ভোল্টমিটার কি? ভোল্টমিটার এর কাজ কি? What is Voltmeter?
ভোল্টমিটার একটি বৈদ্যুতিক যন্ত্র, যার সাহায্যে বর্তনীর যেকোনাে দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভােল্ট এককে পরিমাপ করা যায়। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে ভােল্টমিটারকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। এই যন্ত্রে একটি গ্যালভানােমিটার থাকে। এর বিক্ষেপ নির্ণয়ের জন্য একটি সূচক বা কাঁটা লাগানাে থাকে। সূচকটি ভােল্ট এককে দাগাঙ্কিত একটি স্কেলের উপর ঘুরতে পারে। বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হয় ভােল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরালে সংযুক্ত করতে হয়। তড়িৎ কোষ বা অ্যামিটারের মতাে ভােল্টমিটারেও দুটি সংযােগ প্রান্ত থাকে, একটি ধনাত্মক ও একটি ঋণাত্মক প্রান্ত। সাধারণত ধনাত্মক প্রান্ত লাল এবং ঋণাত্মক প্রান্ত কালাে রঙের হয়।