সূর্যকিরণের প্রভাবে বায়ু উত্তপ্ত ও প্রসারিত হয়ে ওপরে ওঠে এবং শীতল হয়ে পড়ে। বায়ুর তাপমাত্রা হ্রাসের ফলে অতিরিক্ত জলীয়বাষ্প ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত হয়, তাকে পরিচলন বৃষ্টি (Convectional Rainfall) বলে। কয়েকটি পর্যায় অনুসরণ করে পরিচলন বৃষ্টি সংঘটিত হয়। যথা:
i. প্রচণ্ড সূর্যকিরণে ভূপৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে।
ii. ভূপৃষ্ঠের উপরিস্থ বায়ু উষ্ণ ও হালকা হয়ে ওপরের দিকে উঠে পরিচলনের সৃষ্টি করে।
iii. ঊর্ধ্বমুখী বায়ু শুষ্ক রুদ্ধ তাপ হ্রাস হারে (Dry adiabatic lapse rate) শীতল হতে থাকে এবং বায়ুতে যথেষ্ট পরিমাণ জলীয়বাষ্পের উপস্থিতিতে তা ঘনীভবন হতে থাকে।
iv. ঘনীভবনের ফলে মেঘ ওপরের দিকে বহুদূর পর্যন্ত বিস্তৃত হয়ে পুঞ্জ মেঘের (Cumulus clouds) সৃষ্টি করে। এ ধরনের মেঘ থেকে ঝড়সহ মুষলধারে বৃষ্টি হয়। কখনো কখনো শিলাবৃষ্টি ও বজ্রপাতও হয়ে থাকে।