ষষ্ঠ শ্রেণির বিজ্ঞান ৪র্থ অধ্যায় বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

১. উদ্ভিদের কোন অংশে খুব সহজে পুংকেশর পাওয়া যাবে?

ক. পাতা খ. কাণ্ড

গ. ফল ঘ. ফুল

সঠিক উত্তর : ঘ

২. সর্বোন্নত উদ্ভিদ কোনটি?

ক. লাউ খ. ধান

গ. আম ঘ. দূর্বা

সঠিক উত্তর : গ

৩. উদ্ভিদের যে অংশগুলো মাটির ওপরে থাকে তাদের একত্রে কী বলে?

ক. শাখা খ. প্রশাখা

গ. বিটপ ঘ. পাতা

সঠিক উত্তর : গ

৪. প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির ঠিক ওপরের অংশটির নাম কী?

ক. কাণ্ড খ. পাতা

গ. ফুল ঘ. ফল

সঠিক উত্তর : ক

৫. উদ্ভিদের কোন অংশে খাদ্য তৈরি হয়?

ক. পাতা খ. ফুল

গ. ফল ঘ. মূল

সঠিক উত্তর : ক

৬. গর্ভাশয় বড় হয়ে কিসে পরিণত হয়?

ক. ফুল খ. পাতা

গ. ফল ঘ. কাণ্ড

সঠিক উত্তর : গ

৭. শাখা–প্রশাখার গায়ে যে সবুজ চ্যাপটা অঙ্গ সৃষ্টি হয়, তার নাম কী?

ক. ফল খ. ফুল

গ. পাতা ঘ. কাণ্ড

সঠিক উত্তর : গ

৮. পর্ব ও পর্বমধ্য থাকে উদ্ভিদের কোন অংশে?

ক. মূলে খ. পাতায়

গ. ফলে ঘ. কাণ্ডে

সঠিক উত্তর : ঘ

৯. ঝরা ফুলের গোড়ায় যে অংশ না ঝরে থেকে যায় তার নাম কী?

ক. পুংকেশর খ. গর্ভাশয়

গ. বৃতি ঘ. দল

সঠিক উত্তর : খ

১০. নিচের কোনটি কাণ্ডের অংশ?

ক. শীর্ষ মুকুল খ. পুংকেশর

গ. গর্ভাশয় ঘ. দলমণ্ডল

সঠিক উত্তর : ক

১১. ভ্রূণমূল হতে নিচের কোনটি উৎপন্ন হয়?

ক. পাতা  খ. কাণ্ড

গ. মূল  ঘ. ফুল

সঠিক উত্তর : গ

১২. সাধারণত উদ্ভিদের নিম্নগামী অংশ কোনটি?

ক. পাতা  খ. কাণ্ড

গ. ফল  ঘ. মূল

সঠিক উত্তর : ঘ

১৩. নিচের কোনটির কাণ্ড মাটির নিচে জন্মায়?

ক. কলা  খ. মুলা

গ. আদা  ঘ. মরিচ

সঠিক উত্তর : গ

১৪. বিটপ হলো —

i. পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অংশ

ii. মাটির ওপরের অংশের সমষ্টিগত নাম

iii. কাণ্ড, পাতা, ফুল ও ফলের একত্রিত নাম

নিচের কোনটি সঠিক

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, iii ও iii

সঠিক উত্তর : গ

১৫. উদ্ভিদের কাণ্ড —

i. পাতা ও শাখা–প্রশাখার ভার বহন করে

ii. প্রধান মূলের সঙ্গে লাগানো মাটির ওপরের অংশ

iii. পর্ব, পর্বমধ্য ও শীর্ষ মুকুল সমন্বিত অংশ

নিচের কোনটি সঠিক

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ঘ

১৬. মূল সাধারণত —

i. পর্ববিহীন

ii. মধ্যপর্বযুক্ত

iii. অগ্রমুকুলবিহীন

নিচের কোনটি সঠিক

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : খ

১৭. প্রধান মূল থেকে উৎপন্ন হয় —

i. শাখা মূল

ii. প্রশাখা মূল

iii. গুচ্ছমূল

নিচের কোনটি সঠিক

ক. i ও ii  খ. i ও iii

গ. ii ও iii  ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

১৮. মূলের শেষ প্রান্তের টুপির মতো অংশকে কী বলে?

ক. ভ্রূণমূল  খ. মূলরোম

গ. মূলত্র  ঘ. শাখামূল

সঠিক উত্তর : গ

১৯. আঘাত থেকে মূলকে রক্ষা করা কোনটির কাজ?

ক. মূলত্র  খ. মূলরোম

গ. ভ্রূণমূল  ঘ. শাখামূল

সঠিক উত্তর : ক

২০. মূলের কোন অংশ থেকে শাখা–প্রশাখার সৃষ্টি হয়?

ক. বর্ধিষ্ণু  খ. মূলরোম

গ. লোমশ  ঘ. স্থায়ী

সঠিক উত্তর : ঘ

২১. মূলের কোন অংশ দিয়ে উদ্ভিদ পানি শোষণ করে?

ক. মূলত্র খ. মূলরোম

গ. বর্ধিষ্ণু ঘ. স্থায়ী

সঠিক উত্তর : খ

২২. মূলের বৃদ্ধি ঘটে কোন এলাকায়?

ক. মূলত্র খ. মূলরোম

গ. বর্ধিষ্ণু ঘ. স্থায়ী

সঠিক উত্তর : গ

২৩. কোন অঞ্চলের অপর নাম লোমশ অঞ্চল?

ক. স্থায়ী খ. বর্ধিষ্ণু

গ. মূলরোম ঘ. মূলটুপি

সঠিক উত্তর : গ

২৪. মূলরোম উদ্ভিদের —

i. সূক্ষ্ম লোমশ অঞ্চল

ii. পানি শোষণকারী অঙ্গ

iii. রক্ষাকারী অঙ্গ

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২৫. উদ্ভিদের পর্ব, পর্বমধ্য ও অগ্রমুকুলবিহীন অঙ্গের অংশ হলো —

i. মূলটুপি

ii. মূলরোম

iii. উপপত্র

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর : ক

২৬. একটি আদর্শ পাতার কয়টি অংশ?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : খ

২৭. পাতার যে অংশ কাণ্ডের গায়ে যুক্ত থাকে তাকে কী বলে?

ক. পত্রমূল খ. বৃন্ত

গ. উপপত্র ঘ. পত্রফলক

সঠিক উত্তর : ক

২৮. কিছু উদ্ভিদের পত্রমূলের পাশ থেকে যে ছোট পত্রসদৃশ অংশ বের হয় তার নাম কী?

ক. বোঁটা খ. কক্ষমুকুল

গ. পত্রফলক ঘ. উপপত্র

সঠিক উত্তর : ঘ

২৯. পাতা দণ্ডকার অংশটিকে কী বলে?

ক. বৃন্ত খ. পত্রফলক

গ. উপপত্র ঘ. পত্রমূল

সঠিক উত্তর : ক

৩০. নিচের কোন উদ্ভিদটির পাতায় বোঁটা অনুপস্থিত?

ক. শাপলা খ. পদ্ম

গ. শিয়ালকাঁটা ঘ. আম

সঠিক উত্তর : গ

৩১. পত্রবৃন্তের উপরে চ্যাপটা সবুজ অংশটিকে কী বলে?

ক. বৃন্ত খ. পত্রফলক

গ. পত্রমূল ঘ. উপপত্র

সঠিক উত্তর : খ

৩২. উদ্ভিদের কোন অংশে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য প্রস্তুত হয়?

ক. পাতা খ. ফুল

গ. মূল ঘ. ফল

সঠিক উত্তর : ক

৩৩. পাতার প্রধান কাজ কী?

ক. খাদ্য প্রস্তুত

খ. অক্সিজেন গ্রহণ

গ. CO2 ত্যাগ

ঘ. অতিরিক্ত পানি বের করা

সঠিক উত্তর : ক

৩৪. পত্রফলকের অখণ্ডিত ও খণ্ডিত বৈশিষ্ট্যের ভিত্তিতে পত্র কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক

৩৫. নিচের কোনটির পাতা সরল পত্র?

ক. বট খ. সজিনা

গ. তেঁতুল ঘ. নিম

সঠিক উত্তর : ক

৩৬. নিচের কোনটির পাতা যৌগিক পত্র?

ক. আম খ. জাম

গ. কাঁঠাল ঘ. নিম

সঠিক উত্তর : ঘ

৩৭. কোন উদ্ভিদে যৌগিক পত্র থাকে?

ক. আম খ. কাঁঠাল

গ. বট ঘ. সজনে

সঠিক উত্তর : ঘ

৩৮. অনুফলক বা পত্রকগুলো যে দণ্ডে সাজানো থাকে তাকে কী বলে?

ক. পক্ষল খ. র‍্যাকিস

গ. করতলাকার ঘ. বোঁটা

সঠিক উত্তর : খ

৩৯. নিচের কোন উদ্ভিদটির পাতায় র‍্যাকিস পাওয়া যাবে?

ক. বট খ. কাঁঠাল

গ. গোলাপ ঘ. জাম

সঠিক উত্তর : গ

৪০. পত্রকের বিন্যাস অনুযায়ী যৌগিক পত্র কত প্রকার?

ক. দুই খ. তিন

গ. চার ঘ. পাঁচ

সঠিক উত্তর : ক

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *