উক্তি বলতে কী বোঝায়? উক্তি কত প্রকার ও কি কি?

উক্তি বলতে কথা বলার ভঙ্গিকে বোঝায়। যা কিছু বলা হয় তাই উক্তি। আমরা সবসময় নানা ধরনের কথা বলে থাকি– নিজের কথা, অন্যের কথা। এই কথাকেই বলা হয় উক্তি।
উক্তির সংজ্ঞা : কোনো কথা বলার নাম উক্তি 

উক্তির প্রকারভেদ
উক্তি দুই প্রকার। যথা– (১) প্রত্যক্ষ উক্তি ও (২) পরোক্ষ উক্তি।

১. প্রত্যক্ষ উক্তি : বক্তার হুবহু কথাকে প্রত্যক্ষ উক্তি বলে /Direct Speech। এই অবিকল পুনরুক্ত অংশ প্রায়ই উদ্ধরণ চিহ্ন (“ ”) দ্বারা প্রকাশিত হয়। যেমন: রহিম বলল, ‘ফারুক এখন বাড়ি আছে।’

২. পরোক্ষ উক্তি : এক বক্তার কথা অন্য বক্তা পরিবর্তন করে বলাকে পরোক্ষ উক্তি/Indirect Speech বলে। যেমন : রহিম বলল যে ফারুক তখন বাড়ি ছিল।

উক্তি পরিবর্তনের নিয়ম

(১) প্রত্যক্ষ উক্তির উদ্ধরণ চিহ্ন উঠিয়ে দিয়ে তার পূর্বে ‘যে’ এই পদ স্থাপন করতে হয় এবং কোনো কোনো স্থলে সর্বনাম পদের পুরুষের পরিবর্তন হয়। যেমন—

প্রত্যক্ষ : সে বলল, “আমি খেলা দেখতে যাব।”

পরোক্ষ : সে বলল যে সে খেলা দেখতে যাবে।

প্রত্যক্ষ : তুমি বললে, “আমি খেলা দেখতে যাব।”

পরোক্ষ : তুমি বললে যে তুমি খেলা দেখতে যাবে।

(২) প্রত্যক্ষ উক্তির উদ্ধৃত বাক্যে ক্রিয়ার অতীত কাল সূচিত হলে উদ্ধরণ চিহ্নযুক্ত পুনরুক্ত ক্রিয়াকেও কোনো কোনো সময় অতীত কালের ক্রিয়ায় পরিবর্তন করতে হয়। যেমন—

প্রত্যক্ষ : আমি বললাম, “আমার সঙ্গে দশটি টাকা আছে।”

পরোক্ষ : আমি বললাম যে আমার সঙ্গে দশটি টাকা ছিল।

প্রত্যক্ষ · : তিনি বললেন, “সোহাগ বাড়িতে আছে।”

পরোক্ষ : তিনি বললেন যে সোহাগ বাড়িতে ছিল।

এখানে যা শিখলাম–
উক্তি কি?; উক্তির সংজ্ঞা; উক্তির প্রকারভেদ; প্রত্যক্ষ উক্তি; পরোক্ষ উক্তি; উক্তি পরিবর্তনের নিয়মাবলি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *