সংখ্যাবাচক শব্দ কাকে বলে? সংখ্যাবাচক শব্দ কত প্রকার ও কি কি?

যেসব শব্দ দিয়ে সংখ্যার ধারণা বোঝানো হয়, সেগুলোকে সংখ্যাবাচক শব্দ বলে। যেমন– এক, দুই তিন, চার ইত্যাদি।

ব্যক্তি, বস্তু, প্রাণী, উদ্ভিদ, জড়বস্তু, ওজন, পরিমাপ, তারিখ ইত্যাদিকে আমরা সংখ্যায় প্রকাশ করে থাকি। সংখ্যা গণনার মূল একক ‘এক’।

সংখ্যাবাচক শব্দের শ্রেণিবিভাগ

সংখ্যাবাচক শব্দ চার প্রকার অর্থাৎ চারটি শ্রেণিতে বিভক্ত। যথাঃ-

  1. অঙ্কবাচক সংখ্যা
  2. পরিমাণ বা গণনাবাচক শব্দ
  3. পূরণবাচক বা ক্রমবাচক শব্দ
  4. তারিখবাচক শব্দ।
(১) অঙ্কবাচক সংখ্যা : আমরা প্রধানত ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ০ এই দশটি সংখ্যা দ্বারা ‘এক’ থেকে ‘একশ’ পর্যন্ত গণনা করে থাকি। এছাড়াও অগণিত সংখ্যা গণনা করতে পারি। এসব প্রকাশ করার জন্যে যেসব সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয় সেগুলোকে অঙ্কবাচক সংখ্যা বলে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *