এসএসসি (SSC) জীববিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. জীবের প্রথম পূর্ণ শ্রেণিবিন্যাস কে করেন?

ক. টমাস কেভলিয়ার

খ. লর্ড কেলভিন

গ. ক্যারোলাস লিনিয়াস

ঘ. আইজ্যাক নিউটন

সঠিক উত্তর : গ

২. জীবের শ্রেণিবিন্যাস এবং তার রীতিনীতিগুলো নিয়ে কোন শাখায় আলোচনা করা হয়?

ক. এন্টোনোলজি

খ. ট্যাক্সোনমি

গ. মাইকোলজি

ঘ. এন্ডোক্রাইনোলজি

সঠিক উত্তর : ক

৩. ব্যাকটেরিয়া কোন রাজ্যের প্রাণী?

ক. মনেরা  খ. প্রোটিস্টা

গ. ফানজাই  ঘ. প্লানটি

সঠিক উত্তর : ক

৪. মনেরা রাজ্যের প্রাণীর কোষ বিভাজন কোন প্রক্রিয়ায় হয়ে থাকে?

ক. বিভাজন  খ. দ্বিবিভাজন

গ. সংশ্লেষণ  ঘ. সংযোজন

সঠিক উত্তর : খ

৫. কোন বস্তুতে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন থাকে?

ক. ক্রোমাটিন  খ. কাইটিন

গ. ক্রোমোজোম  ঘ. ফানজাই

সঠিক উত্তর : ক

৬. ফানজাইয়ে নিচের কোনটি নেই?

ক. ক্লোরোপ্লাস্ট  খ. কাইটিন

গ. মনেরা  ঘ. ক্রোমোজোম

সঠিক উত্তর : ক

৭. নিচের কোনটির দেহে উন্নত টিস্যুতন্ত্র রয়েছে?

ক. মনেরা  খ. প্রোটিস্টা

গ. ফানজাই  ঘ. প্লানটি

সঠিক উত্তর : ঘ

৮. একটি জীবকে প্রজাতি পর্যায়ে বিন্যাসে আন্তর্জাতিক কোড চিহ্নিতের কয়টি ধাপ রয়েছে?

ক. দুই  খ. চার

গ. পাঁচ  ঘ. সাত

সঠিক উত্তর : ঘ

৯. জীবদেহের টিস্যুসমূহের গঠন, বিন্যাস ও কার্যাবলি নিয়ে আলোচনা হয় কোথায়?

ক. ট্যাক্সোনমি  খ. হিস্টোলজি

গ. জেনেটিক্স  ঘ. ইকোলজি

সঠিক উত্তর : খ

১০. ‘ইকোলজি’র সঙ্গে নিচের কোনটির সম্পর্ক আছে?

ক. জীব

খ. প্রাকৃতিক পরিবেশ ও জীব

গ. জীব ও জড়

ঘ. জড় ও প্রকৃতি

সঠিক উত্তর : খ

১১. Panthra tigris কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. বাঘ

খ. চিতা বাঘ

গ. গুল বাঘ

ঘ. রয়েল বেঙ্গল টাইগার

সঠিক উত্তর : ঘ

১২. Oryza sativa কোনটির বৈজ্ঞানিক নাম?

ক. পাট  খ. ধান

গ. শাপলা  ঘ. জবা

সঠিক উত্তর : খ

১৩. কোন রাজ্যের যৌন জনন অ্যানাইসোগ্যামাস ধরনের?

ক. প্লান্টি  খ. ফানজাই

গ. প্রোটিস্টা  ঘ. অ্যানিমেলিয়া

সঠিক উত্তর : ক

১৪. কোনটি অটোট্রফিক?

ক. কেঁচো  খ. শালিক

গ. বোয়াল মাছ  ঘ. কাঁঠালগাছ

সঠিক উত্তর : ঘ

১৫. উন্নত টিস্যুতন্ত্র বিদ্যমান কোন রাজ্যে?

ক. প্লান্টি  খ. ফানজাই

গ. মনেরা  ঘ. প্রোটিস্টা

সঠিক উত্তর : ক

১৬. মাশরুমের কোষপ্রাচীর কী দিয়ে গঠিত?

ক. লিপিড  খ. কাইটিন

গ. লিগনিন  ঘ. সুবেরিন

সঠিক উত্তর : খ

১৭. কোনটি সুপার কিংডম?

ক. মনেরা  খ. প্রোটিস্টা

গ. প্লানটি  ঘ. ইউক্যারিওটা

সঠিক উত্তর : ঘ

১৮. শ্রেণিবিন্যাসের সর্বোচ্চ একক কোনটি?

ক. বর্গ  খ. গোত্র

গ. শ্রেণি  ঘ. জগৎ

সঠিক উত্তর : ঘ

১৯. শ্রেণিবিন্যাসের সর্বনিম্ন একক কোনটি?

ক. প্রজাতি  খ. গণ

গ. গোত্র  ঘ. বর্গ

সঠিক উত্তর : ক

২০. Protista রাজ্যের বৈশিষ্ট্যগুলো—

i. দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত

ii. সব ধরনের কোষীয় অঙ্গাণু থাকে

iii. ভ্রূণ গঠিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i    খ. ii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *