Modal Ad Example
পড়াশোনা

চাপ বলয় কাকে বলে? চাপ বলয় কয়টি?

1 min read

ভূপৃষ্ঠের বিভিন্ন অক্ষাংশে তাপের পার্থক্য এবং গোলাকার পৃথিবীর ঘূর্ণনের কারণে বায়ুমণ্ডলের নিম্নতম স্তরে কয়েকটি চাপমণ্ডলের সৃষ্টি হয়েছে। এগুলোকে চাপ বলয় বলে।

প্রকারভেদ : ভূ-পৃষ্ঠে সাধারণত চারটি চাপ বলয় রয়েছে। যেমন–
১। নিরক্ষীয় নিম্নচাপ বলয়,
২। ক্রান্তীয় উচ্চচাপ বলয়,
৩। মেরুবৃত্তের নিম্নচাপ বলয় এবং
৪। মেরু অঞ্চলের উচ্চচাপ বলয়।

1/5 - (1 vote)
Mithu Khan

I am a blogger and educator with a passion for sharing knowledge and insights with others. I am currently studying for my honors degree in mathematics at Govt. Edward College, Pabna.

Leave a Comment

x