সরল যন্ত্র কাকে বলে? সরল যন্ত্রের উদাহরণ ও বৈশিষ্ট্য
স্বাভাবিকভাবে কোনো কাজ করতে যতটুকু বল প্রয়োগ করতে হয় তার চেয়ে কম বল প্রয়োগ করে কাজ করার কৌশলকে সরল যন্ত্র বলে। কাঁচি, সাঁড়াশি, হাতুড়ি, শাবল, কপিকল, লিভার ইত্যাদি হলো সরল যন্ত্র।
সরল যন্ত্রের বৈশিষ্ট্য
- সরল যন্ত্র প্রযুক্ত বলকে কয়েকগুণ বৃদ্ধি করে।
- সরল যন্ত্র গতি ও দূরত্ব বৃদ্ধি করে।
সরল যন্ত্র ব্যবহারের সুবিধা কি কি?
সরল যন্ত্র ব্যবহারের সুবিধা নিম্নরূপ–
- অল্প বলকে বহুগুণে বাড়ানো যায়।
- বল সুবিধামতো স্থানান্তরিত করা যায়।
- বলের দিক পরিবর্তন করা যায়।
- কাজকে সহজে সম্পাদনা করা যায়।
শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “সরল যন্ত্র কাকে বলে? সরল যন্ত্রের উদাহরণ ও বৈশিষ্ট্য” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।