এসএসসি (SSC) বাংলাদেশ ও বিশ্বপরিচয় ২য় অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কিসের প্রতি ইঙ্গিত রয়েছে?

ক. পাশের দেশের সঙ্গে সুসম্পর্ক

খ. স্বাধীনতা অর্জন

গ. মানুষের সঙ্গে সুসম্পর্ক

ঘ. মানুষের সঙ্গে একতা

সঠিক উত্তর : খ

২. কত সালে পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়?

ক. ১৯৫২ সালে  খ. ১৯৫৪ সালে

গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে

সঠিক উত্তর : গ

৩. স্বাধীন বাংলাদেশের মুজিবনগর সরকারের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন?

ক. শেখ মুজিবুর রহমান

খ. তাজউদ্দীন আহমদ

গ. সৈয়দ নজরুল ইসলাম

ঘ. এম মনসুর আলী

সঠিক উত্তর : ক

৪. কাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধকে গণযুদ্ধ বলা হয়?

ক. সর্বস্তরের বাঙালি

খ. ইপিআর বাহিনী

গ. নৌবাহিনী

ঘ. গেরিলা বাহিনী

সঠিক উত্তর : ক

৫. মুক্তিযুদ্ধের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কখন?

ক. দেশ বিভাগের মধ্য দিয়ে

খ. স্বাধীনতার সাংবিধানিক ঘোষণাপত্র গ্রহণের মাধ্যমে

গ. জনগণের দুঃখ-দুর্দশা লাঘবের মাধ্যমে

ঘ. নতুন মানচিত্রের মাধ্যমে

সঠিক উত্তর : খ

৬. মুজিবনগর সরকার গঠনের মূল উদ্দেশ্য কী ছিল?

ক. দেশ শাসন

খ. স্বাধীনতার ঘোষণা

গ. মুক্তিযুদ্ধ পরিচালনা

ঘ. নতুন দেশ গঠন

সঠিক উত্তর : গ

৭. মুক্তিযুদ্ধের সময় মুজিবনগর সরকার কয়টি ব্রিগেড ফোর্স গঠন করে?

ক. ৩টি খ. ৪টি

গ. ৫টি ঘ. ৬টি

সঠিক উত্তর : ক

৮. দেশের বাইরে মুজিবনগর সরকারের মিশন স্থাপিত হয় কোথায়?

ক. ব্যাংককে খ. লন্ডনে

গ. স্পেনে ঘ. প্যারিসে

সঠিক উত্তর : খ

৯. মুক্তিযুদ্ধ পরিচালনার সুবিধার্থে ১৯৭১ সালের ১১ এপ্রিল পুনরায় কতটি সেক্টরে বিভক্ত করা হয়?

ক. ৪টি খ. ৫ টি

গ. ৮টি ঘ. ১১টি

সঠিক উত্তর : ঘ

১০. শিল্পী জর্জ হ্যারিসন কোথায় জন্মগ্রহণ করেন?

ক. লন্ডনে খ. রোম

গ. লিসবনে ঘ. সিডনি

সঠিক উত্তর : ক

১১. শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের কত মার্চ অসহযোগ আন্দোলনের ডাক দেন?

ক. ২ মার্চ খ. ৩ মার্চ

গ. ৬ মার্চ ঘ. ৭ মার্চ

সঠিক উত্তর : ক

১২. বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে স্বাধীনতার ডাক দেন ১৯৭১ সালের কত মার্চ?

ক. ৬ মার্চ খ. ৭ মার্চ

গ. ১১ মার্চ ঘ. ২৬ মার্চ

সঠিক উত্তর : খ

১৩. মুক্তিযুদ্ধের একপর্যায়ে মুজিব বাহিনী কাদের নিয়ে গঠিত হয়েছিল?

ক. আমলাদের    খ. শ্রমিকদের

গ. ছাত্রছাত্রীদের    ঘ. পেশাজীবীদের

সঠিক উত্তর : গ

১৪. ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণে কী তুলে ধরা হয়?

ক. বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস

খ. পাকিস্তানের শোষণের ইতিহাস

গ. পাকিস্তানের মহৎ উদ্দেশ্য

ঘ. স্বাধীনতাযুদ্ধের অন্তরায়সমূহ

সঠিক উত্তর : খ

১৫. স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কখন চালু হয়?

ক. ১৭ মার্চ ১৯৭১

খ. ২১ মার্চ ১৯৭১

গ. ২৫ এপ্রিল ১৯৭১

ঘ. ২৬ মার্চ ১৯৭১

সঠিক উত্তর : ঘ

১৬. কালুরঘাট কোন জেলায় অবস্থিত?

ক. মেহেরপুর খ. পশ্চিমবঙ্গ

গ. চট্টগ্রাম ঘ. রাজশাহী

সঠিক উত্তর : গ

১৭. মুজিবনগর সরকার বিশ্বের বিভিন্ন দেশে মিশন স্থাপন কেন করেছিল?

ক. মানুষের সমর্থন আদায়ের জন্য

খ. বাংলাদেশ সরকারের পক্ষে সমর্থন আদায়ের জন্য

গ. নির্বাচনের জন্য

ঘ. পূর্ব পাকিস্তানে শোষণ-নির্যাতন বন্ধের জন্য

সঠিক উত্তর : খ

১৮. কার তত্ত্বাবধানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র পরিচালিত হতো?

ক. মুক্তিযোদ্ধাদের

খ. মিত্রবাহিনীর

গ. মুজিবনগর সরকারের

ঘ. সেক্টর কমান্ডারদের

সঠিক উত্তর : গ

১৯. বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে আত্মসমর্পণকারী পাকিস্তানি সেনার সংখ্যা কত ছিল?

ক. ৯২ হাজার  খ. ৯৩ হাজার

গ. ৯৪ হাজার ঘ. ৯৭ হাজার

সঠিক উত্তর : খ

২০. বাংলাদেশের মুক্তিযুদ্ধে কোন ধরনের দেশগুলোর সমর্থন ছিল লক্ষণীয়?

ক. আরব দেশ  খ. সমাজতান্ত্রিক

গ. পুঁজিবাদী ঘ. উন্নয়নশীল দেশ

সঠিক উত্তর : খ

২১. কোন দলটি ১৯৭০ সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে?

ক. আওয়ামী মুসলিম লীগ

খ. মুসলিম লীগ

গ. আওয়ামী লীগ

ঘ. কৃষক শ্রমিক পার্টি

সঠিক উত্তর : গ

২২. মুজিবনগর সরকার গঠন করা হয় ১৯৭১ সালের কত তারিখ?

ক. ১০ এপ্রিল খ. ১৭ এপ্রিল

গ. ৪ অক্টোবর   ঘ. ১২ নভেম্বর

সঠিক উত্তর : ক

২৩. বাংলাদেশে সামরিক শাসনের সূত্রপাত ঘটে কত সালে?

ক. ১৯৭৪ খ. ১৯৭৫

গ. ১৯৭৬ ঘ. ১৯৭৭

সঠিক উত্তর : খ

২৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন ১৯৭১ সালের মার্চ মাসের কত তারিখে?

ক. ৭ মার্চ খ. ১৬ মার্চ

গ. ১৭ মার্চ ঘ. ২৭ মার্চ

সঠিক উত্তর : ক

২৫. ১৯৭১ সালের মার্চ মাসের কোন তারিখে পাকিস্তানি বাহিনী নৃশংস গণহত্যা শুরু করে?

ক. ৭ মার্চ খ. ২৫ মার্চ

গ. ২৬ মার্চ ঘ. ২৭ মার্চ

সঠিক উত্তর : খ

২৬. পাকিস্তানি বাহিনী কর্তৃক ২৫ মার্চ রাতে বাঙালির ওপর পরিচালিত হত্যাকাণ্ডের নাম কী?

ক. অপারেশন রিবেল হান্ট

খ. অপারেশন জ্যাকপট

গ. অপারেশন সার্চলাইট

ঘ. অপারেশন ফ্রিডম

সঠিক উত্তর : গ

২৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কোন ভাষায় ছিল?

ক. আরবি খ. বাংলা

গ. উর্দু ঘ. ইংরেজি

সঠিক উত্তর : ঘ

২৮. ১৯৭১ সালের কত তারিখে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করে?

ক. ১৭ এপ্রিল খ. ২০ এপ্রিল

গ. ২৫ এপ্রিল ঘ. ১৫ আগস্ট

সঠিক উত্তর : ক

২৯. ভারত ১৯৭১ সালের কত তারিখ বাংলাদেশকে স্বীকৃতি দেয়?

ক. ৬ ডিসেম্বর খ. ৭ ডিসেম্বর

গ. ১৪ জানুয়ারি   ঘ. ২৪ আগস্ট

সঠিক উত্তর : ক

৩০. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় কবে?

ক. ১০ এপ্রিল খ. ১১ এপ্রিল

গ. ১৭ এপ্রিল ঘ. ১০ জুন

সঠিক উত্তর : গ

৩১. মুজিবনগর সরকারের প্রশাসনিক কাজ পরিচালনার জন্য কয়টি মন্ত্রণালয় ছিল?

ক. ৪টি খ. ৬টি

গ. ১০টি ঘ. ১২টি

সঠিক উত্তর : ঘ

৩২. মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন?

ক. এ এইচ এম কামারুজ্জামান

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. খন্দকার মোশতাক আহমদ

ঘ. এম মনসুর আলী

সঠিক উত্তর : ঘ

৩৩. মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. কর্নেল এম এ জি ওসমানী

গ. কর্নেল (অব.) আবদুর রব

ঘ. গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার

সঠিক উত্তর : খ

৩৪. ছাত্রলীগ প্রতিষ্ঠা হয় কত সালে?

ক. ১৯৪৮ খ. ১৯৪৯

গ. ১৯৫২  ঘ. ১৯৬৬

সঠিক উত্তর : ক

৩৫. আওয়ামী লীগ প্রতিষ্ঠা হয় কত সালে?

ক. ১৯৪৭  খ. ১৯৪৯

গ. ১৯৫২  ঘ. ১৯৬৯

সঠিক উত্তর : খ

৩৬. বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?

ক. ১৭ মার্চ ১৯৭২

খ. ৭ মার্চ ১৯৭৩

গ. ২৫ এপ্রিল ১৯৭৩

ঘ. ২৬ মার্চ ১৯৭৪

সঠিক উত্তর : খ

৩৭. ‘চূড়ান্ত বিজয় অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাও।’— বঙ্গবন্ধু এ উক্তি কখন করেন?

ক. ৭ মার্চের ভাষণের সময়

খ. ২৬ মার্চের প্রথম প্রহরে

গ. বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষণার সময়

ঘ. ১৯৭০-এর নির্বাচনী প্রচারণার সময়

সঠিক উত্তর : খ

৩৮. মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন?

ক. সৈয়দ নজরুল ইসলাম

খ. তাজউদ্দীন আহমদ

গ. এম মনসুর আলী

ঘ. খন্দকার মোশতাক আহমদ

সঠিক উত্তর : খ

৩৯. বাংলাদেশ কত সালে জাতিসংঘের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ খ. ১৯৭৪

গ. ১৯৭৫  ঘ. ১৯৯০

সঠিক উত্তর : খ

৪০. অস্থায়ী সরকার গঠনের প্রধান উদ্দেশ্য কী ছিল?

ক. দেশ পরিচালনা করা

খ. পাকিস্তান সরকারের সঙ্গে আলোচনা করা

গ. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত তৈরি করা

ঘ. প্রশাসনিক কাজ পরিচালনা করা

সঠিক উত্তর : গ

৪১. স্বাধীন বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা ছিল কতজন?

ক. ৪ খ. ৬

গ. ৮ ঘ. ১২

সঠিক উত্তর : খ

৪২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণের মূল বিষয় কী ছিল?

ক. স্বাধীনতার ঘোষণা

খ. সম্মুখযুদ্ধের নির্দেশ

গ. মুক্তি আন্দোলনের দিকনির্দেশ

ঘ. মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গঠন

সঠিক উত্তর : গ

৪৩.‘অপারেশন সার্চলাইট’ কী?

ক. যুদ্ধপ্রস্তুতি খ. আলোর সন্ধান

গ. গণহত্যা ঘ. নৌঘাঁটি আক্রমণ

সঠিক উত্তর : গ

৪৪. মুক্তিবাহিনীতে একক গোষ্ঠী হিসেবে কাদের সংখ্যা সবচেয়ে বেশি ছিল?

ক. শ্রমিক খ. কৃষক

গ. চাকরিজীবী ঘ. ছাত্র

সঠিক উত্তর : ঘ

৪৫.‘অপারেশন সার্চলাইট’ শুরু হয় কখন?

ক. ২৫ মার্চ রাতে খ. ২৬ মার্চ রাতে

গ. ২৭ মার্চ রাতে ঘ. ১৭ এপ্রিল রাতে

সঠিক উত্তর : ক

৪৬. বাংলাদেশ প্রথম কোন সংস্থার সদস্যপদ লাভ করে?

ক. জাতিসংঘ

খ. বিশ্ব স্বাস্থ্য সংস্থা

গ. ব্রিটিশ কমনওয়েলথ

ঘ. খাদ্য ও কৃষি সংস্থা

সঠিক উত্তর : গ

৪৭. শিল্পী জর্জ হ্যারিসন মুক্তিযুদ্ধে বিশ্বজনমত সৃষ্টি করেন কোনটির দ্বারা?

ক. কবিতা রচনা করে

খ. চলচ্চিত্র তৈরি করে

গ. গান গেয়ে

ঘ. ছবি এঁকে

সঠিক উত্তর : গ

৪৮. ‘অপারেশন সার্চলাইট’ – এর নীলনকশা কে তৈরি করেন?

ক. ইয়াহিয়া খান

খ. রাও ফরমান আলী

গ. খাজা নাজিমুদ্দীন

ঘ. আইয়ুব খান

সঠিক উত্তর : খ

৪৯. নূর হোসেন কোন গণ – আন্দোলনে শহীদ হন?

ক. ১৯৯০ – এর গণ – আন্দোলনে

খ. ১৯৬৯ – এর গণ – আন্দোলনে

গ. ১৮৫৭ – এর গণ – আন্দোলনে

ঘ. ১৯৭১ – এর গণ – আন্দোলনে

সঠিক উত্তর : ক

৫০. গণপরিষদে প্রথম অধিবেশন কখন অনুষ্ঠিত হয়?

ক. ১০ জানুয়ারি, ১৯৭১

খ. ১০ জানুয়ারি, ১৯৭২

গ. ২৩ মার্চ, ১৯৭২

ঘ. ১০ এপ্রিল, ১৯৭২

সঠিক উত্তর : ঘ

৫১. এক দফা আন্দোলনের উদ্দেশ্য কী ছিল?

ক. জিয়াউর রহমানের পদত্যাগ

খ. সাত্তারের পদত্যাগ

গ. এরশাদের পদত্যাগ

ঘ. সাইফুদ্দিনের পদত্যাগ

সঠিক উত্তর : গ

৫২. সামরিক আইনবিরোধী আন্দোলনে কারা প্রথম ভূমিকা রেখেছিলেন?

ক. ছাত্রসমাজ খ. সাংবাদিক

গ. বুদ্ধিজীবী ঘ. পেশাজীবী

সঠিক উত্তর : ক

৫৩. এরশাদের শাসনামলে প্রথম নির্বাচন কোনটি?

ক. সিটি করপোরেশন

খ. সংসদ

গ. ইউনিয়ন পরিষদ

ঘ. উপজেলা

সঠিক উত্তর : গ

৫৪. মুজিবনগর সরকারের কয়টি মন্ত্রণালয় ছিল?

ক. ১০ খ. ১২

গ. ১১ ঘ. ১৩

সঠিক উত্তর : খ

৫৫. যুদ্ধবিধ্বস্ত সাড়ে ৭ কোটি বাঙালির জন্য বড় চ্যালেঞ্জ ছিল কতটি?

ক. ৫টি খ. ৬টি

গ. ৭টি ঘ. ৮টি

সঠিক উত্তর : গ

৫৬. বাংলাদেশ কীভাবে স্বাধীনতা লাভ করেছে?

ক. মুক্তিযুদ্ধের মাধ্যমে

খ. জাতিসংঘের মধ্যস্থতায়

গ. আলাপ–আলোচনার মাধ্যমে

ঘ. বহির্বিশ্বের চাপের ফলে

সঠিক উত্তর : ক

৫৭. বাংলাদেশে কততম জাতীয় সংসদে ‘তত্ত্বাবধায়ক সরকার বিল’ পাস হয়?

ক. নবম খ. অষ্টম

গ. সপ্তম ঘ. ষষ্ঠ

সঠিক উত্তর : ঘ

৫৮. বাংলাদেশে প্রথম কত সালে সামরিক শাসন জারি হয়?

ক. ১৯৭৫ সালে খ. ১৯৭৭ সালে

গ. ১৯৭৮ সালে ঘ. ১৯৮২ সালে

সঠিক উত্তর : ক

৫৯. বাংলাদেশে প্রথম কত সালে শিক্ষা কমিশন গঠিত হয়?

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে

সঠিক উত্তর : ঘ

৬০. বাংলাদেশের সংবিধানের মূলনীতি কয়টি?

ক. ২টি খ. ৪টি

গ. ৬টি ঘ. ৮টি

সঠিক উত্তর : খ

৬১. বঙ্গবন্ধু সরকারের সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল?

ক. ১১ মাস খ. ১২ মাস

গ. ১০ মাস ঘ. ২ বছর

সঠিক উত্তর : গ

৬২. চরমপত্র কী?

ক. একটি সংবাদপত্র

খ. একধরনের আন্দোলন

গ. ভাষা আন্দোলনের জনপ্রিয় অনুষ্ঠান

ঘ. মুক্তিযুদ্ধের সময়কার বেতারের একটি জনপ্রিয় অনুষ্ঠান

সঠিক উত্তর : ঘ

৬৩. বাংলাদেশের মুক্তিযুদ্ধের মূল নিয়ামক শক্তি ছিল কোন বাহিনী?

ক. গেরিলা বাহিনী

খ. সাধারণ জনগণ

গ. সুশৃঙ্খল সেনাবাহিনী

ঘ. মিত্রবাহিনী

সঠিক উত্তর : খ

৬৪. বাংলাদেশকে কোন দেশ প্রথম স্বীকৃতি দেয়?

ক. ভুটান খ. নেপাল

গ. ভারত ঘ. ইরান

সঠিক উত্তর : গ

৬৫. ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’ — এ স্লোগান শরীরে লিখে মিছিলে অংশগ্রহণ করেছিলেন কে?

ক. নূর হোসেন

খ. নূর মোহাম্মদ

গ. মেনন হোসেন

ঘ. ইশতিয়াক আহমেদ

সঠিক উত্তর : ক

৬৬. বাংলাদেশে কীভাবে গণতন্ত্রের পথযাত্রা শুরু হয়?

ক. ১৯৭১ সালের নির্বাচনের মাধ্যমে

খ. এরশাদের পতনের মাধ্যমে

গ. রাষ্ট্রপতিশাসিত সরকারব্যবস্থা চালু করে

ঘ. সংসদে নারী আসন বৃদ্ধি করে

সঠিক উত্তর : খ

৬৭. মুজিবনগর সরকার গঠনের প্রধান উদ্দেশ্য ছিল—

i. বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত সৃষ্টি করা

ii. মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য বিভিন্ন বাহিনী গঠন

iii. রাজনৈতিক নেতৃত্ব ও দল গঠন করা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

৬৮. মুক্তিযুদ্ধে আমাদের নারীরা—

i. পাকিস্তানিদের দ্বারা নির্যাতিত হয়েছিল

ii. সংগ্রাম পরিষদ গঠন করেছিল

iii. স্বতঃস্ফূর্তভাবে অংশ নিতে পারেনি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

উদ্দীপকটি পড়ে ৬৯ ও ৭০ নম্বর প্রশ্নের উত্তর দাও

মুক্তিযুদ্ধবিষয়ক আন্তর্জাতিক এক সেমিনারে একজন বক্তা বলেন, বাংলাদেশের মুক্তিযুদ্ধে অনেক দেশ সহযোগিতা করেছিল। একটি দেশ শরণার্থীদের আশ্রয় ও যোদ্ধাদের প্রশিক্ষণ দিয়েছিল।

৬৯. উদ্দীপকে কোন দেশটির কথা বলা হয়েছে?

ক. ভারত খ. চীন

গ. রাশিয়া ঘ. যুক্তরাষ্ট্র

সঠিক উত্তর : ক

৭০. দেশটির সহযোগিতার ফল হলো —

i. স্বাধীনতা অর্জন

ii. নিজেদের স্বার্থ লাভ

iii. পাকিস্তানি বাহিনীর উচ্ছেদ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

উদ্দীপকটি পড়ে ৭১ ও ৭২ নম্বর প্রশ্নের উত্তর দাও

জনাব ‘ক’ ব্রিটেনে মুক্তিযুদ্ধের জন্য অর্থ সংগ্রহ করতেন। বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য বিভিন্ন সংস্থায় যাতায়াত করতেন।

৭১.জনাব ‘ক’ মুক্তিযুদ্ধে কাদের প্রতিনিধিত্ব করছেন?

ক. প্রবাসী বাঙালির

খ. পেশাজীবীর

ঘ. জনসাধারণের

গ. রাজনৈতিক নেতাদের

সঠিক উত্তর : ক

৭২. উক্ত গোষ্ঠী মুক্তিযুদ্ধে নিরলসভাবে কাজ করেছে—

ক. মুক্তিযোদ্ধাদের সাহস জোগাতে

খ. শরণার্থীদের উৎসাহ প্রদান করতে

গ. জনমত গঠনে

ঘ. জনগণকে শত্রুর বিরুদ্ধে দুর্দমনীয় করতে

সঠিক উত্তর : গ

নিচের অনুচ্ছেদটি পড়ে ৭৩ থেকে ৭৫ নম্বর প্রশ্নের উত্তর দাও

‘ক’ দেশের স্বাধীনতাযুদ্ধের সময় জনাব ‘খ’ একটি কমিটি তৈরির ঘোষণা দেন। তিনি উক্ত কমিটির সদস্য হন ও এই কমিটির অধীনে যুদ্ধটিকে সফলতার সঙ্গে পরিচালনা করেন।

৭৩. তোমার পাঠ্যবইয়ের কোন রাজনৈতিক নেতা জনাব ‘খ’– এর মতো?

ক. তাজউদ্দীন আহমদ

খ. সৈয়দ নজরুল ইসলাম

গ. এম মনসুর আলী

ঘ. এ এইচ এম কামারুজ্জামান

সঠিক উত্তর : ক

৭৪. উদ্দীপকে উল্লিখিত সরকারটি কেমন ধরনের?

ক. গণতান্ত্রিক সরকার

খ. অনির্বাচিত সরকার

গ. মুজিবনগর সরকার

ঘ. পাকিস্তান সরকার

সঠিক উত্তর : গ

৭৫. অন্য সরকারগুলোর মতো এই সরকারের ছিল—

i. বিভিন্ন মন্ত্রণালয়

ii. আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা

iii. মন্ত্রণালয়গুলোর বিভিন্ন কার্যালয়

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : গ

৭৬. ৬ দফার আন্দোলন কবে হয়েছিল?

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৯ সালে

গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে

সঠিক উত্তর : ক

৭৭. ১১ দফার আন্দোলন কবে হয়েছিল?

ক. ১৯৬৬ সালে খ. ১৯৬৮ সালে

গ. ১৯৭০ সালে ঘ. ১৯৭২ সালে

সঠিক উত্তর : খ

৭৮. বাংলাদেশ কত সালে ব্রিটিশ কমনওয়েলথের সদস্যপদ লাভ করে?

ক. ১৯৭২ খ. ১৯৭৪

গ. ১৯৭৫ ঘ. ১৯৯০

সঠিক উত্তর : ক

৭৯. গণতন্ত্রের পুনর্যাত্রা শুরু হয় কত সালে?

ক. ১৯৬৬ সালে ৫ মে

খ. ১৯৬৯ সালে ১৮ জুন

গ. ১৯৭১ সালে ১৬ ডিসেম্বর

ঘ. ১৯৯০ সালে ৬ ডিসেম্বর

সঠিক উত্তর : ঘ

৮০. শিক্ষার হার বেড়ে বর্তমানে কত হয়েছে?

ক. ৫০ ভাগ খ. ৬৫ ভাগ

গ. ৭৩ ভাগ ঘ. ৮১ ভাগ

সঠিক উত্তর : গ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *