ব্যবহারে স্প্রিং ঘড়ি দোলক ঘড়ির চেয়ে সুবিধাজনক কেন?

ব্যবহারে স্প্রিং ঘড়ি দোলক ঘড়ির চেয়ে সুবিধাজনক কেন? দোলক ঘড়িতে ব্যবহৃত দোলকটি একটি সেকেন্ড দোলক। অর্থাৎ এটি প্রতি দুই সেকেন্ডে একটি পূর্ণ দোলনসম্পন্ন করে। দোলকটি এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার সময় একবার টিক শব্দ করে এবং ঘড়ির কাঁটা এক সেকেন্ড সরে যায়। ঋতুভেদে দোলক ঘড়ির দোলনকাল পরিবর্তিত হয়। অর্থাৎ শীতকালে দোলক ঘড়ির কার্যকর দৈর্ঘ্য…

সুষম বৃত্তাকার গতি কাকে বলে? সুষম বৃত্তাকার গতির বৈশিষ্ট্য

সুষম বৃত্তাকার গতি কাকে বলে? কোনো বস্তু বা কণা যদি কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে বৃত্তাকার পথে অর্থাৎ বৃত্তের পরিধি বরাবর সমদ্রুতিতে গতিশীল হয় তখন ঐ বস্তুর গতিকে সুষম বৃত্তাকার গতি বলে। উদারহণঃ বৈদ্যুতিক পাখা চালাবার কিছুক্ষণ পর যখন সমান সময়ে সমান সংখ্যক ঘূর্ণন দিতে থাকে তখন এর গতি সুষম বৃত্তাকার গতি। আবার, ঘড়ির কাঁটার…

দুটি ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা থেকে ফেললে বেগ বৃদ্ধির হার একই হয় কেন?

দুটি ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা থেকে ফেললে বেগ বৃদ্ধির হার একই হয় কেন? আমরা জানি, কোনো বস্তুকে মুক্তভাবে পড়তে দিলে অভিকর্ষজ ত্বরণের প্রভাবে এর বেগ বৃদ্ধির হার হয় 9.8 ms-1. অর্থাৎ প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 ms-1 করে বৃদ্ধি পেতে থাকে। এটি বস্তুর ভরের উপর নির্ভর করে না। এজন্য দুটি ভিন্ন ভরের বস্তু একই উচ্চতা…

বল ধ্রুবক কাকে বলে?

বল ধ্রুবক কাকে বলে?

বল ধ্রুবক কাকে বলে? কোনো স্প্রিং-এর মুক্ত প্রান্তের একক সরণ ঘটানো হলে স্প্রিংটি সরণের বিপরীত দিকে যে বল প্রয়োগ তাকে ঐ স্প্রিং ধ্রুবক বা বল ধ্রুবক বলে।   ট্রিউব ধ্রুবক কাকে বলে? ভ্যাকুয়াম টিউব ডিজাইন করার সময় টিউবের বিভিন্ন ফ্যাক্টর যেমন – ইলেকট্রোডের আকার , ইলেকট্রোডসমূহের মধ্যবর্তী ফাঁকা স্থান ইত্যাদি বিবেচনায় আনতে হয়, যা বর্তনীতে…

অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন?

অভিকর্ষ বল সংরক্ষণশীল বল কেন? আমরা যদি কোনো বস্তুকে অভিকর্ষের বিরুদ্ধে খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তবে এটি পুনরায় আমাদের হাতে ফিরে আসবে। এক্ষেত্রে বস্তুটির হাত থেকে নিক্ষিপ্ত হয়ে পুনরায় হাতে ফিরে আসা এই পূর্ণচক্রে বস্তুটির উপর অভিকর্ষ বলের সম্পাদিত কাজের পরিমাণ শূন্য। m ভরের একটি বস্তুকে ভূ-পৃষ্ঠের A বিন্দু থেকে h উচ্চতায় B বিন্দুতে…

প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমাত্রিক হতে পারে

প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমাত্রিক হতে পারে প্রাসের গতি দ্বি-মাত্রিক হলেও একমা্ত্রিক হতে পারে। প্রাসের ক্ষেত্রে প্রত্যেক বিন্দুতে বেগের অনুভূমিক ও উলম্ব উপাংশ থাকে। তবে প্রাসের সর্বোচ্চ বিন্দুতে বেগের কোনো উলম্ব উপাংশ থাকে না শুধু মাত্র অনুভূমিক উপাংশ থাকে। সেক্ষেত্রে প্রাস একমাত্রিক হয়।

তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে?

তাৎক্ষণিক ত্বরণ কাকে বলে? কোনো বস্তুকে উপরের দিকে নিক্ষেপ করলে বস্তুটি অভিকর্ষ বলের বিপরীত দিকে গতিশীল হয়। ফলে অভিকর্ষজ ত্বরণের কারণে এর বেগ কমতে থাকে। বস্তুটি খাড়া উপরের দিকে নিক্ষেপিত হলে প্রতি সেকেন্ডে এর বেগ 9.8 ms-1 করে কমতে থাকবে।

এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন?

এক সাথে অনেকগুলো সৈন্য ব্রীজের উপর দিয়ে মার্চ করে যাওয়া সঠিক নয় কেন? কোনো বস্তুর উপর আরোপিত পর্যাবৃত্ত স্পন্দনের কম্পাঙ্ক বস্তুর স্বাভাবিক কম্পনের কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে বস্তুটি প্রথমে অনিয়মিতভাবে কম্পিত হতে থাকে এবং একসময় আরোপিত কম্পনের কম্পাঙ্কে কম্পিত হতে থাকে। এ ধরনের কম্পনকে পরমশ কম্পন বলে। ব্রীজের উপর দিয়ে সৈন্যদের মার্চ করে যেতে দিলে…

সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর।

সর্বোচ্চ উচ্চতায় প্রাসের বেগ সর্বনিম্ন হওয়ার কারণ ব্যাখ্যা কর। প্রাসের গতিপথের সর্বোচ্চ বিন্দুতে অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় বেগের মান সর্বনিম্ন কিন্তু শূন্য নয়। কারণ প্রাসটির যখন উলম্ব বরাবর গতিবেগ শূন্য হয় ঠিক তখনও আদি বেগের অনুভূমিক উপাংশের জন্য এর মধ্যে নিম্নমুখী একটি বেগ ক্রিয়া করে এবং প্রাসের বেগ নিম্নমুখী হয়ে যায়। ফলে গতিপথের সর্বোচ্চ উচ্চতায় প্রাসের…

সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয় কেন?

সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয় কেন? সমকৌণিক বেগে আবর্তনরত বস্তুর রৈখিক বেগ অসম হয়। সমদ্রুতিতে বৃত্তাকার পথের পরিধি বরাবর ঘুরতে থাকলে বস্তুর গতি সুষম বৃত্তাকার গতি হয়। এরূপ গতিতে চলমান বস্তু সমকৌণিক বেগে চললেও বৃত্তাকার পথের উপর বিভিন্ন বিন্দুতে এর দিক ভিন্ন ভিন্ন হয়। ফলে বেগও অসম হয়।