এনালগ (Analog) ও ডিজিটাল (Digital) সংকেতের পার্থক্য কি?
এনালগ সংকেত হল নিরবিচ্ছিন্নভাবে পরিবর্তনশীল সংকেত। এ সংকেত স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় এবং নিম্নতম থেকে উচ্চতম মানের মধ্যে যেকোনো মান গ্রহণ করতে পারে।
অপরদিকে, ডিজিটাল সংকেত বলতে সেই যোগাযোগ সংকেতকে বোঝায় যা শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে। এরা ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে এবং এদের প্রত্যেককে আলাদাভাবে চেনা যায়।