ফিল্টার সার্কিট (Filter circuit) কাকে বলে? এর প্রকারভেদ, কার্যপ্রণালী, বৈশিষ্ট্য এবং প্রয়োজনীয়তা

যে সার্কিটের মাধ্যমে পালসেটিং ডিসিকে বিশুদ্ধ ডিসিতে রূপান্তর করে ঐ সার্কিটকে ফিল্টার সার্কিট (Filter circuit) বলে।

ফিল্টার সার্কিটের প্রকারভেদ
ফিল্টার সার্কিটকে গঠন ও কার্যপদ্ধতি অনুসারে নিচের মতো করে ভাগ করা যায়। যথা:
১। গঠন অনুসারে
(ক) ক্যাপাসিটেন্স ফিল্টার
(খ) ইন্ডাকট্যান্স ফিল্টার
(গ) এলসি ফিল্টার
(ঘ) আরসি ফিল্টার

২। কার্যপ্রণালি অনুসারে
(ক) লাে-পাস ফিল্টার
(খ) হাই-পাস ফিল্টার
(গ) ব্যান্ড পাস ফিল্টার

৩। সার্কিটের গঠন অনুসারে
(ক) এল-টাইপ ফিল্টার
(খ) টি-টাইপ ফিল্টার
(গ) পাই-টাইপ ফিল্টার ইত্যাদি।

ফিল্টার সার্কিটের কার্যপ্রণালি
যে সার্কিটের সাহায্যে পালসেটিং ডিসিকে বিশুদ্ধ ডিসিতে রূপান্তর করে সেই সার্কিটকে ফিল্টার সার্কিট বলে। নিম্নে একটি ক্যাপাসিটর ফিল্টার সার্কিট অঙ্কন করে কার্যপ্রণালি বর্ণনা করা হলাে:

 

এই সার্কিটের ইনপুটে পালসেটিং ডিসি ক্যাপাসিটরে প্রয়ােগ করা হয়। ক্যাপাসিটরটি চার্জ হতে থাকে, যা পরবর্তীতে লােডের সাহায্যে ডিস চার্জ হয়। পরবর্তী সাইকেলে ক্যাপাসিটরটি পুনরায় চার্জ হতে থাকে এবং এই প্রক্রিয়া চলতে থাকে। ফলে পালসেটিং ডিসি প্রায় বিশুদ্ধ ডিসিতে পরিণত হয়।

ফিল্টার সার্কিটের বৈশিষ্ট্য
ক্যাপাসিটর ফিল্টারের বৈশিষ্ট্য:
(i) আউটপুট ভােল্টেজ বেশি হয়।
(ii) ক্যাপাসিটর প্রায় পিক মানে চার্জ হয়।
(iii) এর দাম কম।
(iv) আকারে ছােট ও ওজন কম।

ফিল্টার সার্কিটের প্রয়ােজনীয়তা
রেকটিফায়ার থেকে শুধু পালসেটিং ডিসি পাওয়া যায়। এতে রিপলস বিদ্যমান থাকে। ট্রানজিস্টর এবং ভ্যাকুয়াম টিউব সার্কিটে খাঁটি ডিসি ভােল্টেজের প্রয়ােজন হয়। তা না হলে প্রচুর ডিস্টরশন বা সােরগােল দেখা দিবে। ফিল্টার-এর সাহায্যে এ রিপলসগুলােকে কমিয়ে খাঁটি ডিসি প্রস্তুত করা হয়। ইলেক্ট্রনিক্স সার্কিটকে সঠিকভাবে কাজ করানাের জন্য বিশুদ্ধ ডিসি ব্যবহার করা প্রয়ােজন হয়, আর এ কাজের জন্য পালসেটিং ডিসিকে বিশুদ্ধ ডিসিতে পরিবর্তনের লক্ষ্যে ফিল্টার সার্কিট ব্যবহার করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *