ই-ব্যাংকিং কাকে বলে?
ই-ব্যাংকিং কাকে বলে? ব্যাংকিং সেবা সুবিধা প্রদানের আধুনিক কৌশল উন্নততর ইলেকট্রনিক প্রযুক্তি ব্যবহার করে অতি দ্রুত, নির্ভুল ও বিস্তৃত কার্য পরিচালনায় সক্ষম ব্যাংক ব্যবস্থাকেই ই-ব্যাংকিং বলে। ATM, ডেবিটকার্ড, ক্রেডিট কার্ড, অনলাইন ব্যাংকিং, POS, SCH, CHEPS ইত্যাদি সুবিধাগুলো ই-ব্যাংকিং এর মাধ্যমে পাওয়া যায়।