে ঘ. বাটন টাচ করে

সঠিক উত্তর : খ

১৩. ভোট প্রদানের ক্ষেত্রে প্রযুক্তির অবদান কোনটি?

ক. ইন্টারনেট

খ. ইলেকট্রনিক ব্যালট পেপার

গ. ইলেকট্রনিক মেইল

ঘ. ইলেকট্রনিক ভোটিং মেশিন

সঠিক উত্তর : ঘ

১৪. ভার্চ্যুয়াল অফিসের বিষয়টি প্রথম আলোচনায় আসে কত সালে?

ক. ১৯৭৫ সালে খ. ১৯৮০ সালে

গ. ১৯৮৩ সালে ঘ. ১৯৮৫ সালে

সঠিক উত্তর : গ

১৫. কাগজবিহীন প্রতিষ্ঠান কোনটি?

ক. ব্যাংক  খ. ই-অফিস

গ. কল সেন্টার  ঘ. কাস্টমার কেয়ার

সঠিক উত্তর : গ

১৬. প্রথম ভার্চ্যুয়াল অফিস শুরু হয় কত সালে?

ক. ১৯৮৩ সালে খ. ১৯৯৩ সালে

গ. ১৯৯৪ সালে ঘ. ১৯৯৭ সালে

সঠিক উত্তর : গ

১৭. ‘ড্রোন’ শব্দটি দ্বারা কী বোঝায়?

ক. পাইলট খ. প্লেন

গ. রোবট ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : খ

১৮. অফিস ব্যবস্থাপনায় আজকাল সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে কোনটি?

ক. টেলিভিশন খ. রেডিও

গ. মোবাইল ঘ. কম্পিউটার

সঠিক উত্তর : ঘ

১৯. তথ্য ও যোগাযোগপ্রযুক্তির কল্যাণে সম্ভব—

i. বিপজ্জনক কাজ রোবটের মাধ্যমে করানো

ii. পাইলটবিহীন বিমান চালানো

iii. ই-ক্লাসরুমের মাধ্যমে শিক্ষাদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২০. একটি ই-ক্লাসরুম তৈরি করার জন্য প্রয়োজন—

i. প্রজেক্টর

ii. ইন্টারনেট সংযোগ

iii. কম্পিউটার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২১. ‘SMS’-এর পূর্ণরূপ কী?

ক. Short Message System

খ. Short Multimedia Service

গ. Short Message Server

ঘ. Short Message Service

সঠিক উত্তর : ঘ

২২. কার্ড কয়ভাবে পাঠানো যায়?

ক. একভাবে  খ. দুইভাবে

গ. তিনভাবে  ঘ. চারভাবে

সঠিক উত্তর : খ

২৩. সামাজিক বিপ্লব ঘটানো সম্ভব কোনটির মাধ্যমে?

ক. গুগল

খ. ভিডিও শেয়ারিং সাইট

গ. সামাজিক নেটওয়ার্ক

ঘ. ই-কার্ড

সঠিক উত্তর : গ

২৪. ফেসবুকে একটি নির্দিষ্ট উপায়ে মনের ভাব প্রকাশ করার অন্য নাম কী?

ক. স্ট্যাটাস খ. টুইট

গ. সাইট ঘ. স্ট্যান্ডার্ড

সঠিক উত্তর : ক

২৫. টুইটারের উদ্দেশ্য কী?

ক. ভিডিও দেখা খ. গান শোনা

গ. সংবাদ বিনিময় ঘ. সামাজিক যোগাযোগ

সঠিক উত্তর : ঘ

২৬. তথ্য ও যোগাযোগ প্রযুক্তির মাধ্যমে—

i. ই-বুক রিডারে বই পড়া যায়

ii. ইন্টারনেটে পিত্জা অর্ডার দেওয়া যায়

iii. উইকিপিডিয়াতে তথ্য অনুসন্ধান করা যায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৭. যেসব কাজে ইন্টারনেট ব্যবহার করা হয় তা হলো—

i. ই-টিকিটিং

ii. ই-চিকিত্সা

iii. ই-কমার্স

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২৮. সাধারণত কোনো কোম্পানির কল সেন্টারের কর্মীদের মূল কাজ কী?

ক. কাস্টমারের প্রশ্নের উত্তর দেওয়া

খ. কাস্টমারের সঙ্গে গল্প করা

গ. নতুন কাস্টমার খুঁজে বের করা

ঘ. প্রোডাক্ট বিক্রয় করা

সঠিক উত্তর : ক

২৯. সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোন সামাজিক যোগাযোগ সাইটটি?

ক. গুগল প্লাস খ. ফেসবুক

গ. টুইটার ঘ. মাইস্পেস

সঠিক উত্তর : খ

৩০. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আমাদের সামাজিক যোগাযোগকে—

i. দ্রুত করছে

ii. আকর্ষণীয় করছে

iii. কার্যকরী করছে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩১. বাংলাদেশের প্রথম স্যাটেলাইট কত সালে মহাকাশে প্রেরণ করা হয়?

ক. ১৯৮৫ খ. ১৯৯৮

গ. ২০০৮ ঘ. ২০১৮

সঠিক উত্তর : ঘ

৩২. বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়?

ক. কেনেডি মহাকাশ কেন্দ্র

খ. সুইস মহাকাশ কেন্দ্র

গ. যুক্তরাষ্ট্র মহাকাশ কেন্দ্র

ঘ. জাপান মহাকাশ কেন্দ্র

সঠিক উত্তর : ক

৩৩. নিজস্ব স্যাটেলাইটের অধিকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?

ক. ২৫  খ. ২৮

গ. ৩৫  ঘ. ৫৭

সঠিক উত্তর : ঘ

৩৪. নিউট্রিনো সম্পর্কে সঠিকভাবে জানতে আমরা কোনটি ব্যবহার করব?

ক. কম্পিউটার খ. ইন্টারনেট

গ. ল্যান্ডফোন ঘ. মোবাইল ফোন

সঠিক উত্তর : খ

৩৫. ‘বিজনেস উইক’ ম্যাগাজিনে কাগজ ব্যবহার না করে অফিসের কাজকর্ম করার বিষয়টি প্রথম কত সালে ছাপা হয়েছিল?

ক. ১৯৭৫ খ. ১৯৭৯

গ. ১৯৯৮ ঘ. ২০০৫

সঠিক উত্তর : ক

৩৬. নিজের ঘরে বসে স্বাধীনভাবে কাজ করে টাকা উপার্জন করতে দরকার —

i. একটি কম্পিউটার

ii. ইন্টারনেট সংযোগ

iii. তথ্য প্রযুক্তিতে দক্ষতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৭. শ্রবণপ্রতিবন্ধীরা কিসের মাধ্যমে ভাব বিনিময় করতে পারে?

ক. মোবাইল  খ. এসএমএস

গ. ইন্টারনেট ঘ. নেটওয়ার্ক

সঠিক উত্তর : খ

৩৮. সবচেয়ে জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট কোনটি?

ক. পিকাসো খ. ইউটিউব

গ. পিপিলিকা  ঘ. পিকচার

সঠিক উত্তর : খ

৩৯. পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ সাইট কোনটি?

ক. টুইটার খ. জোম্পা

গ. ফেসবুক ঘ. মাইস্পেস

সঠিক উত্তর : গ

৪০. তুমি তোমার মনের ভাব ফেসবুকে প্রকাশ করলে, তা কী নামে পরিচিত হবে?

ক. এসএমএস খ. স্ট্যাটাস

গ. টুইট ঘ. প্রোফাইল

সঠিক উত্তর : খ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *