পড়াশোনা

চতুর্থ অধ্যায় : আখলাক, নবম-দশম শ্রেণির ইসলাম ও নৈতিক শিক্ষা

1 min read

‘উত্তম চরিত্রই হলো সকল নেক কাজের মূলকথা।’ (মুসলিম)

উত্তম চরিত্র মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ। এ চরিত্রই কিয়ামতের মাঠে পরিমাপদণ্ডে সবচেয়ে বেশি ভারি হবে। আর উত্তম চরিত্রের পূর্ণতা দানের জন্যই হযরত মুহাম্মদ (স) প্রেরিত হয়েছেন।

প্রশ্ন-১. ‘আখলাক’ কী?

উত্তর : মানুষের স্বভাবসমূহের সমন্বিত রূপই হলো আখলাক।

প্রশ্ন-২. ‘আখলাক’ শব্দের অর্থ কী?

উত্তর : ‘আখলাক’ শব্দের অর্থ স্বভাব বা চরিত্রI

প্রশ্ন-৩. আখলাকের একবচন কী?

উত্তর : আখলাকের একবচন খুলুকুন।

প্রশ্ন-৪. আখলাক শব্দটি কোন শব্দটির বহুবচন?

উত্তর : আখলাক শব্দটি ‘খুলুকুন’ শব্দের বহুবচন।

প্রশ্ন-৫. ব্যবহারিক বিবেচনায় আখলাক কী?

উত্তর : ব্যবহারিক বিবেচনায় আখলাক হলো ভালো ও উত্তম চরিত্র।

প্রশ্ন-৬. আখলাক কত প্রকার?

উত্তর : আখলাক দু’প্রকার।

প্রশ্ন-৭. ‘আখলাকে হামিদাহ’ অর্থ কী?

উত্তর : ‘আখলাকে হামিদাহ’-এর অর্থ সুন্দর ও প্রশংসনীয় চরিত্র।

প্রশ্ন-৮. আখলাকে হামিদার অপর নাম কী?

উত্তর : আখলাকে হামিদার অপর নাম হলো আখলাকে হাসানাহ বা হুসনুল খুলক।

প্রশ্ন-৯. হুসনুল খুলক শব্দের অর্থ কী?

উত্তর : হুসনুল খুলক শব্দের অর্থ সুন্দর চরিত্র।

প্রশ্ন-১০. হুসনুল খুলক কী?

উত্তর : মানুষের চরিত্রের উত্তম দিকগুলোকে হুসনুল খুলক বলা হয়।

প্রশ্ন-১১. কোনটি ছাড়া অন্য সব সম্পদ অর্থহীন?

উত্তর : আখলাকে হামিদাহ বা সচ্চরিত্র ছাড়া জীবনের অন্য সব সম্পদ অর্থহীন।

প্রশ্ন-১২. মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ কী?

উত্তর : আখলাকে হামিদাহ তথা মানবীয় মৌলিক গুণাবলি মানুষের জীবনের শ্রেষ্ঠ সম্পদ।

প্রশ্ন-১৩. সুন্দর চরিত্রই পুণ্য — এটি কার কথা?

উত্তর : সুন্দর চরিত্রই পুণ্য — এটি মহানবি (স)-এর কথা।

প্রশ্ন-১৪. ইসলামের যাবতীয় সৌন্দর্য কীসের মাধ্যমে ফুটে ওঠে?

উত্তর : সচ্চরিত্রের মাধ্যমে ইসলামের যাবতীয় সৌন্দর্য ফুটে ওঠে।

প্রশ্ন-১৫. ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম’— এটি কার বাণী?

উত্তর : ‘তোমাদের মধ্যে ঐ ব্যক্তি উত্তম যে তোমাদের মধ্যে চরিত্র বিচারে সুন্দরতম’— এটি মহানবি (স)-এর বাণী।

প্রশ্ন-১৬. সত্যিকার মুমিন তাঁরাই, যাদের চরিত্র সুন্দর – বাণীটি কার?

উত্তর : সত্যিকার মুমিন তাঁরাই, যাদের চরিত্র সুন্দর – বাণীটি রাসুলুল্লাহ (স)-এর।

প্রশ্ন-১৭. তাকওয়া কাকে বলে?

উত্তর : আল্লাহ তায়ালার ভয়ে যাবতীয় অন্যায়-অত্যাচার ও পাপকাজ থেকে বিরত থাকাকে তাকওয়া বলে।

প্রশ্ন-১৮. ‘নিশ্চয়ই মুক্তাকিগণের জন্য রয়েছে সফলতা’– এটি কীসের বাণী।

উত্তর : পবিত্র কুরআনের বাণী।

প্রশ্ন-১৯. সদাচরণ কাকে বলে?

উত্তর : মানুষের দৈনন্দিন কাজকর্মের মাঝে যে উত্তম আচরণ ও উন্নত স্বভাব চরিত্রের প্রকাশ পায় তাকে সদাচরণ বলে। যেমন : ধৈর্য, সততা, দেশপ্রেম, সমাজসেবা, পরমতসহিষ্ণুতা, ন্যায়পরায়ণতা প্রভৃতি।

প্রশ্ন-২০. আখলাকে হামিদাহ বলতে কী বোঝায়?

উত্তর : মানুষের দৈনন্দিন কাজকর্মের মাধ্যমে যেসব আচার-আচরণ, চাল-চলন এবং স্বভাবের প্রকাশ ঘটে সেসবের সমষ্টি হলো আখলাক। আখলাক বা আচরণ কোনো কোনোটি প্রশংসনীয় আবার কোনোটি নিন্দনীয়। প্রশংসনীয় আচরণকে আখলাকে হামিদাহ বলা হয়। যেমন- সত্যবাদিতা, পিতামাতার সাথে সদ্ব্যবহার, শিক্ষকদের সম্মান করা, আত্মীয়স্বজন, প্রতিবেশী, সহপাঠীদের সাথে সদাচরণ, বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি স্নেহ ইত্যাদি আখলাকে হামিদাহ।

5/5 - (30 votes)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x