কনফুসিয়াস এর জীবনী
কনফুসিয়াস কে? কনফুসিয়াস ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীর একজন প্রভাবশালী চীনা দার্শনিক, শিক্ষক, এবং রাজনৈতিক ব্যক্তিত্ব। কনফুসিয়ানিজমের দর্শনে তাঁর চিন্তাধারা আজকের দিন পর্যন্ত চীনা সংস্কৃতিকে প্রভাবিত করেছে। তার দর্শন তত্ত্ব পুণ্যময় জীবন, ধার্মিকতা এবং পূর্বপুরুষের উপাসনা গুরুত্ব লাভ করে। এছাড়া জন হিতৈষী ও মিতব্যয়ী শাসকদের প্রয়োজনীয়তা। অভ্যন্তরীণ নৈতিক সম্প্রীতির গুরুত্ব এবং শারীরিক জগতে সম্প্রীতির সাথে এর…