সৌরদিন কাকে বলে? অধিবর্ষ কী? ব্যাখ্যা কর।
পৃথিবীর একটি পূর্ণ আবর্তনের সময়কে সৌরদিন বলে। পূর্ব থেকে পশ্চিমে পৃথিবীর একবার পূর্ণ আবর্তন করতে প্রায় ২৪ ঘণ্টা বা ১ দিন লাগে। এটি পৃথিবীর আহ্নিক গতি বা দৈনিক গতিও বটে।
অধিবর্ষ কী? ব্যাখ্যা কর।
সূর্যকে অতিক্রম করতে পৃথিবীর ১ বছর সময় লাগে। এ সময়কে সৌরবছর বলে। ঠিক হিসেবে ৩৬৫ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট ৪৭ সেকেন্ড। কিন্তু ৩৬৫ দিনে সৌরবছর গণনা করা হয়। তাই প্রতি চার বছরে একদিন বাড়িয়ে ইংরেজি চতুর্থ বছর ৩৬৬ দিনে বছর গণনা করা হয়। সে বছর ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিন ধরা হয়। এরূপ বছরকে অধিবর্ষ বা লিপইয়ার (Leap Year) বলে।