তড়িৎ বিভব কাকে বলে?
তড়িৎ বিভব কাকে বলে? অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সাধিত হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে। দুটি তড়িৎগ্রস্থ বা আহিত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাদের মধ্যে আধানের আদান-প্রদান হতে পারে। আধানের এই আদান-প্রদান কিন্তু বস্তু দুটির আধানের পরিমাণের উপর নির্ভর করে না। এটি…