নোটিশ কি? নোটিশ কিভাবে লিখতে হয়? What is Notice in Bangla?
নোটিশ (Notice) একটি ইংরেজি শব্দ। এর আভিধানিক বাংলা সমার্থক শব্দ বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, সূচনা ইত্যাদি। ‘নোটিশ’ শব্দের মূল অর্থ বিজ্ঞাপন, বিজ্ঞপ্তি, সূচনা ইত্যাদি। ‘নোটিশ’ শব্দের মূল অর্থ বিজ্ঞাপন হলেও উপস্থাপন ও গঠনগত দিক থেকে উভয়ের মধ্যে পার্থক্য রয়েছে। বই-পুস্তকে নোটিশের ব্যাপারটি নতুন হলেও প্রাতিষ্ঠানিকভাবে এটি সবার পরিচিত। তোমাদের কলেজেও অবশ্যই নোটিশ বোর্ড রয়েছে। কর্মজীবনে অনেককেই নানা ধরনের নোটিশ লিখতে হয়। এ অংশের প্রশ্নগুলো ভালোভাবে অনুশীলন করলে পরীক্ষায় যেকোনো ধরনের নোটিশ লিখন এলে তোমরা সহজেই লিখতে পারবে। নিচে নোটিশ লিখনের কিছু নমুনা দেওয়া হলো।
১. রাজশাহী কলেজিয়েট স্কুলে নবীনবরণ উপলক্ষে প্রস্তুতি গ্রহণ সভা আহ্বান করে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক হিসেবে অন্য সদস্যদের উদ্দেশ্যে নোটিশ বোর্ডে টাঙানোর জন্য একটি নোটিশ তৈরি কর।
৪ জানুয়ারি, ২০২০
রাজশাহী কলেজিয়েট স্কুল ছাত্র সংসদের নির্বাচিত সদস্যদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এবারে আমাদের বিদ্যালয় যারা ভর্তি হয়েছে, আগামী ৩রা ফেব্রুয়ারি তাদের বরণ করে নেওয়া হবে। এই নবীনবরণ অনুষ্ঠানের প্রস্তুতি গ্রহণের জন্য আগামী ১০ জানুয়ারি, ২০২০ সংসদের কার্যকরী কমিটির সভা আহ্বান করা হচ্ছে। ক্লাস শেষে সবাইকে সংসদ কক্ষে উপস্থিত থাকার অনুরোধ জানানো যাচ্ছে।
হানিফুর রহান
সাধারণ সম্পাদক ছাত্র সংসদ,
রাজশাহী কলেজিয়েট স্কুল
২. মনে কর তুমি একটি বিদ্যালয়ের গ্রন্থাগারিক। গ্রন্থাগার থেকে বই সংগ্রহের নতুন নিয়ম সম্পর্কে অবহিত করতে শিক্ষার্থীদের উদ্দেশ্যে নোটিশ বোর্ডে টাঙানোর জন্য একটি নোটিশ তৈরি কর।
২ মার্চ, ২০২০
ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৫ মার্চ ২০২০ থেকে কলেজের গ্রন্থাগার থেকে বই সংগ্রহের ক্ষেত্রে নতুন নিয়মের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী প্রত্যেক শিক্ষার্থীকে বিদ্যালয় অফিস কক্ষে ১০০ টাকা জমা দিয়ে গ্রন্থাগারের সদস্য কার্ড সংগ্রহ করতে হবে। এই কার্ড ছাড়া কোনো বই গ্রন্থাগারের বাইরে নেওয়া যাবে না (গ্রন্থাগারে বসে পড়তে পারবে)। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল ২০২০ পর্যন্ত সদস্য কার্ড সংগ্রহ করা যাবে।
নুরুন্নাহার বিভা
গ্রন্থাগারিক,
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম