তড়িৎ বিভব কাকে বলে?
অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সাধিত হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
দুটি তড়িৎগ্রস্থ বা আহিত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাদের মধ্যে আধানের আদান-প্রদান হতে পারে। আধানের এই আদান-প্রদান কিন্তু বস্তু দুটির আধানের পরিমাণের উপর নির্ভর করে না। এটি নির্ভর করে যে বিষয়টির উপর তাকে তড়িৎ বিভব বলা হয়।
যে পরিবাহীর বিভব বেশি হবে তার থেকে কম বিভবের পরিবাহীতে ধনাত্মক আধান প্রবাহিত হবে অর্থাৎ কম বিভব সম্পন্ন পরিবাহী থেকে বেশি বিভব সম্পন্ন পরিবাহীতে ঋণাত্মক আধান প্রবাহিত হবে। দুটি পরিবাহীর বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের প্রবাহ চলে।
বিভবের এককঃ বিভবের একক হলো ভোল্ট (Volt)।
তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 220 V বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের ঐ বিন্দুতে আনতে 220 J কাজ সম্পন্ন হয়।
এক ভোল্ট কাকে বলে?
অসীম থেকে প্রতি কুলম্ব (1 C) ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক জুল (1 J) কাজ সম্পন্ন হয়, তবে ঐ বিন্দুর বিভবকে এক ভোল্ট (1 V) বলে।
অসীম দূর থেকে একক ধনাত্মক চার্জকে তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ সাধিত হয় তাকে ঐ বিন্দুর তড়িৎ বিভব বলে।
দুটি তড়িৎগ্রস্থ বা আহিত বস্তুকে একটি পরিবাহী তার দ্বারা সংযুক্ত করলে তাদের মধ্যে আধানের আদান-প্রদান হতে পারে। আধানের এই আদান-প্রদান কিন্তু বস্তু দুটির আধানের পরিমাণের উপর নির্ভর করে না। এটি নির্ভর করে যে বিষয়টির উপর তাকে তড়িৎ বিভব বলা হয়।
যে পরিবাহীর বিভব বেশি হবে তার থেকে কম বিভবের পরিবাহীতে ধনাত্মক আধান প্রবাহিত হবে অর্থাৎ কম বিভব সম্পন্ন পরিবাহী থেকে বেশি বিভব সম্পন্ন পরিবাহীতে ঋণাত্মক আধান প্রবাহিত হবে। দুটি পরিবাহীর বিভব সমান না হওয়া পর্যন্ত আধানের প্রবাহ চলে।
বিভবের এককঃ বিভবের একক হলো ভোল্ট (Volt)।
তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুর বিভব 220 V বলতে বোঝায় অসীম থেকে প্রতি কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের ঐ বিন্দুতে আনতে 220 J কাজ সম্পন্ন হয়।
এক ভোল্ট কাকে বলে?
অসীম থেকে প্রতি কুলম্ব (1 C) ধনাত্মক আধানকে তড়িৎক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যদি এক জুল (1 J) কাজ সম্পন্ন হয়, তবে ঐ বিন্দুর বিভবকে এক ভোল্ট (1 V) বলে।