পাললিক শিলা কাকে বলে? পাললিক শিলা কিভাবে তৈরি হয়? পাললিক শিলার বৈশিষ্ট্য কি কি?
যে শিলা পলি সঞ্চিত হয়ে গঠিত হয় তাকে পাললিক শিলা (Sedimentary rock) বলে।
জলবায়ুজনিত পরিবর্তনের ফলে বাতাস, পানি, তুষার, উত্তাপ, বৃষ্টি, হিমবাহ, নদী, ঝড়, সমুদ্রস্রোত, জলোচ্ছ্বাস ইত্যাদির প্রভাবে আগ্নেয় শিলা চূর্ণবিচূর্ণ ও ক্ষয়প্রাপ্ত হয়ে কাঁকর, নুড়ি, বালিকণায় পরিণত হয়। এরূপে ক্ষয়িত শিলাকণা নদীপ্রবাহ ও বায়ুপ্রবাহ দ্বারা বাহিত হয়ে হ্রদ, সাগর বা মহাসাগরের তলদেশে পলি বা তলানিরূপে স্তরে সঞ্চিত হয়। ভূগর্ভের নিচের উত্তাপ, নানাবিধ উদ্ভিদদেহের রাসায়নিক ক্রিয়ায় ও উপরের পানির চাপে নিম্নস্তরে সঞ্চিত তলানি জমাট বেঁধে শিলায় পরিণত হয়, যাকে পাললিক শিলা বলে।