সন্ধি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর (MCQ)

১. বাংলা ব্যাকরণে সন্নিহিত দুটো ধ্বনির মিলনকে কী বলে?

ক. সমাস খ. সন্ধি

গ. পদ  ঘ. শব্দ

সঠিক উত্তর : খ

২. সন্ধি কত প্রকার?

ক. দুই  খ. তিন

গ. চার  ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক

৩. বিগর্সসন্ধি কোন সন্ধির অংশ?

ক. ব্যঞ্জনসন্ধি  খ. স্বরসন্ধি

গ. বাংলা সন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

সঠিক উত্তর : ক

৪. কোনটি সন্ধির উদ্দেশ্য?

ক. শব্দের মিলন ঘটানো

খ. বর্ণের মিলন ঘটানো

গ. ধ্বনিগত মাধুর্য সম্পাদন

ঘ. শব্দগত মাধুর্য সম্পাদন

সঠিক উত্তর : গ

৫. বিসর্গের সঙ্গে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনির মিলন হলে তাকে কী সন্ধি বলে?

ক. স্বরসন্ধি খ. ব্যঞ্জনসন্ধি

গ. বিসর্গসন্ধি ঘ. নিপাতনে সিদ্ধ সন্ধি

সঠিক উত্তর : গ

৬. সন্ধি শব্দের অর্থ কী?

ক. যোগ খ. একত্রীকরণ

গ. মিলন ঘ. সংক্ষেপণ

সঠিক উত্তর : গ

৭. ‘পরীক্ষা’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. পরি+ইক্ষা খ. পরি+ঈক্ষা

গ. পরী+ক্ষা ঘ. পরী+ঈক্ষা

সঠিক উত্তর : খ

৮. ‘দ্যুলোক’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দুঃ+লোক খ. দ্বি+লোক

গ. দিব্+লোক  ঘ. দু+লোক

সঠিক উত্তর : গ

৯. ‘বিচ্ছেদ’ শব্দটির সন্ধি বিচ্ছেদ কী?

ক. বিচ্+ছেদ খ. বিচ্ছে+দ

গ. বি+ছেদ ঘ. বি+চ্ছেদ

সঠিক উত্তর : গ

১০. ‘গবেষণা’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. গো+এষণা  খ. গবে+এষণা

গ. গবি+এষণা  ঘ. গবে+ষণা

সঠিক উত্তর : ক

১১. ‘ষড়যন্ত্র’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষড়+যন্ত্র  খ. ষট্+যন্ত্র

গ. সৎ+যন্ত্র  ঘ. স্বত+যন্ত্র

সঠিক উত্তর : খ

১২. ‘দিগন্ত’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. দিগ্+অন্ত  খ. দিক্+অন্ত

গ. দি+গন্ত  ঘ. দিগ্+ন্ত

সঠিক উত্তর : খ

১৩. ‘প্রত্যুষ’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. প্রতি+ঊষ  খ. প্রতি+উস

গ. প্রতি+উষ  ঘ. প্রতু+উষ

সঠিক উত্তর : ক

১৪. ‘সঞ্চয়’ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সন্+চয়  খ. সম্+চয়

গ. সঙ্+চয়  ঘ. সং+চয়

সঠিক উত্তর : খ

১৫. ‘স্বেচ্ছা’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. সু+ইচ্ছা  খ. স্ব+ইচ্ছা

গ. স+এচ্ছা  ঘ. সে+আচ্ছা

সঠিক উত্তর : খ

১৬. সন্ধির প্রধান উদ্দেশ্য কী?

ক. স্বাভাবিক উচ্চারণে সহজ প্রবণতা

খ. উচ্চারণের দ্রুততা

গ. আঞ্চলিক ভাষার মাধুর্য রক্ষা

ঘ. স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণের মিলন

সঠিক উত্তর : ক

১৭. ‘সন্ধি’-এর সন্ধি বিচ্ছেদ কী?

ক. সম+ধি  খ. সম্+ধি

গ. সম+ন্ধি  ঘ. সণ্+ধি

সঠিক উত্তর : খ

১৮. ‘নিরক্ষর’ শব্দটির সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. নির+অক্ষর  খ. নি+অক্ষর

গ. নির+ক্ষর  ঘ. নিঃ+অক্ষর

সঠিক উত্তর : ঘ

১৯. ‘বনস্পতি’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. বনঃ+পতি  খ. বনস্+পতি

গ. বন+পতি  ঘ. বন+স্পতি

সঠিক উত্তর : গ

২০. ‘ষড়ানন’-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?

ক. ষট্+আনন  খ. ষট্+আন

গ. ষড়+আনন  ঘ. ষট+আনন

সঠিক উত্তর : ক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *