যদি কোনো এলাকায় চারপাশের তুলনায় বায়ুর চাপ কম থাকে, তবে সে অবস্থাকে নিম্নচাপ বলে। নিম্নচাপ সচরাচর ভারত মহাসাগরের গভীর এলাকায় অথবা বঙ্গোপসাগরে উৎপন্ন হয়ে থাকে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুপ্রবাহের সময়ে এই নিম্নচাপ সৃষ্টি হয়।
আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য কি?
আবহাওয়া ও জলবায়ু একে অপরের পরিপূরক। এরা হলো জলবায়ু বিদ্যার দুটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়। কিন্তু এই আবহাওয়া ও জলবায়ুর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে। নিম্নে আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য দেওয়া হলো–
আবহাওয়া
- কোন স্থানের স্বল্প সময়ের গড় তাপমাত্রা ও গড় বৃষ্টিপাতকে আবহাওয়া বলে।
- আবহাওয়া প্রতিদিন, এমনকি প্রতি ঘন্টায় পরিবর্তন হয়।
- এটি স্বল্প পরিসরে বিস্তার লাভ করে।
- প্রধান উপাদান হলো উষ্ণতা, আর্দ্রতা, বৃষ্টিপাত, বায়ুরচাপ, বায়ু প্রবাহ ইত্যাদি।
- দৈনন্দিন জীবনের উপর প্রভাব ফেলে।
- আবহাওয়া সম্পর্কে অধ্যয়নকে আবহাওয়া বিদ্যা (Meteorology) বলে।
জলবায়ু
- সাধারণত ৩০-৪০ বছরের বেশি সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে।
- অপরদিকে কোন স্থানের জলবায়ু পরিবর্তন হতে দীর্ঘ সময় লাগে।
- এটি বিশাল পরিসরে বিস্তার লাভ করে।
- এর প্রধান দুটি উপাদান হলো তাপমাত্রা ও বৃষ্টিপাত।
- মানুষের জীবন প্রণালী,কৃষিকাজ, অর্থনৈতি,মানুষের স্বাস্থ্য ইত্যাদির উপর প্রভাব ফেলে।
- জলবায়ু সম্পর্কে অধ্যয়নকে জলবায়ু বিদ্যা ( Climatology) বলে।