তড়িৎ বিভব কাকে বলে?

তড়িৎ বিভব কাকে বলে? অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সাধিত হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে। দুটি তড়িৎগ্রস্থ বা আহিত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাদের মধ্যে আধানের আদান-প্রদান হতে পারে। আধানের এই আদান-প্রদান কিন্তু বস্তু দুটির আধানের পরিমাণের উপর নির্ভর করে না। এটি…

বিভব কাকে বলে?

বিভব কাকে বলে? অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।

ধারকত্ব কী?

ধারকত্ব কী? কোনো পরিবাহীর বিভব একক পরিমাণ বৃদ্ধি করতে যে পরিমাণ চার্জের প্রয়োজন হয় তাকে ঐ পরিবাহীর চার্জ ধারকত্ব, সংক্ষেপে ধারকত্ব বলে।

চার্জ কি?

চার্জ কি? যে বৈশিষ্ট্যের দরুন দুটি বস্তু আকর্ষণ বা বিকর্ষণ করে অথবা কোনো কণা ত্বরিত হলে ফোটন নিঃসরণ করে বা তাড়িত চৌম্বকীয় তরঙ্গ উৎপন্ন হয় বস্তুর সেই বৈশিষ্ট্যকে চার্জ বলে। পদার্থ সৃষ্টিকারী মৌলিক কণাসমূহের (ইলেকট্রন ও প্রোটন) মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্মকে চার্জ বলে।

সমবিভব তল কি? | সমবিভব তলের বৈশিষ্ট্য

সমবিভব তল কি? কোনো তড়িৎ ক্ষেত্রের মধ্যে যে তলের প্রত্যেকটি বিন্দুর তড়িৎ বিভব সমান তাকে সমবিভব তল বলে। সমবিভব তলে কোনো তড়িৎ প্রবাহিত হতে পারে না। স্থির তড়িৎ বিদ্যায় একটি অন্তরিত আহিত পরিবাহীর পৃষ্ঠ সমবিভব পৃষ্ঠ। যেহেতু পৃষ্ঠের প্রতিটি বিন্দুর বিভব একই, তাই সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে একটি আধান স্থানান্তর করতে কোনো…

এক কুলম্ব কি?

এক কুলম্ব কি? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে এক অ্যাম্পিয়ার প্রবাহ এক সেকেন্ড চললে যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে যে পরিমাণ আধান প্রবাহিত হয় তাকে এক কুলম্ব বলে।

কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কাকে বলে?

কোনো মাধ্যমে ভেদনযোগ্যতা কাকে বলে? শূন্য মাধ্যমে নির্দিষ্ট দূরত্বে অবস্থিত নির্দিষ্ট মানের দুটি আধানের মধ্যকার তড়িৎ বলের মান এবং অপর কোনো মাধ্যমে একই দূরত্বে রাখা একই আধানদ্বয়ের মধ্যকার তড়িৎ বলের মানের অনুপাতকে ঐ মাধ্যমের আপেক্ষিক ভেদনযোগ্যতা বলে।