Modal Ad Example
পড়াশোনা

তৈলচিত্রের ভূত গল্পের প্রশ্ন ও উত্তর, অষ্টম শ্রেণির বাংলা

1 min read

প্রশ্ন-১. ‘তৈলচিত্রের ভূত’ গল্পটি লিখেছেন কে?

উত্তরঃ মানিক বন্দ্যোপাধ্যায়।

প্রশ্ন-২. মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ ১৯০৮।

প্রশ্ন-৩. ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের ওপর বিশ্বাস নেই—কোন ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য?

উত্তরঃ পরাশর ডাক্তারের।

প্রশ্ন-৪. মামার তৈলচিত্রটি কোথায় ছিল?

উত্তরঃ লাইব্রেরি ঘরে।

প্রশ্ন-৫। নগেনের মামা কত বছরের মধ্যে লাইব্রেরির পেছনে একটি পয়সাও খরচ করেননি?

উত্তরঃ ৩২ বছর।

প্রশ্ন-৬। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে ভূতের উৎপাত মূলত কোথা থেকে?

উত্তরঃ ফ্রেম থেকে।

প্রশ্ন-৭। ‘তৈলচিত্রের ভূত’ গল্পে লেখক কোনটি প্রকাশ করতে চেয়েছেন?

উত্তরঃ বিজ্ঞানের যুক্তিবাদিতা।

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x