এইচএসসি (HSC) রসায়ন ২য় পত্র ৫ম অধ্যায় প্রশ্ন ও উত্তর

Black Diamond কী?

উত্তরঃ Black Diamond হলো কয়লা।

প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?

উত্তরঃ প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ শতকরা 96 – 99%।

বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের নাম কী?

উত্তরঃ বাংলাদেশে সর্বপ্রথম আবিষ্কৃত প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের নাম সিলেট (হরিপুর) গ্যাসক্ষেত্র।

লেদার প্রিট্যানিং এর ধাপ কয়টি?

উত্তরঃ লেদার প্রিট্যানিং এর ধাপ চারটি।

জিওলাইটস কি?

উত্তরঃ জিওলাইটস হলো ঋণাত্মক আধানবিশিষ্ট অ্যালুমিনো সিলিকেটের খনিজ, যা রাসায়নিক বিক্রিয়ায় প্রভাবক হিসেবে ব্যবহৃত হয়।

প্রাকৃতিক গ্যাস কাকে বলে?

উত্তরঃ পেট্রোলিয়াম খনিতে তেলের উপরিভাগে যে গ্যাসের স্তর বিদ্যমান থাকে তাকে প্রাকৃতিক গ্যাস বলে। প্রাকৃতিক গ্যাসের মধ্যে 96 – 99%। হল মিথেন। বাকি উপাদানগুলো হল ইথেন, নাইট্রোজেন এবং কার্বন মনোক্সাইড।

যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার সুবিধাজনক কেন?

উত্তরঃ যানবাহনে প্রাকৃতিক গ্যাস ব্যবহার সুবিধাজনক হওয়ার কারণ মূলত তিনটি :

১. প্রাকৃতিক গ্যাসের ক্যালরিফিক ভ্যালু (ভর অনুপাতে দহন তাপ) বেশি এবং এটি সাশ্রয়ী।

২. প্রাকৃতিক গ্যাস ব্যবহারে যানবাহনের নকিং কম হয়।

৩. প্রাকৃতিক গ্যাসে কার্বনের পরিমাণ তুলনামূলকভাবে কম হওয়ায় দূষণ কম হয়।

সিমেন্ট কাকে বলে?

উত্তরঃ সিলিকা, অ্যালুমিনা, লাইম ও আয়রণ অক্সাইডের মিশ্রণকে উচ্চতাপে উত্তপ্ত করলে এক প্রকার চূর্ণাকার মিশ্রণ পাওয়া যায়, যা পানির উপস্থিতিতে জমাট বেঁধে দৃঢ় ও শক্ত কঠিন পদার্থে পরিণত হয়, এই মিশ্রণকে সিমেন্ট বলে।

সিলিকেট কাকে বলে?

উত্তরঃ এসিডীয় সিলিকন ডাই অক্সাইড এর সাথে ধাতব অক্সাইডের বিক্রিয়ায় গঠিত পদার্থকে সিলিকেট বলে।

ক্লিংকার কী? (What is Clinker?)

উত্তরঃ সিমেন্টের উপাদানসমূহকে রোটারি ফার্নেসে 1400° – 1600°C তাপমাত্রায় তাপজারণ শেষে প্রাপ্ত Ca-সিলিকেট ও Ca-অ্যালুমিনেট মিশ্রণের ছোট কঠিন টুকরা (ঠাডা অবস্থায়)-কে ক্লিংকার বলে।

E.T.P শিল্প কারখানায় ব্যবহৃত হয় কেন?

উত্তরঃ শিল্প কারখানায় ময়লা ও গন্ধযুক্ত পানি ব্যাপকভাবে পরিবেশ দূষণ ঘটায় এবং নানান রকমের রোগব্যাধি ছড়ায়। তাই জনগণের স্বাস্থ্য রক্ষা এবং পরিবেশ সংরক্ষণের জন্য এসব তরল শিল্প বর্জ্যকে নির্গত হতে দেওয়ার আগে নানা প্রক্রিয়ায় দূষণমুক্ত করা প্রয়োজন। আমরা তরল বা গ্যাস অর্থাৎ প্রবাহমান পদার্থকে ইংরেজিতে effluent বলে থাকি। এসব তরল শিল্প বর্জ্য তথা effluent কে দূষণমুক্ত করার জন্যই ETP বা Effluent Treatment Plant শিল্পে ব্যবহার করা হয়।

চামড়া শিল্পাঞ্চলে প্রকট দুর্গন্ধের কারণ কী?

উত্তরঃ চামড়া শিল্পাঞ্চলে প্রকট দুর্গন্ধের কারণ মূলত দুটি।

  • চামড়া শিল্প থেকে নির্গত হাইড্রোজেন সালফাইড (H2S) এর কারণে।
  • চামড়া শিল্পে চামড়া ও এতে থাকা মাংসের পচনে সৃষ্ট নাইট্রোজেন গঠিত যৌগসমূহের কারণে।

সিমেন্ট ক্লিংকার কাকে বলে?

উত্তরঃ উচ্চ তাপমাত্রায় ক্যালসিয়াম অ্যালুমিনেট, ক্যালসিয়াম সিলিকেট ও ক্যালসিয়াম অ্যালুমিনোফেরাইট গলে গিয়ে ধূসর বর্ণের ছোট ছোট বিভিন্ন আকারের শক্ত পাথর উৎপন্ন হয়, তাকেই সিমেন্ট ক্লিংকার বলে।

প্রাকৃতিক গ্যাস কয়লা অপেক্ষা ভালো জ্বালানি হওয়ার কারণ কী?

উত্তরঃ প্রাকৃতিক গ্যাস কয়লা অপেক্ষা ভালো জ্বালানি। কারণ প্রাকৃতিক গ্যাসের দহনের ফলে তেলের তুলনায় এটি ৩০% কম CO2 উৎপন্ন করে এবং কয়লার তুলনায় ৪৫% কম CO2 গ্যাস উৎপন্ন করে। এছাড়া প্রাকৃতিক গ্যাস কয়লার মতো বায়ু দূষণকারী ছাইকণা উৎপন্ন করে না। তাই প্রাকৃতিক গ্যাস কয়লা অপেক্ষা ভালো জ্বালানি।

কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে ভিন্নতা কি?

উত্তরঃ নিচে কয়লা ও প্রাকৃতিক গ্যাসের মধ্যে ভিন্নতা তুলে ধরা হলো:

  • কয়লা কঠিন ও কালো বর্ণের পদার্থ; অপরদিকে প্রাকৃতিক গ্যাস গ্যাসীয় ও বর্ণহীন পদার্থ।
  • কয়লার মূল গাঠনিক উপাদান কার্বন। এছাড়াও এতে ভেজালরূপে S, জলীয় বাষ্প, ছাই, উদ্বায়ী পদার্থ থাকে; অপরদিকে প্রাকৃতিক গ্যাসে মূল উপাদান CH
    4 ছাড়াও সামান্য পরিমাণে অন্যান্য হাইড্রোকার্বন থাকে। এতে সামান্য জলীয় বাম্প ও H
    2S থাকতে পারে।
  • কয়লার ক্যালরিফিক ভ্যালু কম; কিন্তু প্রাকৃতিক গ্যাসের ক্যালফিরিক ভ্যালু কয়লা অপেক্ষা বেশি।
  • কয়লাতে দূষকরূপে CO
    2, CO
    , NO
    x, SO
    x, নির্গত হয়; অপরদিকে, প্রাকৃতিক গ্যাসে দূষকরূপে CO
    2 নির্গত হয় যা কয়লার তুলনায় কম।
  • কয়লা মূলত শিল্পকারখানায়, ইট ভাটায় ব্যবহার করা হয়। একে যানবাহনে ব্যবহার করা হয় না। অন্যদিকে প্রাকৃতিক গ্যাস যানবাহনসহ, বাসাবাড়ি, শিল্প কারখানায় জ্বালানিরূপে ব্যবহৃত হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *