পড়াশোনা

এইচএসসি (HSC) রসায়ন ১ম পত্র ৩য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

2 min read

প্রথম অধ্যায় : মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন

১. S – ব্লক মৌলের সংখ্যা কতটি?

ক. ২৪টি    খ. ১৪টি

গ. ২৬টি    ঘ. ৩৬টি

২. নিচের কোনটি S-ব্লক মৌল?

ক. Al    খ. Si

গ. Ni    ঘ. Ca

৩. কোনটি মৃৎক্ষার ধাতু?

ক. Sr    খ. Cs

গ. Sc    ঘ. Si

৪. একটি লবণ শিখা পরীক্ষায় ইটের মতো লাল শিখা প্রদর্শন করে। ধাতব মৌলটি কী হতে পারে?

ক. Na    খ. Ca

গ. Ba    ঘ. Cu

৫. S-ব্লক মৌলের কোন যৌগটি রঙিন?

ক. KCI    খ. KMnO4

গ. Na2CO3     ঘ. KNO3

৬. নিচের কোনটি সুপার অক্সাইড?

ক. KO2     খ. Pb3O4

গ. NO2     ঘ. NO2O2

৭. পর্যায় সারণির কোন শ্রেণির মৌলকে চ্যালকোজেন বলা হয়?

ক. 13    খ. 14

গ. 15    ঘ. 16

৮. কোন S-ব্লক মৌলটি অধাতু?

ক. সালফার    খ. কার্বন

গ. সোডিয়াম    ঘ. হাইড্রোজেন

৯. পর্যায় সারণির P-ব্লক মৌলের সংখ্যা কয়টি?

ক. 14    খ. 24

গ. 30    ঘ. 36

১০. দৈত্যকার অণু কোনটি?

ক. CO2     খ. SiO2

গ. SO2     ঘ. NO2

১১. নিচের কোনটি উভধর্মী অক্সাইড?

ক. Na2O   খ. Al2O3

গ. CaO    ঘ. K2O

১২. প্রথম P-ব্লক মৌল কোনটি?

ক. B    খ. C

গ. S    ঘ. N

১৩. কোনটির ইলেকট্রন বিন্যাস Al+3 আয়তনের ন্যায়?

ক. O    খ. F

গ. Cr+3    ঘ. Mg+

১৪. নিচের কোন নিষ্ক্রিয় মৌলটি P-ব্লক মৌল নয়?

ক. He    খ. Ne

গ. Ar    ঘ. Kr

১৫. নিচের কোন আয়নটি রঙিন যৌগ গঠন করে?

ক. Sc+3    খ. Ca+2

গ. Zn+2    ঘ. Fe+2

১৬. পর্যায় সারণীতে d ব্লক মৌলের সংখ্যা কতটি?

ক. 28    খ. 36

গ. 41    ঘ. 44

১৭. একটি মৌলের সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাস (n-1)d10.ns2, যেখানে n এর মান সর্বনিম্ন—

i. মৌলটি অবস্থান্তর

ii. এটি ডায়াম্যাগনেটিক

iii. এর যৌগসমূহ বর্ণহীন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৮. 29X মৌলটি—

i. রঙিন যৌগ গঠন করে

ii. জটিল যৌগ গঠন করে

iii. একাধিক জারণ সংখ্যা প্রদর্শন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৯. অষ্টক অসম্পূর্ণ যৌগগুলো হলো—

i. NH3

ii. BF3

iii. AlCI3

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৯. অষ্টক অসম্পূর্ণ যৌগগুলো হলো—

i. NH3

ii. BF3

iii. AlCI3

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২০. f ব্লক মৌলের সংখ্যা কয়টি?

ক. 41    খ. 36

গ. 27    ঘ. 14

২১. f উপশক্তি স্তরে কয়টি অরবিটাল থাকে?

ক. 1    খ. 3

গ. 5    ঘ. 7

২২. নিচের কোন অক্সাইডটি তীব্র ক্ষারধর্মী?

ক. Hg O    খ. SiO2

গ. Al2O3     ঘ. Na2O

২৩. কোন অক্সাইডটি অম্লধর্মী?

ক. MgO    খ. Al2O3

গ. CO2     ঘ. Na2O

২৪. নিচের কোন অক্সাইডটি অধিক অম্লধর্মী?

ক. SiO2     খ. P2O5

গ. SO3     ঘ. Cl2O7

২৫. কোন S ব্লক মৌলটি গ্রীষ্মকালে তরল?

ক. Na3Hi    খ. K3Na

গ. Ca3Mg    ঘ. Rb3Cs

২৬. কোনটির আয়নীকরণ শক্তি বেশি?

ক. P    খ. N2

গ. O2    ঘ. C

২৭. নিচের কোন আয়নটির আকার ছোট?

ক. Na+    খ. Mg+2

গ. Be+2    ঘ. Ca+2

২৮. নিচের কোন গ্রুপের মৌলের দ্বিতীয় আয়নীকরণ শক্তি বেশি?

ক. Gr-2    খ. Gr-1

গ. Gr-3    ঘ. Gv-18

২৯. কোনটির আয়নীকরণ শক্তির মান সর্বনিম্ন?

ক. Na    খ. Mg

গ. Cs    ঘ. Ca

৩০. কোনটির ইলেকট্রন আসক্তির মান সর্বনিম্ন?

ক. F    খ. O

গ. Ca    ঘ. Si

৩১. ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটি?

ক. I > Br > Ci > F

খ. Ci > I > Br > I

গ. F > Cl > Br > I

ঘ. Br > I > U > F

৩২. নিচের কোন মৌলের ২য় আয়নীকরণ শক্তির মান সর্বোচ্চ?

ক. Nc    খ. Na

গ. N2     ঘ. O2

৩৩. পাউলিং স্কেলে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত?

ক. 2.5    খ. 3.0

গ. 3.5    ঘ. 4.0

৩৪. NH3 অণুতে কেন্দ্রীয় পরমাণু N এর সংকর অবস্থা কোনটি?

ক. sp    খ. sp2

গ. sp3     ঘ. sp3d

৩৫. H2O অণুতে কোন সংকরণটি ঘটে?

ক. sp    খ. sp2

গ. sp3     ঘ. sp3d

৩৬. PCI5 এ কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান?

ক. sp      খ. sp2

গ. sp3      ঘ. v3d

৩৭. CO2 অণুর বন্ধন কোণ কোনটি?

ক. ১২০০      খ. ১৪০০

গ. ১৩০০      ঘ. ১৮০০

৩৮. পানির অণুর বন্ধন কোণ কত?

ক. ১০৯.৫০    খ. ৯২০

গ. ৯৪০    ঘ. ১০৪.৫০

৩৯. H2O অণুর মধ্যে কী কী ধরনের বন্ধন বিদ্যমান?

ক. সমযোজী ও আয়নিক

খ. সমযোজী ও সন্নিবেশ

গ. সন্নিবেশ ও ধাতব

ঘ. সমযোজী ও হাইড্রোজেন

৪০. নিচের কোন যৌগে মুক্তজোড় ইলেকট্রন সংখ্যা সর্বোচ্চ?

ক. HCI    খ. NH3

গ. H2O    ঘ. H2S

৪১. হাইড্রোনিয়াম অয়নে (H3O+) কোন কোন বন্ধন বিদ্যমান?

ক. আয়নিক ও সমযোজী

খ. সমযোজী ও সন্নিবেশ

গ. আয়নিক ও সন্নিবেশ

ঘ. আয়নিক ও হাইড্রোজেন বন্ধন

৪২. PH4+ আয়নে বন্ধন সংখ্যা কয়টি?

ক. ২টি    খ. ৩টি

গ. ৪টি    ঘ. ৫টি

৪৩. নিচের কোন যৌগটিতে সঞ্চালনক্ষম ‘pi’ ইলেকট্রন আছে?

ক. C2H6     খ. C3H8

গ. C2H4     ঘ. C6H6

৪৪. NH4+ আয়নে আছে—

i. আয়নিক বন্ধন

ii. সমযোজী বন্ধন

iii. সন্নিবেশ বন্ধন

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i. ও iii

গ. ii. ও iii    ঘ. i, ii ও iii

৪৫. নিচের কোনটি সন্নিবেশ বন্ধন গঠন করে না?

ক. H2O    খ. NH3

গ. BCl3    ঘ. CCl4

৪৬. FeClএর গলনাঙ্ক FeClএর চেয়ে কম কেন?

ক. Fe+3 এর উচ্চ চার্জ

খ. Cl – এর পরিমাণ বেশি

গ. পানিতে আসক্তি বেশি

ঘ. আন্ত–আণবিক আকর্ষণ কম।

৪৭. কখন পোলারায়ন বেশি হয়—

i. ক্যাটায়নের আকার ছোট হলে

ii. অ্যানায়নের আকার বড় হলে

iii. ক্যাটায়নে d-অবিকল থাকলে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i. ও iii

গ. ii. ও iii    ঘ. i, ii ও iii

৪৮. কোনগুলো অপধাতু?

ক. Si, Ge, As

খ. Na, K, Ca

গ. R,Cl, Br

ঘ. B, Mg, Ni

৪৯. ফেরোচুম্বক পদার্থ কোনগুলো?

ক. Fe, Co, Ni

খ. Ti, V, Fe

গ. Zn, Ti Fe

ঘ. Zn, Fe3Co

৫০. কোনটির পোলারায়ন ক্ষমতা বেশি?

ক. Ba+2    খ. Sr+2

গ. Mg+2    ঘ. Be+2

৫১. A এর হাইড্রাইডের বন্ধন কোণ কত?

ক. 120 খ. 104.5

গ. 109.5০ ঘ. 107

সঠিক উত্তর : খ

৫২. A এর হাইড্রাইডটি তরল, কারণ—

ক. আয়নিক বন্ধনের জন্য

খ. সমযোজী বন্ধনের জন্য

গ. ভ্যানডার ওয়ালস বলের জন্য

ঘ. হাইড্রোজেন বন্ধনের জন্য

সঠিক উত্তর : ঘ

নিচের উদ্দীপক অনুসারে (৫৩–৫৪) নম্বর প্রশ্নের উত্তর দাও

 

৫৩. উদ্দীপকের X ও Y দ্বারা গঠিত যৌগটি—

i. অম্লধর্মী

ii. আর্দ্রবিশ্লেষিত হয় না

iii. ডাইমার গঠন করে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i. ও iii

গ. ii. ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৫৪. X ও Y দ্বারা গঠিত যৌগকে উত্তপ্ত করলে কী ঘটে?

ক. গলে যায়

খ. বিয়োজিত হয়

গ. ঊর্ধ্বপাতিত হয়

ঘ. কোনো পরিবর্তন হয় না

সঠিক উত্তর : গ

৫৫.NH4CI কত ধরনের বন্ধন ধারণ করে?

ক. 4 খ. 3

গ. 2 ঘ. 1

সঠিক উত্তর : খ

৫৬. Sc+3 আয়নটি যৌগ গঠন করলে যৌগটি হবে-

i. রঙিন

ii. বর্ণহীন

iii. জটিল

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৫৭. আর্গন গ্যাসের নামের অর্থ কী?

ক. আগন্তুক খ. গুপ্ত

গ. অলস ঘ. নতুন

সঠিক উত্তর : গ

৫৮. ক্রোমিয়ামের শেষ ইলেকট্রনটি কোন অরবিটালে প্রবেশ করে?

ক. 2p খ. 3d

গ. 4s ঘ. 4p

সঠিক উত্তর : খ

৫৯. দুটি মৌলের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হলে সেটি পোলার হবে?

ক. 0.5-1.9

খ. 0.4-1.5

গ. 0-0.4

ঘ. 1-3

সঠিক উত্তর : ক

৬০. পর্যায় সারণির সর্ব ডানে অবস্থিত গ্রুপটির জন্য কোনটি সঠিক?

ক. উচ্চ ইলেকট্রন আসক্তি

খ. তড়িৎ ঋণাত্মকতায় মান সর্বোচ্চ

গ. উচ্চ আয়নিকরণ শক্তি

ঘ. উচ্চ গলনাঙ্কবিশিষ্ট

সঠিক উত্তর : গ

উত্তরঃ-

১.খ; ২.ঘ; ৩.ক; ৪.খ; ৫.খ; ৬.ক; ৭.ঘ; ৮.ঘ; ৯.ঘ; ১০.খ; ১১.খ; ১২.ক; ১৩.খ; ১৪.ক; ১৫.ঘ; ১৬.গ; ১৭.গ; ১৮.ঘ; ১৯.গ; ২০.গ; ২১.ঘ; ২২.ঘ; ২৩.গ; ২৪.ঘ; ২৫.ঘ; ২৬.খ; ২৭.গ; ২৮.খ; ২৯.ক; ৩০.ক; ৩১.খ; ৩২.খ; ৩৩.গ; ৩৪.গ; ৩৫.ক; ৩৬.ঘ; ৩৭.ঘ; ৩৮.ঘ; ৩৯.ঘ; ৪০.ক; ৪১.খ; ৪২.গ; ৪৩.ঘ; ৪৪.ঘ; ৪৫.ঘ; ৪৬.ক; ৪৭.ঘ; ৪৮.ক; ৪৯.ক; ৫০.ঘ

5/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x