কর অবকাশ কাকে বলে?

কর অবকাশ হলো কর মওকুফ করা। সরকার অনেক সময় কোনো বিশেষ শিল্পের উন্নয়নের জন্য অথবা কোনো এলাকার শিল্পায়নকে ত্বরান্বিত করার জন্য এ শিল্পের বা ঐ এলাকায় স্থাপিত শিল্পে অর্জিত মুনাফার ওপর সম্পূর্ণ বা নির্দিষ্ট হারে নির্দিষ্ট মেয়াদের জন্য কর মওকুফ করে। কর মওকুফ করে দেওয়ার এ ব্যবস্থাকেই কর অবকাশ বলে। কর অবকাশের ফলে শিল্পের সম্প্রসারণ ঘটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *