আবেশ কত প্রকার ও কী কী?

আবেশ দুই প্রকার। যথা- স্বকীয় আবেশ এবং পারস্পারিক আবেশ।

কোন কুণ্ডলীতে তড়িৎ প্রবাহের পরিবর্তনের ফলে ঐ একই কুণ্ডলীতে যে তড়িচ্চালক বল আবিষ্ট হয় তাকে স্বকীয় আবেশ বলে। আর পাশাপাশি রাখা দুটি কুণ্ডলীর একটিতে তড়িৎ-প্রবাহ পরিবর্তনের ফলে অন্যটিতে যে তড়িৎ চালক বল আবিষ্ট হয় তাকে পারস্পারিক আবেশ বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *