তাড়িতচৌম্বক আবেশ কাকে বলে?

কোনো বদ্ধ কুন্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত চৌম্বক ফ্লাক্সের পরিবর্তনের ফলে কুন্ডলীতে ক্ষণস্থায়ী তড়িচ্চালক বল বা তড়িৎ প্রবাহ উৎপন্ন হওয়াকে তাড়িতচৌম্বক আবেশ বলে। তাড়িতচৌম্বক আবেশের ফলে বদ্ধ কুন্ডলীতে উৎপন্ন তড়িচ্চালক বলকে আবিষ্ট তড়িচ্চালক বল এবং তড়িৎ প্রবাহকে আবিষ্ট তড়িৎ প্রবাহ বলে।

 

শেষ কথা:
আশা করি আপনাদের এই আর্টিকেলটি পছন্দ হয়েছে। আমি সর্বদা চেষ্টা করি যেন আপনারা সঠিক তথ্যটি খুজে পান। যদি আপনাদের এই “তাড়িতচৌম্বক আবেশ কাকে বলে?” আর্টিকেল পছন্দ হয়ে থাকে, তাহলে অবশ্যই ৫ স্টার রেটিং দিবেন।