রাতের মেঘমুক্ত আকাশে অনেক সময় মনে হয় যেন নক্ষত্র ছুটে যাচ্ছে বা কোন নক্ষত্র এইমাত্র খসে পড়ছে। এই ঘনটাকে নক্ষত্র পতন বলে। এরা প্রকৃতপক্ষে কোন নক্ষত্র নয়। এদের নাম উল্কা। বায়ুর সংস্পর্শে এসে বায়ুর সঙ্গে ঘর্ষণের ফলে এরা জ্বলে উঠে।
জ্যোতিষ্ক বলতে কী বোঝায়?
মহাকাশের দিকে তাকালে আমরা চন্দ্র, সূর্য, নক্ষত্র ইত্যাদি অসংখ্য আলোকবিন্দু দেখতে পাই, এগুলোকে জ্যোতিষ্ক বলে।
মহাকাশের জ্যোতিষ্কগুলোকে সাধারণত সাত ভাগে ভাগ করা যায়। যথা–
- নক্ষত্র
- গ্রহ
- উপগ্রহ
- ছায়াপথ
- ধুমকেতু
- নীহারিকা এবং
- উল্কা।