মুক্তিফৌজ কজন যোদ্ধা নিয়ে গঠিত হয় এবং এই মুক্তিফৌজ কাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করে?
৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ। ১ লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিফৌজ যুদ্ধ করেছিল।
৩০ হাজার নিয়মিত যোদ্ধাকে নিয়ে গঠিত হয় মুক্তিফৌজ। ১ লাখ গেরিলা ও বেসামরিক যোদ্ধার সমন্বয়ে গঠিত মুক্তিবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিফৌজ যুদ্ধ করেছিল।
যেসব উদ্ভিদের ফুলে ডিম্বাশয় থাকে না, ফলে ডিম্বকগুলো নগ্ন থাকে তাদেরকে নগ্নবীজী উদ্ভিদ বলে। যেমন- ডাব, নারিকেল, সাইকাস, পাইনাস ইত্যাদি। নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো হলো– নগ্নবীজী উদ্ভিদ বহুবর্ষজীবী। এরা চিরসবুজ। মাইক্রোস্পোর ও মেগাস্পোর (পুং ও স্ত্রী লিঙ্গধর উদ্ভিদ) তৈরি করে অর্থাৎ এরা স্পোরোফাইট অসমরেণুপ্রসূ। এদের রেণুপত্র অর্থাৎ স্পোরোফিলগুলো ঘনভাবে সন্নিবেশিত হয় এবং স্ট্রোবিলাস বা…
প্রশ্ন-১। কণার গতিতত্ত্ব কাকে বলে? উত্তরঃ যে তত্ত্বের মাধ্যমে কণাসমূহ কিভাবে কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় গতিশীল থাকে তা জানা যায় তাকে কণার গতিতত্ত্ব বলে। প্রশ্ন-২। মিথেন (CH4) কী এসিড? উত্তরঃ মিথেন (CH 4) এসিড নয়। কারণ মিথেন হাইড্রোজেন আয়ন (H+) তৈরি করে না, যদিও মিথেন (CH 4)-এ চারটি হাইড্রোজেন পরমাণু রয়েছে। প্রশ্ন-৩। কোষের শক্তি ও চার্জের মধ্যে সম্পর্ক…
সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে পার্থক্য আলোচনা করা হলো- সূর্য হলো একটি নক্ষত্র, পৃথিবী একটি গ্রহ এবং চাঁদ একটি উপগ্রহ। সূর্যের নিজস্ব আলো ও তাপ রয়েছে। অপরদিকে পৃথিবী ও চাঁদের নিজস্ব আলো ও তাপ নেই। সূর্য, পৃথিবী এবং চাঁদের মধ্যে আয়তনে সবচেয়ে বড় হলো সূর্য, তারপর পৃথিবী এবং চাঁদ সবচেয়ে ছোট। সূর্য প্রধানত হাইড্রোজেন ও…
যখন কোনো বস্তু সমবেগে যায় তখন তার কোনো ত্বরণ নেই। বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে সেখানে ত্বরণ রয়েছে। আরো সুস্পষ্ট করে বললে বলতে হবে ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তনের হার। বেগের যেহেতু দিক এবং মান দুটিই আছে তাই বেগের পরিবর্তন দুভাবেই হতে পারে। ত্বরণ কাকে বলে? ত্বরণ এর সংজ্ঞাঃ সময়ের সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে কোনো…
স্ট্রোক কি বা কাকে বলে? (What is stroke?) মস্তিষ্কে রক্ত সরবরাহে ব্যাঘাত ঘটার কারণে স্নায়ুতন্ত্রের কাজে ব্যাঘাত ঘটলে তাকে স্ট্রোক বলে। স্ট্রোক হয় মস্তিষ্কে, হৃৎপিণ্ডে নয়; যদিও এ ব্যাপারে অনেকের ভুল ধারণা রয়েছে। মস্তিষ্কে রক্তক্ষরণ বা রক্তনালির ভিতরে রক্ত জমাট বেঁধে রক্ত চলাচল বাধাগ্রস্ত হওয়া এই দুইভাবে স্ট্রোক হতে পারে। এর মধ্যে রক্তক্ষরণজনিত স্ট্রোক বেশি মারাত্মক। সাধারণত…
কোষ বিভাজন কি? উত্তর : কোষ বিভাজন হচ্ছে একটি প্রক্রিয়া, যার মাধ্যমে এক কোষ থেকে একাধিক কোষ সৃষ্টি হয়। জীবদেহে কত ধরনের কোষ বিভাজন দেখা যায়? উত্তর : জীবদেহে তিন ধরনের কোষ বিভাজন দেখা যায়। যেমন– (i) অ্যামাইটোসিস, (ii) মাইটোসিস এবং (iii) মিয়োসিস। অ্যামাইটোসিসঃ যে কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভক্ত হয়ে দুটি অপত্য কোষ…