Connectors বা Linking words কি?
‘Connect’ বা ‘Link’ শব্দের সমার্থক শব্দ হচ্ছে, join, unite ইত্যাদি। এগুলোর অর্থ হচ্ছে সংযুক্ত করা বা হওয়া। সাধারণত Connectors/Linking words বলতে ঐ শব্দ বা শব্দগুচ্ছকে বুঝায়, যেগুলো কোনো কিছু সম্পর্কে লেখার সময় এর idea বা ধারণাকে ধারাবাহিকভাবে সংযুক্ত করে ভাষাকে সুসংহত করে। প্রকৃতপক্ষে, Connectors/Linking words গুলো একটি clause কে অপর একটি clause এর সাথে সংযুক্ত করে , অথবা একটি sentence কে পূর্ববর্তী sentence এর idea-র সাথে সংযুক্ত করে একটি Paragraph বা অনুচ্ছেদকে যৌক্তিক (logical) ভাবে বা সুসামঞ্জস্যপূর্ণভাবে প্রকাশ করে।
Connectors বা Linking words কে ব্যবহারের ভিত্তিতে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যেমনঃ
A. Co-ordinating Conjunctions
B. Sentence Connectors/Linkers
C. Subordinators