মানবজীবনে হারামের প্রভাব অত্যন্ত ভয়াবহ।
হারাম খাদ্য ও বস্তু মানুষের শরীর ও মনে বিরূপ প্রভাব বিস্তার করে। কোনো কোনো হারাম দ্রব্যের মধ্যে এমন উপাদান বিদ্যমান থাকে যা মানুষের মস্তিষ্ক বিকৃত করে দেয়। অনেক মারাত্মক ও প্রাণনাশক রোগ সৃষ্টি করে। হারাম কাজ মানবসমাজেও ক্ষতিকর প্রভাব ফেলে। যেমন— সুদ, ঘুষ, জুয়া, লটারি ইত্যাদি। এতে সামাজিক পরিবেশ নষ্ট হয়, নৈতিক মানবিক মূল্যবোধ ধ্বংস হয়ে যায়। মানুষ ইবাদতে আগ্রহ হারিয়ে ফেলে। তার ইবাদত ও দোয়া কবুল হয় না। সর্বোপরি হারামের প্রভাবে মানুষের সার্বিক অকল্যাণ হয় এবং মানুষ ধ্বংস হয়ে যায়।