ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য কি?
ক্ষমতা ও শক্তির মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলো–
ক্ষমতা
- কাজ করার হারই হলো ক্ষমতা।
- কোনো কাজকে কত তাড়াতাড়ি করতে পারে তা বোঝায়।
- একক সময়ে কৃত কাজের পরিমাপই হচ্ছে ক্ষমতার পরিমাপ।
- ক্ষমতার একক জুল/সেকেন্ড অর্থাৎ ওয়াট (W)।
শক্তি
- কাজ করার সামর্থ্যই হলো শক্তি।
- কোনো কাজকে বেশি সময় করতে পারে তা বোঝায়।
- বস্তু সর্বমোট যতটুকু কাজ করতে পারে তাই হচ্ছে বস্তুর শক্তির পরিমাপ।
- শক্তির একক জুল (J)।