Modal Ad Example
পড়াশোনা

এইচএসসি (HSC) ফিন্যান্স, ব্যাংকিং ও বিমা ১ম পত্র ১ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

2 min read

১. ব্যবসায়ের দীর্ঘমেয়াদি প্রধান লক্ষ্য কোনটি?

ক. মুনাফা সর্বাধিকরণ

খ. সম্পদ সর্বাধিকরণ

গ. মূলধন গঠন

ঘ. সম্পদের ব্যবহার

সঠিক উত্তর : ক

২. ব্যবসায়ের বাহ্যিক উপাদান কোনটি?

ক. কর নীতি

খ. ব্যবসায়ের প্রকার

গ. ব্যবসায়ের আকার

ঘ. মূলধন ব্যবহার

সঠিক উত্তর : ক

৩. অ-ব্যবসায় অর্থায়নের প্রধান উদ্দেশ্য কী?

ক. মুনাফা সর্বাধিকরণ

খ. সম্পদ সর্বাধিকরণ

গ. ব্যয় নিয়ন্ত্রণ

ঘ. সামাজিক কল্যাণ

সঠিক উত্তর : ঘ

৪. মার্কোইজ-এর ‘পোর্টফোলিও’ তত্ত্ব কবে প্রণীত হয়েছিল?

ক. ১৯৫২ সালে  খ. ১৯৭০ সালে

গ. ১৯৭২ সালে ঘ. ১৯৯১ সালে

সঠিক উত্তর : ক

৫. মুনাফার যে অংশ শেয়ারহোল্ডারদের মাঝে বণ্টন করা হয় না, তাকে কী বলে?

ক. সংরক্ষিত মুনাফা

খ. মোট মুনাফা

গ. লভ্যাংশ

ঘ. নিট মুনাফা

সঠিক উত্তর : ক

৬. বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করাকে কী বলে?

ক. তারল্য ও মুনাফার নীতি

খ. বৈচিত্র্যায়ণের নীতি

গ. লভ্যাংশের নীতি

ঘ. ঝুঁকি ও মুনাফার নীতি

সঠিক উত্তর : খ

৭. দীর্ঘমেয়াদি বিনিয়োগকে কী বলে?

ক. মূলধন ব্যয়

খ. মূলধন গঠন

গ. পরিচালন বাজেটিং

ঘ. মূলধন বাজেটিং

সঠিক উত্তর : ঘ

৮. মোট চাহিদা কোনটির বিষয়বস্তু?

ক. ব্যষ্টিক অর্থনীতি

খ. সামষ্টিক অর্থনীতি

গ. চাহিদা

ঘ. জোগান

সঠিক উত্তর : খ

৯. দাম স্তরের দীর্ঘস্থায়ী বৃদ্ধিকে কী বলে?

ক. আয় খ. মুদ্রা সংকোচন

গ. মুদ্রাস্ফীতি  ঘ. ব্যয়

সঠিক উত্তর : গ

১০. তারল্য ও মুনাফার সম্পর্ক কেমন?

ক. ঊর্ধ্বমুখী

খ. নিম্নমুখী

গ. সমানুপাতিক

ঘ. কোনো সম্পর্ক নেই

সঠিক উত্তর : ক

১১. ‘Finance’ শব্দটি কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

ক. লাতিন শব্দ ‘Finis’

খ. লাতিন শব্দ ‘Financial’

গ. গ্রিক শব্দ ‘Fintos’

ঘ. ইংরেজি শব্দ ‘Fiction’

সঠিক উত্তর : ক

১২. ‘অর্থ ব্যবস্থাপনাসংক্রান্ত কলা ও বিজ্ঞান হলো অর্থায়ন’ — কে বলেছেন?

ক. জর্জ আর টেরি

খ. ভ্যান হর্ন

গ. এল জে গিটম্যান

ঘ. উইলিয়াম শার্প

সঠিক উত্তর : গ

১৩. অর্থায়নের পরিধি মূলত কয়টি দিকে বিস্তৃত?

ক. দুটি খ. তিনটি

গ. চারটি    ঘ. পাঁচটি

সঠিক উত্তর : ক

১৪. চূড়ান্ত বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন দুটি বিষয়ের মধ্যে সমন্বয় সাধন করা হয়?

ক. আয়-ব্যয় খ. লাভ-ক্ষতি

গ. ঝুঁকি-আয় ঘ. ঝুঁকি-ক্ষতি

সঠিক উত্তর : গ

১৫. মূলধন বাজেট সিদ্ধান্ত ও চলতি মূলধন সিদ্ধান্তকে একসঙ্গে কী বলা হয়?

ক. মিশ্র সিদ্ধান্ত

খ. সমন্বিত সিদ্ধান্ত

গ. চলতি বাজেটিং সিদ্ধান্ত

ঘ. বিনিয়োগ সিদ্ধান্ত

সঠিক উত্তর : ঘ

১৬. চলতি মূলধন সিদ্ধান্তের ক্ষেত্রে মূল বিবেচ্য বিষয় কী?

ক. লভ্যাংশ প্রদান খ. তারল্য

গ. মুনাফা বৃদ্ধি ঘ. ঝুঁকি হ্রাস

সঠিক উত্তর : খ

১৭. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়?

ক. সিকিউরিটি ইস্যু

খ. প্রাতিষ্ঠানিক অর্থায়ন

গ. জামানতযুক্ত অর্থায়ন

ঘ. দীর্ঘমেয়াদি অর্থায়ন

সঠিক উত্তর : ক

১৮. প্রতিষ্ঠানের তারল্যের সঙ্গে নিচের কোনটির প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে?

ক. স্থায়ী মূলধন

খ. বিজ্ঞাপন ব্যয়

গ. চলতি মূলধন

ঘ. প্রাতিষ্ঠানিক দক্ষতা

সঠিক উত্তর : গ

১৯. আমেরিকার শেয়ারবাজারে বড় ধরনের দরপতন তথা মহামন্দা হয় কত সালে?

ক. ১৯১০ খ. ১৯৩০

গ. ১৯৩৮ ঘ. ১৯৪৪

সঠিক উত্তর : খ

২০. সমাজের কল্যাণে ব্যয়িত মুনাফার অংশকে কী বলা হয়?

ক. সামাজিক দায়বদ্ধতা

খ. দান

গ. মুনাফা

ঘ. উদ্বৃত্ত

সঠিক উত্তর : ক

২১. কোনটি ব্যবস্থাপকীয় কাজ?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. মুনাফা বিতরণ

গ. তহবিল সংগ্রহকরণ

ঘ. মূলধন সুরক্ষা

সঠিক উত্তর : ক

২২. কোন দশকে আধুনিক অর্থায়নের যাত্রা শুরু হয়?

ক. ১৯২০-১৯৩০

খ. ১৯৪০-১৯৫০

গ. ১৯৫০-১৯৬০

ঘ. ১৯৬০-১৯৭০

সঠিক উত্তর : গ

২৩. মূলধন বাজেটিং সিদ্ধান্তের মাধ্যমে নিচের কোনটি মূল্যায়ন করা হয়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. অনিশ্চয়তা

ঘ. মূলধন কাঠামো

সঠিক উত্তর : খ

২৪. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. মুনাফা ও ঝুঁকি নীতি

গ. ঝুঁকি ও তারল্য নীতি

ঘ. পোর্টফোলিও নীতি

সঠিক উত্তর : গ

২৫. সম্পদ বৃদ্ধির জন্য মুনাফা সংরক্ষণ কোন সিদ্ধান্তের অন্তর্ভুক্ত?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. মূলধন কাঠামো

ঘ. লভ্যাংশ সিদ্ধান্ত

সঠিক উত্তর : ঘ

২৬. সম্পদের সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?

ক. চলতি সম্পদ বৃদ্ধি

খ. নিট সম্পদ বৃদ্ধি

গ. স্থায়ী সম্পদ বৃদ্ধি

ঘ. মুনাফা বৃদ্ধি

সঠিক উত্তর : খ

২৭. অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?

ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি পায়

খ. সুযোগ ব্যয় বৃদ্ধি পায়

গ.  মুনাফা বৃদ্ধি পায়

ঘ. উৎপাদন বিঘ্নিত হয়

সঠিক উত্তর : খ

২৮. একটি কোম্পানির মুনাফা পরিমাপের নির্ণায়ক কী?

ক. শেয়ারপ্রতি আয়

খ. শেয়ারপ্রতি ব্যয়

গ. সংরক্ষিত  আয়

ঘ.  শেয়ারের বাজারমূল্য

সঠিক উত্তর : ক

২৯. সরকারি অর্থায়নে প্রথম কোনটি নির্ধারণ করা হয়?

ক. কর

খ. আমদানি শুল্ক

গ. অনুদান

ঘ. রাজস্ব ব্যয়

সঠিক উত্তর : ঘ

৩০. ‘Arbitrage  pricing theory’ উদ্ভাবন করেন কে?

ক. অ্যাডাম স্মিথ

খ. স্টিফেন স্মিথ

গ. স্টিফেন রস

ঘ. কার্ল মার্কস

সঠিক উত্তর : গ

৩১. অর্থায়ন ও ব্যবসায় একে-অন্যের কী?

ক. পরিপূরক খ. প্রতিপক্ষ

গ. সরবরাহকারী ঘ. স্থিতিস্থাপক

সঠিক উত্তর : ক

৩২. আধুনিক অর্থসংস্থানের যাত্রা শুরু কবে?

ক. ১৯২০-এর দশকে

খ. ১৯৫০-এর দশকে

গ. ১৯৮০-এর দশকে

ঘ. ১৯৯০-এর দশকে

সঠিক উত্তর : খ

৩৩. শাব্দিক অর্থে ‘অর্থায়ন’ দ্বারা নিচের কোনটিকে বুঝানো হয়?

ক. অর্থ সঞ্চয় করা

খ. অর্থ ব্যয় করা

গ. অর্থ সংগ্রহ করা

ঘ. অর্থ বিনিয়োগ করা

সঠিক উত্তর : গ

৩৪. নিচের কোনটি অর্থায়নের বৈশিষ্ট্য নয়?

ক. আর্থিক পরিকল্পনা

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. ঝুঁকি আয় সমন্বয়

ঘ. ক্রেতা-আচরণ বিশ্লেষণ

সঠিক উত্তর : ঘ

৩৫. অর্থায়নের বহুল প্রচলিত মৌলিক সিদ্ধান্ত কয়টি?

ক. তিনটি খ. চারটি

গ. পাঁচটি ঘ. ছয়টি

সঠিক উত্তর : ক

৩৬. প্রখ্যাত লেখক অধ্যাপক জেমস সি ভ্যান হর্ন কোন তিনটি মৌলিক সিদ্ধান্তের কথা বলেছেন?

ক. উৎপাদন, ভোগ ও ব্যয় সিদ্ধান্ত

খ. সঞ্চয়, বিনিয়োগ ও প্রতিস্থাপন সিদ্ধান্ত

গ. বিনিয়োগ অর্থসংস্থান ও লভ্যাংশ সিদ্ধান্ত

ঘ. সামাজিক, আর্থিক ও মানবিক সিদ্ধান্ত

সঠিক উত্তর : গ

৩৭. মালিকানার ভিত্তিতে অর্থায়ন দুই রকমের হয়ে থাকে —

ক. আংশিক মালিকানা ও পূর্ণ মালিকানা

খ. স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি

গ. সরকারি ও বেসরকারি

ঘ. স্বল্পমেয়াদি ও মধ্যমেয়াদি

সঠিক উত্তর : গ

৩৮. উৎসের ভিত্তিতে অর্থায়ন কত ধরনের হয়ে থাকে?

ক. এক খ. দুই

গ. পাঁচ ঘ. ছয়

সঠিক উত্তর : খ

৩৯. মুনাফার অবণ্টিত বা সংরক্ষিত অংশ থেকে যে অর্থায়ন করা হয়, তা নিচের কোন শ্রেণির অন্তর্ভুক্ত?

ক. অভ্যন্তরীণ অর্থায়ন

খ. বাহ্যিক অর্থায়ন

গ. অবণ্টিত অর্থায়ন

ঘ. ব্যক্তিগত অর্থায়ন

সঠিক উত্তর : ক

৪০. স্বল্পমেয়াদি অর্থায়নের সর্বোচ্চ মেয়াদ বা সময় কত?

ক. তিন মাস খ. ছয় মাস

গ. এক বছর ঘ. দুই বছর

সঠিক উত্তর : গ

৪১. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়?

ক. সিকিউরিটি ইস্যু

খ. প্রাতিষ্ঠানিক অর্থায়ন

গ. জামানতযুক্ত অর্থায়ন

ঘ. দীর্ঘমেয়াদি অর্থায়ন

সঠিক উত্তর : ক

৪২. ক্রেডিট রেটিং কী?

ক. ধারে বিক্রয়ের ক্ষেত্রে কমিশনের রেট বা হার নির্ধারণ করা

খ. নিরপেক্ষ প্রতিষ্ঠান কর্তৃক ঋণ পরিশোধের সামর্থ্য যাচাই

গ. কোনো প্রতিষ্ঠানের ক্রেডিট নীতি বা ধারে বিক্রয়ের নীতি নির্ধারণ

ঘ. অতীতের মুনাফার হার বিশ্লেষণ করা

সঠিক উত্তর : খ

৪৩. নিচের কোনটি অর্থায়নের নীতি নয়?

ক. ঝুঁকি প্রতিদান সমন্বয় নীতি

খ. সম্পদ সর্বাধিকরণ নীতি

গ. অর্থের সময়মূল্য নীতি

ঘ. ক্ষতিপূরণের নীতি

সঠিক উত্তর : ঘ

৪৪.নিচের কোনটি ঝুঁকি প্রদান সমন্বয় নীতির সহায়ক নীতি নয়?

ক. উপযুক্ত কর নীতি

খ. ঝুঁকি পরিহার নীতি

গ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি

ঘ. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতি

সঠিক উত্তর : ক

৪৫. ঝুঁকি বহুমুখীকরণ বা পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতির মূল বক্তব্য কী?

ক. একটিমাত্র সম্পত্তিতে বিনিয়োগ করা

খ. একাধিক সম্পত্তিতে বিনিয়োগ করে ঝুঁকি হ্রাস করা

গ. ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করা

ঘ. পোর্ট বা বন্দর পর্যন্ত পণ্য পৌঁছে দেওয়ার নীতি

সঠিক উত্তর : খ

৪৬. ব্যবসায় চক্র বিশ্লেষণ নীতির ক্ষেত্রে কী করা হয়?

ক. ব্যক্তিগত ঝুঁকি পরিমাপ করা হয়

খ. বিভিন্ন অর্থনৈতিক পরিস্থিতিতে ঝুঁকি বিশ্লেষণ করা হয়

গ. ব্যবসায়ের তারল্য পরিমাপ করা হয়

ঘ. সম্পত্তির চক্রবৃদ্ধির হার বিশ্লেষণ করা হয়

সঠিক উত্তর : খ

৪৭. তারল্য বৃদ্ধি করলে মুনাফার কী হতে পারে?

ক. হ্রাস

খ. বৃদ্ধি

গ. কোনো পরিবর্তন হয় না

ঘ. শতকরা হার বৃদ্ধি

সঠিক উত্তর : ক

৪৮. অর্থের সময় মূল্য নীতিতে কী করা হয়?

ক. বর্তমান অর্থের ভবিষ্যৎ মূল্য নির্ণয় করা হয়

খ. ভবিষ্যতে প্রাপ্য আয়সমূহের বর্তমান মূল্য নির্ণয় করা হয়

গ. অর্থের মাসিক ও বার্ষিক মূল্য বিবেচনা করা হয়

ঘ. অর্থের শুধু অতীত মূল্য বিবেচনা করা হয়

সঠিক উত্তর : খ

৪৯. সম্পদ সর্বোচ্চকরণ নীতির মূল লক্ষ্য কী?

ক. প্রতিষ্ঠানের মানবসম্পদের দক্ষতা বৃদ্ধি করা

খ. প্রতিষ্ঠানের নিট সম্পদ বৃদ্ধি করা

গ. প্রতিষ্ঠানের দায় সর্বোচ্চকরণ

ঘ. প্রতিষ্ঠানের তারল্য সর্বোচ্চকরণ

সঠিক উত্তর : খ

৫০. তারল্য ও দেউলিয়াত্বের ঝুঁকির মধ্যে কী রকম সম্পর্ক বিদ্যমান?

ক. সমমুখী খ. সমান্তরাল

গ. বিপরীতমুখী ঘ. সমানুপাতিক

সঠিক উত্তর : গ

৫১. প্রয়োজনের অতিরিক্ত চলতি সম্পদ বজায় রাখলে কী হয়?

ক. তারল্য ঝুঁকি বৃদ্ধি

খ. তারল্যজনিত সুযোগ ব্যয় বৃদ্ধি

গ. মুনাফা বৃদ্ধি

ঘ. তারল্য ঘাটতি ব্যয়ের সৃষ্টি

সঠিক উত্তর : খ

৫২. নিচের কোনটি মুনাফা সর্বাধিকরণ লক্ষ্যে বিবেচনা করা হয় না?

ক. মুনাফা বৃদ্ধি

খ. সম্পদের সর্বোত্তম ব্যবহার

গ. অর্থের সময় মূল্য

ঘ. সামাজিক কল্যাণ

সঠিক উত্তর : গ

৫৩. সম্পদ সর্বাধিকরণের ক্ষেত্রে নিচের কোনটিকে বিবেচনা করা হয় না?

ক. অর্থের সময় মূল্য

খ. ঝুঁকি

গ. নিট নগদ প্রবাহ

ঘ. তারল্য

সঠিক উত্তর : ঘ

৫৪. নিচের কোনটি অর্থায়নের কাজ নয়?

ক. অর্থ সংগ্রহ

খ. বাজারজাতকরণ

গ. বিনিয়োগ

ঘ. মূলধন বাজেটিং

সঠিক উত্তর : খ

৫৫. উত্তম বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়?

ক. পোর্টফোলিও বৈচিত্র্যায়ন নীতি

খ. তারল্য নীতি

গ. লভ্যাংশ নীতি

ঘ. ক্ষতিপূরণ নীতি

সঠিক উত্তর : ক

৫৬. কাম্য তারল্য বজায় রাখার জন্য একজন আর্থিক ব্যবস্থাপক নিচের কোন কাজটি করবেন?

ক. স্থায়ী মূলধন বৃদ্ধি

খ. তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়

গ. ঝুঁকি পরিহার

ঘ. অর্থের সময় মূল্য বিবেচনা

সঠিক উত্তর : খ

৫৭. সঠিক প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে নিচের কোন নীতিটি প্রয়োগ করা হয়ে থাকে?

ক. তারল্য নীতি

খ. মুনাফা সর্বোচ্চকরণ নীতি

গ. অর্থের সময়মূল্য নীতি

ঘ. প্রকল্প বাছাই নীতি

সঠিক উত্তর : গ

৫৮. লভ্যাংশ নীতির যথার্থ ব্যবহার নিচের কোন বিষয়টিকে নিশ্চিত করতে পারে?

ক. বিক্রয় বৃদ্ধি

খ. ব্যয় হ্রাস

গ. প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি

ঘ. মুনাফার সর্বোত্তম ব্যবহার

সঠিক উত্তর : ঘ

৫৯. ন্যায্য মজুরি প্রদান, নিরাপদ কাজের পরিবেশ এবং দূষণমুক্ত পরিবেশ নিশ্চিতকরণ অর্থায়নের কোন ধরনের দায়িত্বের মধ্যে পড়ে?

ক. ঝুঁকিসংক্রান্ত দায়িত্ব

খ. বিনিয়োগসংক্রান্ত দায়িত্ব

গ. সামাজিক দায়িত্ব

ঘ. আর্থিক দায়িত্ব

সঠিক উত্তর : গ

৬০. অর্থায়ন ও ব্যবসায়ের পারস্পরিক নির্ভরশীলতার প্রধান কারণ কী?

ক. উভয়ের লক্ষ্য তারল্য হ্রাস করা

খ. উভয়ের লক্ষ্য সমাজকল্যাণ করা

গ. উভয়ের লক্ষ্য মুনাফা ও সম্পদ সর্বোচ্চকরণ

ঘ. অর্থের উৎস নির্বাচনে যৌথ উদ্যোগ গ্রহণ

সঠিক উত্তর : গ

৬১. যৌথ মূলধনি কোম্পানির বিকাশের ফলে অর্থায়নের ক্রমবিকাশ ত্বরান্বিত হয়েছে, এর পেছনে মূল কারণ ছিল কোনটি?

ক. জবাবদিহি হ্রাস পাওয়া

খ. ব্যবস্থাপনা ও মালিকানার পৃথকীকরণ

গ. বিনিয়োগের সুযোগ সৃষ্টি

ঘ. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার ওপর গুরুত্ব প্রদান

সঠিক উত্তর : খ

৬২. অর্থায়নের ক্রমবিকাশের প্রাথমিক পর্ব এবং রূপান্তর পর্ব পর্যন্ত নিচের কোন বৈশিষ্ট্যটি বিদ্যমান ছিল?

ক. অর্থের প্রচলনের ওপর গুরুত্ব প্রদান

খ. বিনিময় প্রথা

গ. তহবিলের দক্ষ ব্যবহার

ঘ. তৃতীয় পক্ষের দৃষ্টিতে প্রতিষ্ঠানের মূল্যায়ন

সঠিক উত্তর : ঘ

৬৩. মুনাফাকে অতীত বিনিয়োগের প্রতিদান ছাড়া নিচের কোনটি মনে করা হয়?

ক. বর্ধিত আয়

খ. মুনাফা জাতীয় সঞ্চয়

গ. ভবিষ্যৎ বিনিয়োগের ভিত্তি

ঘ. মূলধনজাতীয় প্রাপ্তি

সঠিক উত্তর : গ

৬৪. অর্থায়নে প্রতিনিধিত্বের সম্পর্ক বলতে কী বোঝায়?

ক. সরকার ও জনগণের মধ্যে সম্পর্ক

খ. ব্যবসায় প্রতিষ্ঠান ও বিক্রয় প্রতিনিধির মধ্যে সম্পর্ক

গ. শেয়ারহোল্ডার ও ব্যবস্থাপকদের মধ্যে সম্পর্ক

ঘ. ক্রেতা ও বিক্রেতার মধ্যে সম্পর্ক

সঠিক উত্তর : গ

৬৫. প্রতিনিধিত্বের সমস্যার মূল বিষয়টি কী?

ক. আর্থিক ব্যবস্থাপকগণ মালিকদের চেয়ে নিজেদের স্বার্থকে বেশি প্রাধান্য দেন

খ. আর্থিক ব্যবস্থাপকগণ কর্তৃক বিক্রয় প্রতিনিধিদের স্বার্থ ক্ষুণ্ন করা

গ. মালিক কর্তৃক প্রতিনিধিদের পারিশ্রমিক না দেওয়া

ঘ. বিক্রয় প্রতিনিধি নিয়োগে স্বজনপ্রীতি ও দুর্নীতি

সঠিক উত্তর : ক

৬৬. তারল্য ও দেউলিয়াত্ব ঝুঁকির মধ্যে সম্পর্ক কেমন?

ক. ধনাত্মক খ. ঋণাত্মক

গ. নিরপেক্ষ ঘ. আনুপাতিক

সঠিক উত্তর : খ

৬৭. অর্থায়নের প্রথম কাজ কোনটি?

ক. তহবিল সংগ্রহ

খ. তহবিল বণ্টন

গ. মূলধন সংরক্ষণ

ঘ. স্বল্পমেয়াদি সম্পদ ব্যবস্থাপনা

সঠিক উত্তর : ক

৬৮. বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন গ্রহণযোগ্য দ্রব্যকে কী বলে?

ক. অর্থ খ. মুনাফা

গ. আয় ঘ. ব্যয়

সঠিক উত্তর : ক

৬৯. মি. তাকি একটি কোম্পানির শেয়ার ক্রয় না করে একাধিক কোম্পানির শেয়ারে তাঁর সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে আগ্রহী। এ ক্ষেত্রে তিনি অর্থায়নের নিচের কোন নীতিটি অনুসরণ করছেন?

ক. মুনাফা ও তারল্য নীতি

খ. পোর্টফোলিও বৈচিত্র্যায়ণ নীতি

গ. ঝুঁকি ও মুনাফা সমন্বয় নীতি

ঘ. উপযুক্ততার নীতি

সঠিক উত্তর : খ

৭০. ২০২০ সালে একটি নতুন প্রকল্পে বিনিয়োগের জন্য ম্যাক্স লিমিটেডের ৫০,০০,০০০ টাকা প্রয়োজন। কোম্পানিটি বাজারে শেয়ার বিক্রয়ের মাধ্যমে অথবা দীর্ঘমেয়াদি ঋণের মাধ্যমে উক্ত অর্থ সংগ্রহ করতে পারে। অর্থায়নের ভাষায় অর্থ সংগ্রহের এ কার্যটিকে কী বলা যায়?

ক. আর্থিক সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. সম্পদ ব্যবস্থাপনা সিদ্ধান্ত

ঘ. নগদ তহবিল ব্যবস্থাপনা সিদ্ধান্ত

সঠিক উত্তর : ক

৭১. একটি দেশের সরকার যদি উন্নয়নমূলক কোনো কাজ করতে চায়, তাহলে তারা কীভাবে এর অর্থায়ন করবে?

ক. নিজস্ব অর্থায়ন

খ. সরকারি অর্থায়ন

গ. বেসরকারি অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

সঠিক উত্তর : খ

৭২. সরকারি অর্থায়নে সর্বাগ্রে বিবেচনার বিষয় কোনটি? 

ক. আয় খ. ব্যয়

গ. সঞ্চয় ঘ. বিনিয়োগ

সঠিক উত্তর : খ

৭৩. আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে প্রযোজ্য অর্থায়নকে কী বলে?

ক. সরকারি অর্থায়ন

খ. ব্যক্তিগত অর্থায়ন

গ. অব্যবসায় অর্থায়ন

ঘ. আন্তর্জাতিক অর্থায়ন

সঠিক উত্তর : ঘ

৭৪. জামানতযুক্ত ঋণ বলতে কী বুঝি?

ক. দেয় নোট খ. স্বীকৃতিপত্র

গ. ঋণরেখা ঘ. ট্রাস্ট রশিদ

সঠিক উত্তর : খ

৭৫. কেন্দ্রবিন্দুতে অর্থায়নের সঙ্গে কোন বিষয়টি জড়িত?

ক. বিনিয়োগকারীর স্বার্থ রক্ষার বিষয়

খ. মুনাফা সর্বাধিকরণের বিষয়

গ. সামাজিক দায়বদ্ধতার বিষয়

ঘ. সম্পদ সর্বাধিকরণের বিষয়

সঠিক উত্তর : ঘ

৭৬. জামানতবিহীন অর্থসংস্থান নিচের কোনটি?

ক. স্বল্পমেয়াদি

খ. মধ্যমেয়াদি

গ. দীর্ঘমেয়াদি

ঘ. স্বল্প ও দীর্ঘমেয়াদি

সঠিক উত্তর : ক

৭৭. ‘অর্থায়ন’ দ্বারা বোঝানো হয় —

i. অর্থ সংগ্রহ

ii. বিনিয়োগ

iii. মুনাফা বিতরণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৭৮. অর্থায়নের মৌলিক সিদ্ধান্তের মধ্যে অন্যতম—

i. বিনিয়োগ সিদ্ধান্ত

ii. অর্থায়ন সিদ্ধান্ত

iii. প্রতিস্থাপন সিদ্ধান্ত

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৭৯. অর্থায়নকে বাহ্যিক সংযোগ রক্ষা করতে হয় —

i. সরকারি সংস্থাসমূহের সঙ্গে

ii. ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে

iii. মূলধন বাজারের সঙ্গে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৮০. মূলধন বাজেটিং সিদ্ধান্তের ক্ষেত্রে বিবেচনা করা হয় —

i. অর্থের সময় মূল্য

ii. ঝুঁকির মাত্রা

iii. লভ্যাংশ নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৮১. মূলধন কাঠামো সিদ্ধান্তে গুরুত্ব দেওয়া হয় —

i. নিজস্ব মূলধনের পরিমাণে

ii. ঋণকৃত মূলধনের পরিমাণে

iii. মূলধন ব্যয়ে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৮২. অব্যবসায় অর্থায়নের ক্ষেত্রে ব্যবহৃত হয় না —

i. শেয়ার ইস্যু

ii. ঋণপত্র বিক্রয়

iii. আত্মীয়স্বজনের নিকট থেকে ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৮৩. তারল্য ও মুনাফার মধ্যে সমন্বয়ের ক্ষেত্রে সহায়ক হিসেবে বিবেচিত হয়ে থাকে —

i. উপযুক্ততার নীতি

ii. ধারে বিক্রয় নীতি

iii. আদায় নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৮৪. উপযুক্ততার নীতির আলোকে যে কাজ করা হয় —

i. স্বল্পমেয়াদি উৎস থেকে চলতি মূলধন সংগ্রহ

ii. দীর্ঘমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ

iii. স্বল্পমেয়াদি উৎস থেকে স্থায়ী মূলধন সংগ্রহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৮৫. সম্পদ সর্বাধিকরণ নীতির সহায়ক নীতি —

i. নিট নগদ প্রবাহ নীতি

ii. সুযোগ ব্যয় নীতি

iii. অর্থের সময় মূল্য নীতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৮৬. চলতি সম্পদে বিনিয়োগ মাত্রাতিরিক্ত বৃদ্ধি পেলে —

i. অসচ্ছলতাজনিত বা দেউলিয়াত্বের ঝুঁকি হ্রাস পায়

ii. মুনাফা অর্জন ক্ষমতা হ্রাস পায়

iii. তারল্য হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৮৭. চলতি সম্পদে বিনিয়োগ অপর্যাপ্ত হলে কী হয়?

i. দেউলিয়াত্ব ঝুঁকি বৃদ্ধি পায়

ii. তারল্য বৃদ্ধি পায়

iii. উৎপাদন বিঘ্নিত হয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৮৮. সম্পদ সর্বাধিকরণকে প্রতিষ্ঠানের মূল লক্ষ্য মনে করার কারণ —

i. অর্থের সময় মূল্য বিবেচনা

ii. নগদ প্রবাহ ও ঝুঁকি বিবেচনা

iii. ফার্মের নিট মূল্য বৃদ্ধি ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি বিবেচনা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৮৯. একজন আর্থিক ব্যবস্থাপক প্রতিষ্ঠানের তারল্য নীতি নির্ধারণের সময় নিচের কোন বিষয়টি বিবেচনা করবেন?

i. উৎপাদনের পরিমাণ

ii. ধারে বিক্রয়ের হার

iii. স্বল্পমেয়াদি ঋণের সহজপ্রাপ্যতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯০. ব্যবসায় প্রতিষ্ঠানের তারল্য বৃদ্ধি করার জন্য কী করা হয়ে থাকে?

i. ধারে বিক্রি থেকে আদায়ের সময় হ্রাস

ii. উৎপাদনের সময় হ্রাস

iii. সহজ শর্তে স্বল্পমেয়াদি ঋণ গ্রহণ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯১. ব্যবসায় চক্র বিশ্লেষণের ক্ষেত্রে সাধারণত যে ধরনের অর্থনৈতিক পরিস্থিতি কল্পনা করা হয় —

i. খুব ভালো পরিস্থিতি

ii. স্বাভাবিক পরিস্থিতি

iii. মন্দা বা খারাপ পরিস্থিতি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯২. লভ্যাংশ প্রদানের সময় বিবেচনা করা হয় —

i. শেয়ারহোল্ডারদের প্রত্যাশা

ii. নগদ অর্থের পরিমাণ বা তারল্য

iii. মুনাফার কতটা অংশ ভবিষ্যৎ বিনিয়োগের জন্য সংরক্ষণ করা হবে

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯৩. সামাজিক দায়িত্বের অংশ হিসেবে আর্থিক ব্যবস্থাপক নিচের কোনটি করবেন?

i. পাওনাদারদের স্বার্থরক্ষা

ii. ন্যায্য মজুরি প্রদান

iii. সম্পদের সুষ্ঠু ব্যবহার

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

৯৪. তারল্য বৃদ্ধি পেলে —

i. মুনাফা হ্রাস পায়

ii. মুনাফা বৃদ্ধি পায়

iii. ব্যয় হ্রাস পায়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৯৫. স্বতঃস্ফূর্ত অর্থায়ন হলো —

i.  ব্যবসায় ঋণ

ii. ঘূর্ণায়মান ঋণ

iii. বকেয়া খরচ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

৯৬. সম্পদ সর্বাধিকরণ ধারণায় বিবেচনা  করা হয় —  

i. কারবারের নগদ মুনাফা

ii. অর্থের সময়মূল্য

iii. সব নগদ ও অনগদ প্রবাহ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৯৭. অপ্রাতিষ্ঠানিক ঋণের উৎস — 

i. ঋণরেখা

ii. ব্যবসায় ঋণ

iii. ক্রেতাদের নিকট থেকে অগ্রিম

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

উদ্দীপকটি পড়ে ৯৮ ও ৯৯ নম্বর প্রশ্নের উত্তর দাও

জামান তার বড় ভাইয়ের সঙ্গে একটি ব্যবসায় করার ব্যাপারে আলোচনা করছে। ব্যবসায়টি শুরু করতে হলে যে পরিমাণ মূলধন প্রয়োজন, সেটা জামানের হাতে নেই। তাই তাকে বাইরের কারও নিকট থেকে ঋণ করতে হবে। ব্যবসায় থেকে মুনাফা অর্জিত হলে, সেটা দিয়ে কী করবে, এ বিষয়ে জামান এখনো সিদ্ধান্ত নিতে পারেনি।

৯৮. বড় ভাইয়ের সঙ্গে জামানের আলোচনা কোন ধরনের সিদ্ধান্ত?

ক. লভ্যাংশ সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. অর্থসংস্থান সিদ্ধান্ত

ঘ. তারল্য সিদ্ধান্ত

সঠিক উত্তর : খ

৯৯. বাইরের থেকে ঋণ গ্রহণের বিষয়টি কোন ধরনের সিদ্ধান্ত?

ক. অর্থসংস্থান সিদ্ধান্ত

খ. বিনিয়োগ সিদ্ধান্ত

গ. তারল্য সিদ্ধান্ত

ঘ. বাহ্যিক সিদ্ধান্ত

সঠিক উত্তর : ক

নিচের উদ্দীপকটি পড়ে ১০০ ও ১০১ নম্বর প্রশ্নের উত্তর দাও

জনাব আবু তাহের নিজের গ্রামে মুদি দোকানের ব্যবসায় শুরু করেন। গত এক বছরে খুব একটা সুবিধা করতে পারেননি। এলাকার কয়েকজনের পরামর্শে তিনি দোকানে আরও মালামাল ওঠানোর জন্য ঋণ গ্রহণের কথা ভাবছেন। স্থানীয় একটি সমবায় সমিতি আবু তাহেরকে স্বল্প সুদে ঋণ দিতে রাজি হয়েছে। ছয় মাসের মধ্যে সেই ঋণ পরিশোধ করতে হবে। এর বিকল্প হিসেবে জনাব তাহের আত্মীয়স্বজনের কাছ থেকেও ঋণ নিতে পারেন।

১০০. অর্থায়নের দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতির ঋণটি কোন ধরনের?

ক. প্রাতিষ্ঠানিক

খ. অপ্রাতিষ্ঠানিক

গ. সুদবিহীন

ঘ. ব্যক্তিগত ঋণ

সঠিক উত্তর : ক

১০১. মেয়াদের দৃষ্টিকোণ থেকে সমবায় সমিতির ঋণটি কোন ধরনের?

ক. দীর্ঘমেয়াদি

খ. স্বল্পমেয়াদি

গ. মধ্যমেয়াদি

ঘ. আংশিক দীর্ঘমেয়াদি

সঠিক উত্তর : খ

উদ্দীপকটি পড়ে ১০২ ও ১০৩ নম্বর প্রশ্নের উত্তর দাও

সেলিম তার নিজ এলাকায় একটি ক্ষুদ্র ব্যবসায় চালু করার কথা চিন্তা করছেন। প্রাথমিকভাবে ব্যবসায়টি পরিচালনার জন্য তার ২–৩ জন কর্মচারীর প্রয়োজন হবে। একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে সেলিম ট্রেড লাইসেন্স করার এবং নিয়মিত কর পরিশোধের কথা ভাবছেন।

১০২. ব্যক্তিগত মুনাফা অর্জন ছাড়া আর কোন সামাজিক কল্যাণ হবে?

ক. পরিবেশদূষণ হ্রাস

খ. ব্যক্তিগত সম্পদ বৃদ্ধি

গ. শ্রমিকস্বার্থ রক্ষা

ঘ. কর্মসংস্থান

সঠিক উত্তর : ঘ

১০৩. সেলিমের ব্যবসায় লাভজনক হলে সরকারের লাভ কী?

ক. মুনাফা বৃদ্ধি

খ. সম্পদের সর্বোত্তম ব্যবহার

গ. করপ্রাপ্তি

ঘ. সমর্থন বৃদ্ধি

সঠিক উত্তর : গ

4.5/5 - (2 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x