অষ্টম শ্রেণির বিজ্ঞান ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
প্রথম অধ্যায় : প্রাণিজগতের শ্রেণিবিন্যাস
১. শ্রেণিবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি?
ক. বর্গ খ. গোত্র
গ. গণ ঘ. প্রজাতি
সঠিক উত্তর : ঘ
২. প্রাণিজগতের সবচেয়ে বৃহত্তম পর্ব কোনটি?
ক. পরিফেরা খ. অ্যানেলিডা
গ. অর্থ্রোপোডা ঘ. মলাস্কা
সঠিক উত্তর : গ
৩. দ্বিপদ নামকরণ প্রবর্তন করেন কে?
ক. মেনডেল খ. বেনথাম
গ. কারোলাস লিনিয়াস ঘ. অ্যারিস্টটল
সঠিক উত্তর : গ
৪. একটি জীবের বৈজ্ঞানিক নামে কয়টি অংশ থাকে?
ক. ১টি খ. ২টি
গ. ৩টি ঘ. ৪টি
সঠিক উত্তর : খ
৫. দ্বিপদ নামকরণের আরেক নাম কি?
ক. শ্রেণিবিন্যাস খ. বৈজ্ঞানিক নামকরণ
গ. প্রজাতি ঘ. পর্ব
সঠিক উত্তর : খ
৬. বৈজ্ঞানিক নাম কোন ভাষায় লেখা হয়?
ক. বাংলা বা ইংরেজি খ. ল্যাটিন বা উর্দু
গ. ল্যাটিন বা গ্রিক ঘ. ল্যাটিন বা ইংরেজি
সঠিক উত্তর : ঘ
৭. সরলতম বহুকোষী প্রাণী কোনটি?
ক. স্পঞ্জ খ. আরশোলা
গ. হাইড্রা ঘ. জেলিফিস
সঠিক উত্তর : ক
৮. নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে কোন পর্বের প্রাণীদের?
ক. অ্যানেলিডা খ. নেমাটোডা
গ. পরিফেরা ঘ. নিডারিয়া
সঠিক উত্তর : ক
৯. কোন পর্বের প্রাণীদের নরম দেহ কাইটিনসমৃদ্ধ শক্ত আবরণী দিয়ে আবৃত থাকে?
ক. দেহের রক্তপূর্ণ গহ্বর
খ. রক্তকণিকা
গ. প্রাণীর পা
ঘ. প্রাণীর ত্বক
সঠিক উত্তর : ক
১০. কোন পর্বের প্রাণীর হৃৎপিণ্ড চার প্রকোষ্ঠবিশিষ্ট?
ক. স্তন্যপায়ী খ. কর্ডাটা
গ. মলাস্কা ঘ. ভার্টিব্রাটা
সঠিক উত্তর : ক
১১. সিটা থাকে কোন প্রাণীতে?
ক. কেঁচো খ. কৃমি
গ. মাছ ঘ. ব্যাঙ
সঠিক উত্তর : ক
১২. কোন পর্বের সব প্রাণী সামুদ্রিক?
ক. একাইনোডারমাটা খ. কর্ডাটা
গ. মলাস্কা ঘ. ভার্টিব্রাটা
সঠিক উত্তর : ক
১৩. অধিকাংশ স্বাদুপানির মাছ কোন শ্রেণির অন্তর্ভুক্ত?
ক. উভচর খ. সরীসৃপ
গ. অসটিকথিস ঘ. মলাস্কা
সঠিক উত্তর : গ
১৪. কোন শ্রেণির প্রাণীদের রক্ত শীতল?
ক. সরীসৃপ খ. কর্ডাটা
গ. উভচর ঘ. পরিফেরা
সঠিক উত্তর : গ
১৫. স্তন্যপায়ী শ্রেণির প্রাণীদের হৃৎপিণ্ড কত প্রকোষ্ঠবিশিষ্ট?
ক. তিন খ. চার
গ. পাঁচ ঘ. ছয়
সঠিক উত্তর : খ
১৬. কর্ডাটা পর্বের প্রাণী কোনটি?
ক. হাঙর খ. তেলাপোকা
গ. সমুদ্র শসা ঘ. কাঁকড়া
সঠিক উত্তর : ক
১৭. ক্ষতিকর পোকাদের কী বলে?
ক. মলাস্কা খ. পেস্ট
গ. অরীয় ঘ. ইনসেক্টস
সঠিক উত্তর : খ
১৮. প্রাচীর দিয়ে ঘেরা দেহগহ্বরকে কী বলে?
ক. সিলোম খ. ম্যাস্টল
গ. সিলেন্টেরন ঘ. পেস্ট
সঠিক উত্তর : গ
১৯. বহুকোষী প্রাণীর পৌষ্টিকনালি ও দেহপ্রাচীরের মধ্যবর্তী ফাঁকা স্থানকে কী বলে?
ক. সিলোম খ. ম্যাস্টল
গ. করোটি ঘ. সিস্ট
সঠিক উত্তর : ক
২০. একটি প্রাণীকে সঠিকভাবে শনাক্ত করতে প্রধানত কতটি ধাপের বৈশিষ্ট৵ মিলাতে হয়?
ক. তিন খ. পাঁচ
গ. ছয় ঘ. সাত
সঠিক উত্তর : ঘ
২১. কোন মেরুদন্ডী প্রাণীটি সরীসৃপ শ্রেণিভুক্ত?
ক) দোয়েল
খ) কুমির
গ) সোনাব্যাঙ
ঘ) পেট্রোমাইজন
সঠিক উত্তর : খ
২২. দেহ নলাকার ও খণ্ডায়িত, রেচন অঙ্গ নেফ্রিডিয়া এরূপ বৈশিষ্ট্যসম্পন্ন প্রাণী কোনটি?
ক) গোলকৃমি খ) যকৃতকৃমি
গ) কাঁকড়া ঘ) কেঁচো
সঠিক উত্তর : ঘ
২৩. কাঁকড়া কোন পর্বের প্রাণী?
ক) অ্যানেলিডা খ) আর্থ্রোপোডা
গ) নেমাটোডা ঘ) মলাস্কা
সঠিক উত্তর : খ
২৪. কোন প্রাণীটি নালি পদের সাহায্যে চলাচল করে?
ক) তারামাছ খ) ঝিঁনুক
গ) কাঁকড়া ঘ) হাইড্রা
সঠিক উত্তর : ক
২৫. কোন প্রাণীর দেহ পাঁচটি সমান ভাগে বিভক্ত?
ক) তারামাছ খ) শামুক
গ) কাঁকড়া ঘ) জোঁক
সঠিক উত্তর : ক
২৬. হাইড্রার দেহগহ্বর কী নামে পরিচিত?
ক) হিমোসিল খ) নেফ্রিডিয়া
গ) নিডোব্লাস্ট ঘ) সিলেন্টেরন
সঠিক উত্তর : ঘ
২৭. মানুষ কোন শ্রেণির প্রাণী?
ক) উভচর খ) স্তন্যপায়ী
গ) পক্ষীকূল ঘ) সরীসৃপ
সঠিক উত্তর : খ
২৮. কোন পর্বের প্রাণীর দেহপ্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত?
ক) পরিফেরা খ) নিডারিয়া
গ) নেমাটোডা ঘ) আর্থ্রোপোডা
সঠিক উত্তর : ক
২৯. কোন মাছের দেহ প্ল্যাকয়েড আঁইশ দ্বারা আবৃত?
ক) রুই খ) হাঙ্গর
গ) ইলিশ ঘ) সি-হর্স
সঠিক উত্তর : খ
৩০. প্রাণিজগতের কোন পর্বের প্রাণীদের সংখ্যা সবচেয়ে বেশি?
ক) নিডারিয়া খ) নেমাটোডা
গ) অ্যানেলিডা ঘ) আর্থ্রোপোডা
সঠিক উত্তর : ঘ
৩১. তারামাছ কোন পর্বের অন্তর্ভুক্ত?
ক) মালাস্কা খ) নেমাটোডা
গ) অ্যানেলিডা ঘ) একাইনোডার্মাটা
সঠিক উত্তর : ঘ
৩২. সাপ কোন শ্রেণিভুক্ত প্রাণী?
ক) অস্টিকথিস খ) সরীসৃপ
গ) উভচর ঘ) পক্ষীকুল
সঠিক উত্তর : খ
৩৩. কোন পর্বের সকল প্রাণীই সামুদ্রিক?
ক) একাইনোডার্মাটা
খ) অ্যানেলিডা
গ) নেমাটোডা
ঘ) মলাস্কা
সঠিক উত্তর : ক
৩৪. সিলেন্টেরন দেখা যায় নিচের কোন প্রাণীটিতে?
ক) অ্যাসিডিয়া খ) স্পনজিলা
গ) ওবেলিয়া ঘ) জোঁক
সঠিক উত্তর : গ
৩৫. কোনটি নিডারিয়া পর্বের বৈশিষ্ট্য?
ক) এক্টোডার্মে নিডোব্লাস্ট নামে এক বৈশিষ্ট্যপূর্ণ কোষ থাকে
খ) নেফ্রিডিয়া নামক রেচন অঙ্গ থাকে
গ) দেহ প্রাচীর অসংখ্য ছিদ্রযুক্ত
ঘ) দেহে চোষক ও আংটা থাকে
সঠিক উত্তর : ক
৩৬. স্কাইফা কোন পর্বের প্রাণী?
ক) নিডারিয়া
খ) পরিফেরা
গ) প্লাটিহেলমিনথিস
ঘ) নেমাটোডা
সঠিক উত্তর : খ
৩৭. মুক্তজীবী সামুদ্রিক প্রাণীরা কিসের সাহায্যে চলাচল করে?
ক) সিটা
খ) পেশিবহুল পা
গ) নালিপদ
ঘ) পাখনা
সঠিক উত্তর : গ
৩৮. হিমোসিলের ভেতর দিয়ে কী প্রবাহিত হয়?
ক. পানি খ. রক্ত
গ. শ্বাস–প্রশ্বাস ঘ. খাবার
সঠিক উত্তর : খ
৩৯. মলাস্কা পর্বের প্রাণীদের নরম দেহ কী দিয়ে আবৃত থাকে?
ক. সিলোম খ. ম্যাস্টল
গ. সিস্ট ঘ. ফুলকা
সঠিক উত্তর : খ
৪০. যে প্রাণীকে তাদের দেহের কেন্দ্রীয় অক্ষ বরাবর একাধিবার সমান দুই অংশ ভাগ করা যায়, তাকে কী প্রাণী বলে?
ক. অরীয় প্রতিসম
খ. ম্যাস্টল
গ. সিলোম
ঘ. কর্ডাটা
সঠিক উত্তর : ক
৪১. মস্তিস্ক কিসের মধ্যে সুরক্ষিত থাকে?
ক. করোটিতে খ. মাথায়
গ. হাড় দিয়ে ঘ. নটোকর্ড
সঠিক উত্তর : ক