অষ্টম শ্রেণির বিজ্ঞান ৫ম অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১. উদ্ভিদে ফুল উত্পাদনে সহায়তা করে কোন হরমোন?
ক. অক্সিন খ. জিব্বেরেলিন
গ. ফ্লোরিজেন ঘ. অক্সাইড
সঠিক উত্তর : গ
২. অক্সিন হরমোন কে আবিষ্কার করেন?
ক. গ্রেগর জোহান মেন্ডেল
খ. চালর্স ডারউইন
গ. মাদাম কুরি
ঘ. নিউটন
সঠিক উত্তর : খ
৩. খাটো উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধি করতে কোন হরমোন প্রয়োগ করা হয়?
ক. অক্সিন খ. সাইটোকাইনিন
গ. জিব্বেরেলিন ঘ. ইথানল
সঠিক উত্তর : গ
৪. মস্তিষ্ক কোন অসংখ্য বিশেষ কোষ দ্বারা গঠিত?
ক. অক্সিন খ. নিউরন
গ. স্নায়ু ঘ. ইন্ডোল
সঠিক উত্তর : খ
৫. নিউরনের কোষদেহের কোষে কোনটি থাকে না?
ক. সেন্ট্রিওল খ. কোষ আবরণী
গ. সাইটোপ্লাজম গ. নিউক্লিয়াস
সঠিক উত্তর : ক
৬. একটি নিউরনে কয়টি অ্যাক্সন থাকে?
ক. একটি খ. দুটি
গ. তিনটি ঘ. চারটি
সঠিক উত্তর : ক
৭. মস্তিষ্কের কোন অংশটি হৃৎস্পন্দন, খাদ্যগ্রহণ ও শ্বসনকাজ নিয়ন্ত্রণ করে?
ক. নিউরন খ. মেডুলা
গ. সেরিবেলাম ঘ. পনস
সঠিক উত্তর : খ
৮. ফুসফুস, চর্ম ও বৃক্ক — এই তিনটি কী?
ক. শ্বাস অঙ্গ খ. রেচন অঙ্গ
গ. বর্জ্য অঙ্গ ঘ. শ্বসন
সঠিক উত্তর : খ
৯. নিশ্বাসের বায়ুতে শতকরা কত ভাগ কার্বন ডাই-অক্সাইড থাকে?
ক. ৪ খ. ৫
গ. ৬ ঘ. ৮
সঠিক উত্তর : খ
১০. শাখা কলমের মূল উত্পাদনে সাহায্য করে কে?
ক. অক্সিন খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন ঘ. পটাশ
সঠিক উত্তর : ক
১১. মানবদেহের দীর্ঘতম কোষ কোনটি?
ক. আক্সন খ. ডেনড্রেন
গ. নিউরন ঘ. ধমনি
সঠিক উত্তর : গ
১২. কিসের মাধ্যমে স্নায়ুতাড়না পরিবাহিত হয়?
ক. নিউরন খ. সিন্যাপস
গ. স্টেলা গ. ডেনড্রন
সঠিক উত্তর : খ
১৩. মানবদেহের প্রধান রেচনতন্ত্র কোনটি?
ক. বৃক্ক খ. চর্ম
গ. ফুসফুস ঘ. নাসিক
সঠিক উত্তর : ক
১৪. মানুষের ফুসফুসের মাধ্যমে নিচের কোন ক্ষতিকর পদার্থ বের হয়ে আসে?
ক. অক্সিজেন খ. কার্বন ডাই-অক্সাইড
গ. পটাশ ঘ. সালফার
সঠিক উত্তর : খ
১৫. মানুষের চর্মের মাধ্যমে নিচের কোনটি বের হয়ে আসে?
ক. লবণ
খ. পানি
গ. কার্বন ডাই অক্সাইড
ঘ. ঘাম
সঠিক উত্তর : ক
১৬. শ্বসন কাজের সময় মানবদেহের দেহকোষ বর্জ্য হিসেবে কোন গ্যাস তৈরি করে?
ক. নাইট্রোজেন খ. সালফার
গ. অক্সিজেন ঘ. কার্বন ডাই-অক্সাইড
সঠিক উত্তর : ঘ
১৭. কোষ থেকে কার্বন ডাই–অক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায়?
ক. বৃক্ক খ. রক্ত
গ. ধমনি ঘ. শিরা
সঠিক উত্তর : খ
১৮. বৃক্ক মানব শরীরের কিসের কাজ করে?
ক. ছাকনির গ. পরিবহনের
গ. মাধ্যমে ঘ. শোষণের
সঠিক উত্তর : ক
১৯. মানবদেহের রক্ত থেকে ক্ষতিকর পদার্থ ছেঁকে দেয় কে?
ক. ফুসফুস খ. চর্ম
গ. বৃক্ক ঘ. নিউরন
সঠিক উত্তর : গ
২০. মানবদেহের অতিরিক্ত অ্যামাইনো অ্যাসিড ভেঙে নাইট্রোজেনঘটিত বর্জ্য তৈরি করে?
ক. বৃক্ক খ. যকৃৎ
গ. ফুসফুস ঘ. অ্যাক্সন
সঠিক উত্তর : খ