পড়াশোনা

এইচএসসি (HSC) ভূগোল ২য় পত্র ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

1 min read

১. জ্বালানি খনিজ হলো—

i. প্রাকৃতিক গ্যাস

ii. খনিজ তেল

iii. আকরিক লৌহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২. খনিজ পদার্থ গঠিত হয়—

i. দুটি মৌলিক পদার্থের সমন্বয়ে

ii. দুটি যৌক্তিক পদার্থের সমন্বয়ে

iii. দুইয়ের অধিক পদার্থের সমন্বয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৩. খনিজবহির্ভূত শক্তি সম্পদ—

i. পানিবিদ্যুৎ

ii. সৌরবিদ্যুৎ

iii. বার্জ মাউন্টেড বিদ্যুৎ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৪. লৌহ ও ইস্পাত উৎপাদনে এশিয়ার শীর্ষ দেশ কোনটি?

ক. ভারত    খ. জাপান

গ. চীন    ঘ. দক্ষিণ কোরিয়া

৫. মধ্যপ্রাচ্যের সর্বাধিক তেল উৎপাদনকারী দেশ কোনটি?

ক. ইরান    খ. ইরাক

গ. সৌদি আরব    ঘ. কুয়েত

৬. OPEC প্রতিষ্ঠার উদ্যোক্তা রাষ্ট্র কোনটি?

ক. ইরাক    খ. ইরান

গ. ইন্দোনেশিয়া    ঘ. ভেনেজুয়েলা

৭. কোনটি বিকল্প জ্বালানির উদাহরণ?

ক. কয়লা

খ. জৈব গ্যাস

গ. প্রাকৃতিক গ্যাস

ঘ. খনিজ তেল

৮. আকরিকে সর্বনিম্ন শতকরা কত ভাগ লৌহ থাকলে তা উত্তোলন করা লাভজনক?

ক. ৩০    খ. ৩৫

গ. ৪০    ঘ. ৪৫

৯. OPEC–এর পূর্ণ রূপ কী?

ক. Organization of Petroleium Exporting Countries

খ. Organization of Polaneam Exporiting Countries

গ. Organization of Petroleum Extracting Countries

ঘ. Organization of Polar Enhance Company

১০. পৃথিবীর অর্ধেকের বেশি তেল সঞ্চিত আছে কোথায়?

ক. রুশ ফেডারশনে

খ. ইউরোপে

গ. মধ্যপ্রাচ্যে

ঘ. উত্তর আমেরিকায়

১১. কোন আকরিক লৌহটি সর্বাপেক্ষা নিকৃষ্ট শ্রেণির, যার বর্ণ বাদামি ও ধূসর?

ক. ম্যাগনেটাইট    খ. হেমাটাইট

গ. লিমোনাইট    ঘ. সিডেরাইট

১২. দক্ষিণ আফ্রিকায় কোন ধরনের কয়লা পাওয়া যায়?

ক. পিট    খ. লিগনাইট

গ. বিটুমিনাস    ঘ. গ্রাফাইট

১৩. আকরিক লৌহ কোন শিল্পে ব্যবহৃত হয়?

ক. সিমেন্ট    খ. ব্রিকস

গ. ইস্পাত    ঘ. কাচ

১৪. তেলকে কী বলা হয়?

ক. স্বর্ণ    খ. রৌপ্য

গ. তরল স্বর্ণ    ঘ. তরল রৌপ্য

১৫. খনিজ তেল উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?

ক. রাশিয়া    খ. সৌদি আরব

গ. যুক্তরাষ্ট্র    ঘ. ভেনেজুয়েলা

নিচের উদ্দীপকটি পড়ে ১৬-১৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

মুকুল দৈনিক পত্রিকায় একটি খনিজ সম্পর্কে জানতে পারল। পৃথিবীতে জ্বালানি ও শক্তি সরবরাহকারী খনিজরূপে এর গুরুত্ব সর্বাধিক এবং এর অপরিহার্যতা ও বিশেষ গুরুত্বের জন্য একে তরল সোনা বলা হয়।

১৬. অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির নাম কী?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. খনিজ তেল

গ. কয়লা

ঘ. বায়োগ্যাস

১৭. অনুচ্ছেদে ইঙ্গিত করা খনিজটির ব্যবহার লক্ষ করা যায়—

i. যন্ত্র ঘোরাতে

ii. বিমান চালাতে

iii. জ্বালানি হিসেবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৮. উক্ত খনিজটি পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে—

i. নবীন ভঙ্গিল পর্বত অঞ্চলে

ii. প্রাচীন জলাভূমিতে

iii. অগভীর সমুদ্রে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

১৯. বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র কোনটি?

ক. তিতাস    খ. রশিদপুর

গ. হবিগঞ্জ    ঘ. কৈলাসটিলা

২০. রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত কোন জেলায়?

ক. নাটোর    খ. যশোর

গ. খুলনা    ঘ. পাবনা

২১. বাংলাদেশের বৃহত্তর সিলেট অঞ্চলে যে খনিজ সম্পদ পাওয়া যায়, তার প্রধান উপাদান কোনটি?

ক. ক্লোরিন    খ. ফ্লোরিন

গ. মিথেন    ঘ. ব্রোমিন

২২. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি?

ক. কয়লা    খ. প্রাকৃতিক গ্যাস

গ. খনিজ তৈল    ঘ. চুনাপাথর

২৩. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?

ক. অভ্র    খ. বক্সাইট

গ. ম্যাঙ্গানিজ    ঘ. ফেলসফার

২৪. সিমেন্ট দিয়ে কী তৈরি হয়?

ক. চুন    খ. চুনাপাথর

গ. সার    ঘ. সিরামিকস

২৫. বাংলাদেশে চুনাপাথর পাওয়া যায়—

i. কুমিল্লা

ii. জয়পুরহাট

iii. কক্সবাজার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৬. নিচের কোন খনিজ উৎপাদনে ভারত বিশ্বে প্রথম?

ক. অভ্র    খ. বক্সাইট

গ. ম্যাঙ্গানিজ    ঘ. গ্রাফাইট

নিচের উদ্দীপকটি পড়ে ২৭ ও ২৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।

ছাতক সিমেন্ট কারখানায় একটি খনিজ কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়, যা আমাদের দেশে পাওয়া গেলেও অপর্যাপ্ততার কারণে বিদেশ থেকে আমদানি করতে হয়।

২৭. খনিজটি আমদানি করা হয় কোন দেশ থেকে?

ক. ভারত    খ. অস্ট্রেলিয়া

গ. চীন    ঘ. মালয়েশিয়া

২৮. খনিজটি বাংলাদেশে পাওয়া যায়—

i. টেকেরঘাটে

ii. জয়পুরহাটে

iii. বিজয়পুরে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

২৯. খনিজ তেল উৎপাদনে সৌদি আরবের অবস্থান কততম?

ক. ১ম    খ. ২য়

গ. ৩য়    ঘ. ৪র্থ

৩০. গ্রাফাইট ব্যবহৃত হয়—

i. চুন তৈরিতে

ii. রং তৈরিতে

iii. পারমাণবিক চুল্লিতে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৩১. পত্নীতলা বিখ্যাত কিসের জন্য?

ক. সিলিকা বালি    খ. চীনামাটি

গ. খনিজ বালি    ঘ. কঠিন শিলা

৩২. ড্রামসিডার যন্ত্রের আবিষ্কারক কোন দেশ?

ক. জাপান    খ. যুক্তরাজ্য

গ. বাংলাদেশ    ঘ. থাইল্যান্ড

৩৩.নিচের কোনটিকে ব্যবহার করে পরিবেশবান্ধব উন্নয়ন ত্বরান্বিত করা যায়?

ক. পারমাণবিক শক্তি

খ. নবায়নযোগ্য শক্তি

গ. অনবায়নযোগ্য শক্তি

ঘ. নিউক্লিয়ার শক্তি

৩৪. মোম কোন খনিজের উপজাত?

ক. কয়লা     খ. খনিজ তেল

গ. চুনাপাথর    ঘ. আকরিক লোহা

৩৫. কোনটি অখনিজ শক্তি সম্পদ?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. অভ্র

গ. সোনা

ঘ. পানিবিদ্যুৎ

৩৬. সৌরশক্তি কী ধরনের সম্পদ?

ক. সীমিত    খ. অবিরাম

গ. নবায়নযোগ্য    ঘ. অনবায়নযোগ্য

নিচের উদ্দীপকটি পড়ে ৩৭ ও ৩৮ নম্বর প্রশ্নের উত্তর দাও

বাংলাদেশ খনিজ সম্পদে সমৃদ্ধ নয়। তবে এ দেশে প্রাপ্ত প্রধান খনিজ সম্পদটি জ্বালানি ও শক্তি সম্পদ হিসেবে ব্যবহৃত হয়।

৩৭. উদ্দীপকে ইঙ্গিত করা খনিজ সম্পদ কোনটি?

ক. প্রাকৃতিক গ্যাস

খ. কয়লা

গ. পেট্রোলিয়াম

ঘ. সৌরশক্তি

৩৮. উদ্দীপকে উল্লেখিত খনিজটির ব্যবহার যে ক্ষেত্রে করা যায়— 

i. CNG

ii. বিদ্যুৎ উৎপাদন

iii. রান্নার কাজ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৩৯. খনিজ তেল উৎপাদনকারী প্রথম দেশ কোনটি?

ক. যুক্তরাষ্ট্র    খ. কুয়েত

গ. সৌদি আরব    ঘ. ইরান

৪০. সিলেটের হরিপুরে সর্বপ্রথম কত সালে তেল​ক্ষেত্র আবিষ্কৃত হয়?

ক. ১৯৮৪    খ. ১৯৮৫

গ. ১৯৮৬    ঘ. ১৯৮৭

৪১. পেনসিলের শিষ প্রস্তুত করতে কী ব্যবহার করা হয়?

ক. খনিজ তেল    খ. তুলা

গ. গ্রাফাইট    ঘ. লৌহ

৪২. বাংলাদেশের কোথায় তেজস্ক্রিয় বালুর সন্ধান পাওয়া গেছে?

ক. কক্সবাজার    খ. বগুড়া

গ. রাজশাহী    ঘ. খুলনা

৪৩. গ্রাফাইট উৎপাদনকারী দেশ কোনটি?

ক. ভারত    খ. নেপাল

গ. মালদ্বীপ    ঘ. ভুটান

৪৪. নিচের কোনটি তেজস্ক্রিয় বালু?

ক. খনিজ বালু    খ. চুনামাটি

গ. সিলিকা বালু    ঘ. চীনামাটি

৪৫. বর্তমানে বাংলাদেশের কয়টি গ্যাসক্ষেত্র থেকে গ্যাস উত্তোলিত হচ্ছে?

ক. ১৬    খ. ১৯

গ. ২২    ঘ. ২৬

নিচের উদ্দীপকটি পড়ে ৪৬ ও ৪৭ নম্বর প্রশ্নের উত্তর দাও

মাটি খুঁড়ে বা খনন করে যে সম্পদ সংগ্রহ করা হয়, তা মূলত দুই বা ততোধিক মৌলিক পদার্থের সমন্বয়ে গঠিত।

৪৬. কোন আকরিকে লোহার পরিমাণ সর্বাধিক?

ক. ম্যাগনেটাইট    খ. হেমাটাইট

গ. লিমোনাইট    ঘ. সিডেরাইট

৪৭. বাংলাদেশে কোন ধরনের কয়লা বেশি পাওয়া যায়?

ক. এনথ্রাসাইট    খ. পিট

গ. বিটুমিনাস    ঘ. লিগনাইট

৪৮. মানুষ মাটি খুঁড়ে ভূগর্ভ থেকে যে সম্পদ সংগ্রহ করে, তাকে কী বলা হয়?

ক. গুপ্তধন

খ. নবায়নযোগ্য সম্পদ

গ. অনবায়নযোগ্য সম্পদ

ঘ. খনিজ সম্পদ

৪৯. নবায়নযোগ্য শক্তিসম্পদ কোনটি?

ক. সৌরশক্তি    খ. প্রাকৃতিক গ্যাস

গ. কয়লা    ঘ. কাঠ

৫০. বাংলাদেশে উত্তোলিত ও রাস্তাঘাট নির্মাণে ব্যবহৃত হয়, এমন খনিজ সম্পদের একক বৃহত্তম খনি কোনটি?

ক. মধ্যপাড়ার কঠিন শিলা

খ. বিজয়পুরের কাদামাটি

গ. সুনামগঞ্জের চুনাপাথর

ঘ. রাঙামাটির বেলে পাথর

৫১. কয়লা উৎপাদনে নিচের কোন দেশ প্রথম?

ক. ভারত    খ. জাপান

গ. যুক্তরাষ্ট্র    ঘ. চীন

৫২. বাংলাদেশের সর্ববৃহৎ গ্যাসক্ষেত্র কোনটি?

ক. হরিপুর    খ. তিতাস

গ. রশিদপুর    ঘ. ছাতক

৫৩. সৌরশক্তি কী ধরনের সম্পদ?

ক. অনবায়নযোগ্য খ. সীমিত

গ. নবায়নযোগ্য    ঘ. সবিরাম

৫৪. বাংলাদেশের প্রথম কয়লাক্ষেত্র কোনটি?

ক. জামালগঞ্জ খ. দিঘীপাড়া

গ. বড়পুকুরিয়া ঘ. খালাসপীর

৫৫. ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্রটি কোথায় অবস্থিত?

ক. নরসিংদী খ. পাবনা

গ. রাঙামাটি ঘ. সিরাজগঞ্জ

৫৬. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. ব্রোমিন খ. মিথেন

গ. ক্লোরিন ঘ. ফ্লোরিন

৫৭. নিচের কোনটি অধাতব খনিজ নয়?

ক. ম্যাঙ্গানিজ    খ. অভ্র

গ. গন্ধক    ঘ. গ্রাফাইট

৫৮. বাংলাদেশের অন্যতম জ্বালানি সম্পদ কোনটি?

ক. খনিজ তেল    খ. প্রাকৃতিক গ্যাস

গ. কয়লা    ঘ. বনের কাঠ

৫৯. বাংলাদেশের প্রধান খনিজ সম্পদের কাঁচামাল কোনটি?

ক. আকরিক লোহা

খ. তামা

গ. মিথেন

ঘ. কয়লা

৬০. বাংলাদেশের কোন জেলায় চীনামাটি রয়েছে?

ক. নেত্রকোনা    খ. ময়মনসিংহ

গ. দিনাজপুর    ঘ. ফরিদপুর

৬১. বাংলাদেশের প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয় কত সালে?

ক. ১৯৮৬    খ. ১৯৮৪

গ. ১৯৮২    ঘ. ১৯৮০

৬২. প্রাকৃতিক গ্যাস কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—

i. সারশিল্পে

ii. রংশিল্পে

iii. বিদ্যুৎ উৎপাদনে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৬৩. গ্রাফাইটকে অন্য কী নামে জানা যায়?

ক. কৃষ্ণসিসা    খ. গ্যালভানাইজ সিসা

গ. ব্ল্যাক ডায়মন্ড    ঘ. তরল সোনা

৬৪. বিকল্প জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়—

i. খনিজ তেল, বায়ুশক্তি

ii. সৌরশক্তি, বায়ুশক্তি

iii. ভূতাপ শক্তি, জৈব গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii    খ. i ও iii

গ. ii ও iii    ঘ. i, ii ও iii

৬৫. বাংলাদেশের প্রধান কয়লাক্ষেত্র কোনটি?

ক. দিঘীপাড়া    খ. খালাসীপাড়া

গ. বড়পুকুরিয়া    ঘ. জামালগঞ্জ

৬৬. তরল সোনা বলা হয় কোনটিকে?

ক. কয়লা    খ. প্রাকৃতিক গ্যাস

গ. ভূগর্ভস্থ পানি    ঘ. খনিজ তেল

৬৭. গ্রিক শব্দ ‘গ্রাফাইট’ অর্থ কী?

ক. আমি লিখি    খ. আমি পড়ি

গ. আমি শিখি    ঘ. আমি জানি

৬৮. মোম কোন খনিজের উপজাত দ্রব্য?

ক. কয়লা    খ. খনিজ তেল

গ. চুনাপাথর    ঘ. লৌহ আকরিক

৬৯. ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র কত সালে স্থাপিত হয়?

ক. ১৯৬৭    খ. ১৯৮৫

গ. ১৯৬০    ঘ. ১৯৬১

৭০. লিমোনাইট কিসের আকরিক?

ক. স্বর্ণ    খ. লৌহ

গ. রৌপ্য    ঘ. সিসা

উত্তর :–

১.ক; ২.খ; ৩.ঘ; ৪.গ; ৫.গ; ৬.ক; ৭.খ; ৮.ঘ; ৯.ক; ১০.গ; ১১.ঘ; ১২.গ; ১৩.গ; ১৪.গ; ১৫.গ; ১৬.খ; ১৭.ঘ; ১৮.ঘ; ১৯.ক; ২০.ঘ; ২১.গ; ২২.খ; ২৩.ক; ২৪.খ; ২৫.গ; ২৬.ক; ২৭.খ; ২৮.ক; ২৯.খ; ৩০.খ; ৩১.ঘ; ৩২.গ; ৩৩.খ; ৩৪.খ; ৩৫.ঘ; ৩৬.খ; ৩৭.ক; ৩৮.ঘ; ৩৯.গ; ৪০.গ; ৪১.গ; ৪২.ক; ৪৩.ক; ৪৪.ক; ৪৫.খ; ৪৬.ক; ৪৭.খ; ৪৮.ঘ; ৪৯.ক; ৫০.ক; ৫১.ঘ; ৫২.খ; ৫৩.গ; ৫৪.ক; ৫৫.ক; ৫৬.খ; ৫৭.ক; ৫৮.খ; ৫৯.গ; ৬০.খ; ৬১.ক; ৬২.খ; ৬৩.ক; ৬৪.গ; ৬৫.গ; ৬৬.ঘ; ৬৭.ক; ৬৮.খ; ৬৯.ক; ৭০.খ;

Rate this post
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x