পড়াশোনা

এসএসসি (SSC) ফিন্যান্স ও ব্যাংকিং ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. অর্থায়ন বিকাশের মূল চারণভূমি বলা হয় কোন দেশটিকে?

ক. যুক্তরাজ্য খ. যুক্তরাষ্ট্র

গ. জাপান ঘ. ভারত

সঠিক উত্তর : খ

২. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠানকে কী বলে?

ক. কোম্পানি খ. অর্থায়ন

গ. প্রতিষ্ঠান ঘ. পিপিপি

সঠিক উত্তর : ক

৩. তহবিল সংগ্রহ ও ব্যবহারসংক্রান্ত প্রক্রিয়াকে কী বলা হয়?

ক. অর্থায়ন খ. বিপণন

গ. ব্যাংকিং ঘ. ব্যবস্থাপনা

সঠিক উত্তর : ক

৪. মেশিনপত্র ক্রয়, কাঁচামাল ক্রয়, শ্রমিকদের মজুরি প্রদান কোন ধরনের অর্থায়নের অন্তর্ভুক্ত?

ক. পারিবারিক খ. সরকারি

গ. কারবারি  ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর : গ

৫. নিচের কোনটি বড় পরিসরে কারবারি প্রতিষ্ঠান বা কোম্পানি?

ক. দরজি দোকান

খ. মুদিদোকান

গ. কোহিনূর দোকান

ঘ. ফলের দোকান

সঠিক উত্তর : গ

৬. পরিবারের সংগৃহীত তহবিল প্রয়োজনীয় ব্যয়ের তুলনায় বেশি হলে কী করা হয়?

ক. দান করা হয়

খ. খরচ করা হয়

গ. ব্যয়ের পরিমাণ বাড়াতে হয়

ঘ. ভবিষ্যতের জন্য সঞ্চয় করতে হয়

সঠিক উত্তর : ঘ

৭. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

ক. মুনাফা অর্জন

খ. শিল্প স্থাপন

গ. সমাজকল্যাণ

ঘ. অবকাঠামো উন্নয়ন

সঠিক উত্তর : গ

৮. আমদানি ও রপ্তানি খাত নিয়ে যে অর্থায়ন আলোচনা করে, তাকে কী বলা হয়?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. আন্তর্জাতিক অর্থায়ন

ঘ. ব্যবসায় অর্থায়ন

সঠিক উত্তর : গ

৯. অব্যবসায়ী প্রতিষ্ঠানের অর্থায়নের মূল উদ্দেশ্য কী?

ক. বিনিয়োগ

খ. মুনাফা

গ. মুনাফা বণ্টন

ঘ. অর্থের উৎস চিহ্নিতকরণ

সঠিক উত্তর : ঘ

১০. নগদ অর্থ ও মুনাফার মধ্যে সম্পর্ক কেমন?

ক. একমুখী খ. দ্বিমুখী

গ. বিপরীতমুখী ঘ. সমমুখী

সঠিক উত্তর : গ

১১. আর্থিক ব্যবস্থাপকেরা কয় ধরনের সিদ্ধান্ত নিয়ে কাজ করেন?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক

১২. অর্থায়নে কম্পিউটার অধ্যায়ের শুরু হয় কোন দশকে?

ক. ১৯৫০    খ. ১৯৬০

গ. ১৯৭০    ঘ. ১৯৮০

সঠিক উত্তর : গ

১৩. আধুনিক অর্থায়নের যাত্রা শুরু কোন দশকে?

ক. ১৯৬০ খ. ১৯৭০

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

সঠিক উত্তর : ক

১৪. যুক্তরাষ্ট্রে চরম মন্দা শুরু হয় কখন?

ক. ১৯৩০-এর দশকে

খ. ১৯৪০-এর দশকে

গ. ১৯৫০-এর দশকে

ঘ. ১৯৬০-এর দশকে

সঠিক উত্তর : ক

১৫. অর্থায়ন কোন দশকে আন্তর্জাতিকতা লাভ করে?

ক. ১৯৬০ খ. ১৯৭০

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

সঠিক উত্তর : ঘ

১৬. চলতি বিনিয়োগ সিদ্ধান্ত—

i. মেশিনপত্র ক্রয়

ii. কাঁচামাল ক্রয়

iii. শ্রমিকদের মজুরি প্রদান

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

১৭. অর্থায়ন বলতে বোঝায়—

i. তহবিল সংগ্রহ

ii. মুনাফা অর্জন

iii. তহবিল ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১৮. আয়ের সঙ্গে কোনটির সংগতি রাখা প্রয়োজন?

ক. মুনাফার

খ. ব্যয়ের

গ. অর্থায়নের

ঘ. ব্যবস্থাপনার

সঠিক উত্তর : খ

১৯. পারিবারিক অর্থায়নের উৎস—

i. চাকরি

ii. কৃষিকাজ

iii. ব্যবসা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২০. বড় পরিসরের কারবারি প্রতিষ্ঠান—

i. স্কয়ার ফার্মাসিউটিক্যালস

ii. বাটা কোম্পানি

iii. কোহিনূর কেমিক্যালস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

২১. সরকারের বৈদেশিক ঋণের উৎস কোনটি?

ক. BCIC  খ. PPP

গ. ADB ঘ. BSIC

সঠিক উত্তর : গ

২২. কোনটি স্থায়ী সম্পদ?

ক. নগদ অর্থ খ. ব্যাংক জমা

গ. আসবাবপত্র    ঘ. মজুত পণ্য

সঠিক উত্তর : গ

২৩. কোনটি জাতীয় আয় বৃদ্ধিতে প্রত্যক্ষ ভূমিকা রাখে?

ক. একটি ভালো চাকরি

খ. একটি সফল বিনিয়োগ

গ. ভালো কর্মী ব্যবস্থাপনা

ঘ. দক্ষ বিপণন কৌশল

সঠিক উত্তর : খ

২৪. অর্থায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরন কোনটি?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. ব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

সঠিক উত্তর : গ

২৫. কোম্পানির মালিক কে?

ক. সরকার

খ. পাওনাদার

গ. শেয়ারহোল্ডার

ঘ. ডিবেঞ্চার হোল্ডার

সঠিক উত্তর : গ

২৬. বাণিজ্যিক ব্যাংক—

i. সোনালী ব্যাংক

i. বাংলাদেশ কৃষি ব্যাংক

iii. জনতা ব্যাংক

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii     খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

২৭. বিদ্যালয় কোন ধরনের প্রতিষ্ঠান?

ক. পারিবারিক খ. সামাজিক

গ. রাজনৈতিক ঘ. অর্থনৈতিক

সঠিক উত্তর : খ

২৮. কারবারে স্থায়ী মূলধন বিনিয়োগ করা হয়েছে নিচের কোনটিতে?

ক. পণ্য ক্রয় খ. মেশিন ক্রয়

গ. মজুরি প্রদান ঘ. কাঁচামাল ক্রয়

সঠিক উত্তর : খ

২৯. কারবারের ঝুঁকির কারণ হতে পারে— 

i. বাজারে নতুন পণ্যের উপস্থিতি

ii. প্রাকৃতিক দুর্যোগ

iii. আকস্মিক দুর্ঘটনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩০. ADB–এর পূর্ণনাম কী?

ক. Asian Development Bank

খ. Asian Develop Bank

গ. Asian Developing Bank

ঘ. Asian Developed Bank

সঠিক উত্তর : ক

৩১. কেন একটি ব্যবসাপ্রতিষ্ঠান পূর্বপরিকল্পনা করে থাকে?

ক. হিসাবরক্ষণ    খ. অর্থায়ন

গ. ব্যাংক সুদ    ঘ. পরিচালন দক্ষতা

সঠিক উত্তর : খ

৩২. বেশি লাভের আশায় বেশি বিনিয়োগ করলে কোনটি ঘটবে?

ক. ব্যাংক থেকে প্রাপ্য আয় বাড়বে

খ. নগদ অর্থের ঘাটতি হবে

গ. অধিক মুনাফা অর্জিত হবে

ঘ. মুনাফা হ্রাস পাবে

সঠিক উত্তর : খ

৩৩. কোন ব্যবসায়ে লোকসান হলে নিজস্ব তহবিল থেকে ক্ষতিপূরণ করতে হয়?

ক. একমালিকানা    খ. অংশীদারি

গ. কোম্পানি    ঘ. সমবায় ব্যবসায়

সঠিক উত্তর : ক

৩৪. ব্যবসায়ে তহবিল সংগ্রহের প্রয়োজন পড়ে—

i. কাঁচামাল কেনার জন্য

ii. মেশিনপত্র কেনার জন্য

iii. শ্রমিকদের মজুরি প্রদানের জন্য

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii     ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৩৫. একটি পরিবারের আয় অনুসারে ব্যয় নির্ধারণ করাকে কী বলা হয়?

ক. পারিবারিক অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. ব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

সঠিক উত্তর : ক

৩৬. প্রতিটি ব্যবসাপ্রতিষ্ঠান মূলত কিসের সঙ্গে জড়িত?

ক. বিক্রয়    খ. অর্থায়ন প্রক্রিয়া

গ. ক্রয়    ঘ. উৎপাদন প্রক্রিয়া

সঠিক উত্তর : খ

৩৭. WTB–এর পূর্ণনাম কী?

ক. Work Trade Organization

খ. World Trade Organization

গ. World Trades Organization

ঘ. World Trading Organization

সঠিক উত্তর : খ

৩৮. কীভাবে একটি কোম্পানি প্রয়োজনীয় মূলধন সংগ্রহ করে?

ক. ব্যবসা করে

খ. শেয়ার লেনদেন করে

গ. শেয়ার ক্রয় করে

ঘ. শেয়ার বিক্রয় করে

সঠিক উত্তর : ঘ

৩৯. সরকারি অর্থায়নের মূল লক্ষ্য কী?

ক. সমাজকল্যাণ    খ. আয় কর

গ. ভর্তুকি    ঘ. সহায়তা

সঠিক উত্তর : ক

৪০. বিশ্বব্যাংক কোন জাতীয় অর্থায়ন করে?

ক. পারিবারিক    খ. ব্যবসায়ী

গ. সরকারি    ঘ. আন্তর্জাতিক

সঠিক উত্তর : ঘ

৪১. সরকার কোনটিতে অর্থ ব্যয় করে?

ক. প্রতিরক্ষা খ. আয়কর

গ. ভ্যাট  ঘ. শুল্ক

সঠিক উত্তর : ক

৪২. পারিবারিক অর্থায়নের উদ্দেশ্য কী?

ক. পরিবারের সদস্যদের মঙ্গল

খ. পরিবার প্রধানের মঙ্গল

গ. আত্মীয়স্বজনের মঙ্গল

ঘ. সামাজিক মঙ্গল

সঠিক উত্তর : ক

৪৩. BCIC – এর পূর্ণনাম কী?

ক. Bangla Chemical Industries Corporation

খ. Bangladesh Chemical Industries Co-operation

গ. Bangladesh Chemical Industries Corporation

ঘ. Bangladesh Chemi Industries Corporation

সঠিক উত্তর : গ

৪৪. নিচের কোনটি অন্য তিনটি থেকে ভিন্ন?

ক. কাঁচামাল ক্রয়

খ. মেশিন ক্রয়

গ. আসবাব ক্রয়

ঘ. অফিস সরঞ্জাম ক্রয়

সঠিক উত্তর : ক

৪৫. PPP – এর পূর্ণনাম কী?

ক. Public Privet Partner

খ. Public Privet Project

গ. Public Partner Project

ঘ. Public Privet Partnership

সঠিক উত্তর : ঘ

৪৬. পৃথিবীতে শিল্পবিপ্লব কোন শতাব্দীতে ঘটেছিল?

ক. ষোড়শ  খ. সপ্তদশ

গ. অষ্টাদশ  ঘ. ঊনবিংশ

সঠিক উত্তর : গ

৪৭. IDB – এর পূর্ণনাম কী?

ক. Islamic Development Bank

খ. Islams Develop Bank

গ. Islamic Developing Bank

ঘ. Islam Developed Bank

সঠিক উত্তর : ক

৪৮. একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার কারণ—

i. প্রতিষ্ঠানের সুনাম

ii. মুনাফার হার

iii. গ্রাহক সেবা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৪৯. কোন ব্যবসায়ের জন্য শেয়ার ইস্যু প্রয়োজন?

ক. একমালিকানা

খ. অংশীদারি

গ. কোম্পানি

ঘ. সমবায় ব্যবসায়

সঠিক উত্তর : গ

৫০. ব্যবসায় মুনাফা অর্জন করতে হলে সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে কী করতে হয়?

ক. উদ্দেশ্যের বাস্তবায়ন

খ. অর্থের সুষ্ঠু ব্যবহার

গ. সম্পদের মূল্যায়ন

ঘ. প্রকল্পের যথার্থতা যাচাই

সঠিক উত্তর : ক

৫১. বিক্রয় খরচ কীভাবে ন্যূনতম রাখা যায়?

ক. বৈদেশিক বিনিয়োগ করে

খ. সঠিক পণ্য নির্বাচন করে

গ. অর্থের যথাযথ ব্যবহার করে

ঘ. সম্পদ ব্যবস্থাপনা করে

সঠিক উত্তর : গ

৫২. বিশ্ব বাণিজ্য সংস্থা (WTB) আত্মপ্রকাশ করে কোন দশকে?

ক. ১৯৬০ খ. ১৯৭০

গ. ১৯৮০ ঘ. ১৯৯০

সঠিক উত্তর : ঘ

৫৩. একটি ব্যবসায় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য —

i. মুনাফা অর্জন

ii. মুনাফা বণ্টন

iii. উৎপাদন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৫৪. কোনটি ব্যবসায়ের মূল চালিকা শক্তি?

ক. অর্থায়ন  খ. ব্যবস্থাপনা

গ. হিসাববিজ্ঞান  ঘ. অর্থনীতি

সঠিক উত্তর : ক

৫৫. কোনটি অর্থায়নের বিষয়বস্তু?

ক. মুনাফা বাড়ানো

খ. পরিকল্পনা

গ. অর্থ সংগ্রহ ও বিনিয়োগ

ঘ. প্রকল্প

সঠিক উত্তর : গ

৫৬. একটি কোম্পানি কীভাবে তহবিল সংগ্রহ করে?

ক. শেয়ার বিক্রি করে

খ. ঋণ নিয়ে

গ. নিজস্ব মূলধন থেকে

ঘ. বিমা করে

সঠিক উত্তর : ক

৫৭. চলতি মূলধন ব্যবস্থাপনা কীভাবে করা উচিত? 

ক. পণ্য মজুত করে

খ. পণ্য বিক্রয়লব্ধ অর্থ দিয়ে

গ. বেশি বিনিয়োগ করে

ঘ. ব্যাংকঋণের অর্থ দিয়ে

সঠিক উত্তর : খ

৫৮. কোনটি সরকারের ব্যয়ের খাত?

ক. আয়কর  খ. শুল্ক

গ. সঞ্চয়পত্র  ঘ. প্রতিরক্ষা

সঠিক উত্তর : ঘ

৫৯. একটি কোম্পানি ডিবেঞ্চার–হোল্ডারদের কী দেয়?

ক. বন্ড  খ. ডিবেঞ্চার

গ. লভ্যাংশ   ঘ. সুদ

সঠিক উত্তর : ঘ

৬০. বাংলাদেশে কোন কারণে বাণিজ্য ঘাটতি হয়?

ক. অদক্ষ পরিচালনা

খ. কারিগরি অক্ষমতা

গ. আমদানি বেশি

ঘ. শ্রমশক্তির অভাব

সঠিক উত্তর : গ

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x