স্নো বলতে কী বোঝায়?

স্নো এর অপর নাম হলো ভেনিসিং ক্রিম (Vanishing cream)। এটি পানিতে তেলের ইমালসন। এ ক্রিম/স্নো এমনভাবে তৈরি করা হয়, যাতে এটি খুব দ্রুত এবং সহজে ত্বকে মেখে দেয়ার সাথে সাথে ছড়িয়ে পড়ে। এটি এমন একটি তাৎপর্যপূর্ণ পরিমাণে তেল ধারণ করে যা ত্বকে মেখে দেয়ার পরও পিচ্ছিল মনে হয় না। এ ক্রিম ত্বকে সুন্দরভাবে মেখে দিলে তা ত্বককে উজ্জ্বল এবং মসৃণ করে তোলে। এটি কোল্ড ক্রিমের তুলনায় কোমলীয়; তাই এটি ত্বককে নরম ও মোলায়েম করে তোলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *