গ্রিন হাউস প্রভাব কাকে বলে? বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি ব্যাখ্যা করো।
গ্রিন হাউস তথা কাচের ঘরের কাচ ভেদ করে খুব সহজেই তাপ ঘরের ভেতরে প্রবেশ করতে পারে। কিন্তু ভেতরের তাপ বাইরে বেরিয়ে আসতে পারে না। কারণ, কাচ ঐ তাপ শোষণ করে ধরে রাখে। এভাবে কাচের ঘরের ভেতরে তাপ থেকে যাওয়ার বিষয়কে গ্রিন হাউস প্রভাব বলে।
বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর কোনটি ব্যাখ্যা করো।
বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হলো ট্রপোমণ্ডল। ভূপৃষ্ঠ থেকে এগার কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলকে বলা হয় ট্রপোমন্ডল। এই স্তরে বায়ুর বেশির ভাগ প্রয়োজনীয় উপাদানসমূহ যেমন অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্প থাকে। এই স্তরে মানুষ ও অন্যান্য জীবের জীবনকে প্রভাবিত করে এমন সব ঘটনা ঘটে। যেমন এই স্তরে মেঘ, বৃষ্টি, বায়ু প্রবাহ, ঝড়, কুয়াশা এসব হয়। তাই ট্রপোমণ্ডল বায়ুমণ্ডলের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর