Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) পদার্থবিজ্ঞান ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১। কোটি কোটি নক্ষত্রপুঞ্জের গুচ্ছকে একত্রে কী বলে?

ক. ছায়াপথ    খ. উল্কা

গ. নীহারিকা    ঘ. ধূমকেতু

২। গ্রহের সৃষ্টি হয়েছে নক্ষত্রকে ঘিরে থাকা অবশিষ্ট গ্যাস ও ধূলিকণার-

ক. বাষ্পীভবনের ফলে

খ. ঘনীভবনের ফলে

গ. গলনাঙ্কের ফলে

ঘ. স্বতঃবাষ্পীভবনের ফলে

৩। গুরুমণ্ডলের বেশির ভাগ অঞ্চলই-

ক. কঠিন    খ. তরল

গ. আধা গলিত    ঘ. কঠিন ও তরল

৪। ভূমণ্ডলের কোন অংশটি থেকে আগ্নেয়গিরির উদ্গীরণে গলিত লাভা বের হয়ে আসে?

ক. ভূত্বক    খ. শিলামণ্ডল

গ. গুরুমণ্ডল    ঘ. কেন্দ্রমণ্ডল

৫। নিচের কোনটি তরল, বরফাকারে কঠিন এবং জলীয় বাষ্পাকারে বায়বীয় অবস্থায়ও বিদ্যমান?

ক. মাটি    খ. পানি

গ. নুড়িপাথর    ঘ. লোহা

৬। মাটির নিচে পানির পরিমাণ কত?

ক. ০.০০১%    খ. ১.০১

গ. ১.৬০%    ঘ. ১.৯৭%

৭। বায়ুতে পানির পরিমাণ কত?

ক. ০.০০১%    খ. ০.০১%

গ. ০.০০২%    ঘ. ০.০২%

৮। মোট পানির মধ্যে সমুদ্রে লবণাক্ত পানির পরিমাণ-

ক. ৭১%    খ. ৭৯%

গ. ৮৭%    ঘ. ৯৭%

৯। সূর্যের ক্ষতিকারক তেজস্ক্রিয় রশ্মি থেকে জীবদের রক্ষাকারী-

ক. জলীয় বাষ্প

খ. ওজোন স্তর

গ. আর্গন

ঘ. হিলিয়াম

১০। বায়ুমণ্ডলের কোন স্তর থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ প্রতিফলিত হয়?

ক. ট্রপোস্ফিয়ার

খ. স্ট্রাটোস্ফিয়ার

গ. আয়নোস্ফিয়ার

ঘ. ট্রপোস্ফিয়ার ও ট্রাটোস্ফিয়ার

১১. আইনস্টাইনের আপেক্ষিকতা তত্ত্ব অনুসারে গতিশীল কাঠামোতে-

i. দৈর্ঘ্য কমে

ii. ভর বাড়ে

iii. সময় বাড়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১২. অনিয়মিত ত্রুটি কী ধরনের ত্রুটি?

ক. যান্ত্রিক ত্রুটি

খ. ব্যক্তিগত ত্রুটি

গ. উভয় ধরনের ত্রুটি

ঘ. কোনোটিই নয়

১৩. পুনরাবৃত্তিক ত্রুটি কোনটি?

ক. স্ক্রু গজের শূন্য ত্রুটি

খ. দৃষ্টিভ্রম ত্রুটি

গ. অনিয়মিত ত্রুটি

ঘ. সামগ্রিক ত্রুটি

১৪. আপেক্ষিক ত্রুটি ও শতকরা ত্রুটির মধ্যে সম্পর্ক—

ক. শতকরা ত্রুটি=আপেক্ষিক ত্রুটি x ১০০

খ. আপেক্ষিক ত্রুটি=শতকরা ত্রুটি x পরম ত্রুটি

গ. শতকরা ত্রুটি=পরম ত্রুটি x ১০০

ঘ. কোনোটিই নয়

১৫. একটি বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়—

i. স্ক্রুগজ

ii. স্ফেরোমিটার

iii. স্লাইড ক্যালিপার্স

নিচের কোনটি সঠিক?

ক. i    খ. i ও iii

গ. i ও iii    ঘ. i, ii ও iii

১৬. বায়ুমণ্ডলে রয়েছে মূলত—

ক. অক্সিজেন ও কার্বন ডাই–অক্সাইড

খ. অক্সিজেন ও নাইট্রোজেন

গ. অক্সিজেন ও জলীয় বাষ্প

ঘ. অক্সিজেন ও ধূলিকণা

১৭. পদার্থবিজ্ঞানের মূল ভিত্তি কোন নীতিকে বলা হয়?

ক. শক্তির সংরক্ষণশীলতা নীতি

খ. বল বৃদ্ধিকরণ নীতি

গ. লিভারের নীতি

ঘ. ওপরের সবগুলো

১৮. তরলের নিমজ্জিত কোনো বস্তুর আয়তন তার দ্বারা অপসারিত তরলের আয়তনের সমান, এটা কী?

ক. সূত্র    খ. তত্ত্ব

গ. নীতি    ঘ. অনুকল্প

১৯. সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?

ক. কেপলার    খ. রোমার

গ. কোপারনিকাস    ঘ. টাইকোব্রাহে

২০. প্রথম কোয়ান্টাম তত্ত্ব প্রদান করেন কে?

ক. মাইকেল ফ্যারাডে

খ. আলবার্ট আইনস্টাইন

গ. ম্যাক্স প্ল্যাংক

ঘ. নিউটন

২১. আন্তর্জাতিক পদ্ধতিতে মৌলিক একক নিচের কোনটি?

ক. অ্যাম্পিয়ার    খ. জুল

গ. ওয়াট    ঘ. ভোল্ট

২২. দীপন ক্ষমতার একক নির্ধারণে কোন মৌলিক পদার্থটি ব্যবহৃত হয়েছে?

ক. লোহা    খ. তামা

গ. প্লাটিনাম    ঘ. পারদ

২৩. ভার্নিয়ার স্কেল কে আবিস্কার করেন?

ক. পিয়েরে দ্য কুবার্ত

খ. জেমস ভার্নিয়ার

গ. পিয়েরে ভার্নিয়ার

ঘ. লিও ভার্নিয়ার

২৪. স্ক্রু গজের ক্ষেত্রে পিচকে বৃত্তাকার স্কেলের সংখ্যা দ্বারা ভাগ করলে নিচের কোনটি পাওয়া যায়?

ক. পিচ    খ. লঘিষ্ঠ গণন

গ. ভার্নিয়ার ধ্রুবক    ঘ. যান্ত্রিক ত্রুটি

২৫. ধাতুর ভেজাল নির্ণয়ের কৌশল আবিষ্কার করেন কে?

ক. থেলিস    খ. অ্যারিস্টার্কাস

গ. গ্যালিলিও    ঘ. আর্কিমিডিস

২৬. পর্যবেক্ষণ ও পরীক্ষণের মাধ্যমে সরল দোলকের সূত্রাবলি প্রতিষ্ঠা করেন কোন বিজ্ঞানী?

ক. নিউটন    খ. আর্কিমিডিস

গ. গ্যালিলিও    ঘ. রজার বেকন

২৭. যান্ত্রিক ত্রুটি কখন নির্ণয় করতে হয়?

ক. পরীক্ষা শুরুর আগে

খ. পরীক্ষার মাঝে

গ. পরীক্ষার শেষে

ঘ. যন্ত্র কেনার সময়

২৮. ভৌত জগতের উপাদান—

i. স্থান    ii. সময়    iii. ভর

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৯. স্ক্রু গজ ব্যবহার করা হয়—

i. তারের ব্যাসার্ধ নির্ণয়ে

ii. দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়ে

iii. সরু চোঙের ব্যাসার্ধ নির্ণয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৩২. কোন কিছু সম্পর্কে সার্বিক উপলব্ধি বা বোধগম্যতাকে কী বলে?

ক. ধারণা    খ. নীতি

গ. সূত্র    ঘ. তত্ত্ব

৩৩. যে গাণিতিক উক্তির সাহায্যে কোনো ঘটনার কার্যকারণ প্রকাশ করা যায় এবং এ থেকে অন্যান্য উক্তি যুক্তিপূর্ণভাবে প্রতিপাদন করা যায়, তাকে কী বলে?

ক. স্বীকার্য    খ. তত্ত্ব

গ. সূত্র    ঘ. নীতি

৩৪. নিউটনের গতিসূত্র নিচের কোন বিষয়ের অন্তর্ভুক্ত?

ক. কোয়ান্টাম তত্ত্ব

খ. তরঙ্গ তত্ত্ব

গ. চিরায়ত তত্ত্ব

ঘ. তড়িচ্চুম্বকীয় তত্ত্ব

৩৫. সময়ের একক নির্ধারণ করে কোনটি?

ক. সিজিয়াম-১৩৩

খ. সিজিয়াম-৬৫

গ. পটাশিয়াম-১৫৩

ঘ. পটাশিয়াম-১৫

৩৬. নিচের কোনটি মৌলিক রাশি?

ক. দীপন ক্ষমতা

খ. শক্তি

গ. শব্দের তীব্রতা

ঘ. সান্দ্রতা গুণাঙ্ক

৩৭. আলোর তরঙ্গ ধর্ম প্রমাণ করেন কোন বিজ্ঞানী?

ক. থমাস ইয়ং

খ. মাইকেল ফ্যারাড

গ. ম্যাক্স প্লাংক

ঘ. আর্নেস্ট রাদারফোর্ড

৩৮. তুলাযন্ত্র ব্যবহারের সময় লেভেলিং স্ক্রু ঘুরিয়ে পাটাতনকে কীভাবে রাখা হয়?

ক. উল্লম্বভাবে

খ. আনুভূমিকভাবে

গ. সমান্তরালে

ঘ. খাড়াভাবে

৩৯. লেভেল ত্রুটি কোন যন্ত্রের পরিমাপের জন্য প্রযোজ্য?

ক. স্ক্রুগজ    খ. মিটার স্কেল

গ. উদস্থিতি নিক্তি    ঘ. স্ফেরোমিটার

৪০. আলোকবর্ষ কিসের একক?

ক. সময়    খ. দূরত্ব

গ. ত্বরণ    ঘ. বেগ

৪১. কোন দুটি ভৌত জগতের উপাদান?

ক. সময় ও ত্বরণ

খ. ভর ও স্থান

গ. স্থান ও বেগ

ঘ. ভর ও তাপমাত্রা

৪২. নিউক্লিয়াসের চারপাশে ইলেরকট্রনগুলো সর্বদা বৃত্তাকার পথে ঘুরছে। এই মতবাদ কে প্রদান করেন?

ক. রাদারফোর্ড    খ. গ্যালিলিও

গ. আইনস্টাইন    ঘ. ম্যাক্স প্ল্যাঙ্ক

৪৩. একটি রাশির প্রকৃত মান ও পরিমাপ্য মানের পার্থক্যকে কী বলে?

ক. পরম ত্রুটি

খ. সামগ্রিক ত্রুটি

গ. আপেক্ষিক ত্রুটি

ঘ. পুনরাবৃত্তিক ত্রুটি

৪৪. আপেক্ষিক তত্ত্ব অনুসারে নিচের কোনটি ধ্রুব?

ক. দৈর্ঘ্য    খ. সময়

গ. ভর    ঘ. মহাকর্ষীয় ধ্রুবক

৪৫. পিকো (P) কোনটি?

ক. 1012    খ. 109

গ. 10-9    ঘ. 10-12

উত্তরঃ-

১.ক; ২.খ; ৩.ক; ৪.গ; ৫.খ; ৬.গ; ৭.ক; ৮.ঘ; ৯.খ; ১০.গ; ১১.খ; ১২.ঘ; ১৩.গ; ১৪.ক; ১৫.ঘ; ১৫.ঘ; ১৬.খ; ১৭.ক; ১৮. গ; ১৯.গ; ২০.গ; ২১.ক; ২২.গ; ২৩.গ; ২৪.খ; ২৫.ঘ; ২৬.গ; ২৭.ক; ২৮.ঘ; ২৯.খ; ৩০.খ; ৩১.ক; ৩২.ক; ৩৩.গ; ৩৪.গ; ৩৫.ক; ৩৬.গ; ৩৭.ক; ৩৮.খ; ৩৯.গ; ৪০.খ; ৪১.খ; ৪২.ক; ৪৩.ক; ৪৪.ঘ; ৪৫.ঘ;

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x