একটি বাক্যে যার সম্পর্কে কিংবা যাকে কেন্দ্র করে কিছু বলা হয় তাকে সেই বাক্যের উদ্দেশ্য বলে। ইংরেজি ভাষায় একে বলে subject.
যেমন,
রবীন্দ্রনাথ রাখি বন্ধন প্রচলন করেন। এই বাক্যটিতে রবীন্দ্রনাথ সম্পর্কে বলা হচ্ছে, তাই রবীন্দ্রনাথ এই বাক্যের উদ্দেশ্য।
ইংরেজি ভাষায় predicate নামে প্রচলিত যে বাক্যাংশে উদ্দেশ্যের গুনাগুন সম্পর্কে কিছু বলা হয় তাকে বিধেয় বলে।
যেমন,
রবীন্দ্রনাথ রাখি বন্ধন উৎসব প্রচলন করেন। এই বাক্যটিতে রাখিবন্ধন উৎসব প্রচলন করেন অংশটি হলো বিধেয়।
উদ্দেশ্য ও বিধেয়ের সম্প্রসারক
উপরের উদাহরণে আমরা একটি ছোটো বাক্য নিয়েছি। কিন্তু সব বাক্য তো এত ছোটো হয় না। ঐ বাক্যটি এ রকমও হতে পারে: “আমাদের পাড়ার ছোটো ছোটো ছেলেরা বিকেলবেলা গ্রামের মাঠে ফুটবল খেলছে।” ভালো ভাবে লক্ষ করুন, প্রথম বাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদ দুটি এই বড় বাক্যেও আছে।
তার পাশাপাশি অনেক বাড়তি পদও আছে। কতকগুলি বাড়তি পথ ‘ছেলেরা’ পদটিকে আরও স্পষ্ট করে তুলেছে, আবার কতকগুলি পদ ‘খেলছে’ পদটিকে স্পষ্ট করে তুলেছে। নিচে দেখুন
কোথাকার ছেলেরা?
উঃ – আমাদের পাড়ার।
কেমন ছেলেরা?
উঃ – ছোটো ছোটো ।
কখন খেলছে?
উঃ – বিকেলবেলা।
কোথায় খেলছে?
উঃ – গ্রামের মাঠে।
কী খেলছে?
উঃ – ফুটবল।
উপরের এই বিশ্লেষণ থেকে সহজেই বোঝা যাচ্ছে “আমাদের পাড়ার ছোটো ছোটো” — এই অংশটি ‘ছেলেরা’ উদ্দেশ্যকে বর্ধিত করছে, এবং “বিকেলবেলা গ্রামের মাঠে ফুটবল” — এই অংশটি বিধেয় ‘খেলছে’ পদটিকে বর্ধিত করেছে। তাই এরা যথাক্রমে উদ্দেশ্যের প্রসারক ও বিধেয়ের প্রসারক বা সম্প্রসারক।