ভোল্ট (Volt) কি? অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্য কি?
ভোল্ট হচ্ছে তড়িৎ বিভবের একক। ১ অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ কোন পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি ১ ওয়াট কাজ সম্পন্ন করে, তাহলে ঐ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যকে ১ ভোল্ট বলে। এর নাম রাখা হয়েছে ইতালীয় বিজ্ঞানী আলেসান্দ্রো ভোল্টা’র (১৭৪৫–১৮২৭) নামানুসারে, যিনি সর্বপ্রথম বৈদ্যুতিক ব্যাটারি আবিষ্কার করেন।
অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্য কি?
অ্যামিটার ও ভোল্টমিটার এর পার্থক্য নিচে দেয়া হলো–
- অ্যামিটারের সাহায্যে বর্তনীর তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয়। অপরদিকে, ভোল্টমিটারের সাহায্যে বর্তনীর যেকোনো দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করা হয়।
- অ্যামিটার বর্তনীতে শ্রেণী সংযোগে যুক্ত থাকে। অপরদিকে, ভোল্টমিটার বর্তনীতে সমান্তরাল সংযোগে সংযুক্ত থাকে।
- অ্যামিটারের সাথে সমান্তরালে একটি কম মানের রোধ যুক্ত থাকে; পক্ষান্তরে ভোল্টমিটারের সাথে সিরিজে একটি উচ্চমানের রোধ যুক্ত থাকে।